Breaking News

সেরা ১০টি লাইট অ্যাপস, যা সকলের জন্য খুবই কার্যকরী । Top 10 Lite Apps For Android

আজকে আমরা Google Play Store এর সেরা ১০টি লাইট অ্যাপস সম্পর্কে জানব। লো-ইন্ড ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারগণ তাদের অ্যাপস-এর লাইট ভার্সন তৈরি করেছেন এবং ধীরে ধীরে এগুলোর ব্যবহার বৃদ্ধির সাথে সাথে জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে।

যাদের মোবাইলের স্টোরেজ অনেকাংশে কম বা কনফিগারেশন কিছুটা স্লো সে সকল মোবাইলের জন্য এই লাইট অ্যাপসগুলো খুবই প্রয়োজনীয়। তাছাড়া এই অ্যাপসগুলো দুর্বল নেটওয়ার্কেও ব্যবহার করা যায় এবং এগুলো সাধারণ অ্যাপস থেকে খুবই কম ডেটা খরচ করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু সেরা লাইট অ্যাপস সম্পর্কে।

সেরা ১০টি লাইট অ্যাপসঃ-

1. Facebook Lite:- Facebook Lite এটির সাথে হয়ত আমরা অনেকেই পরিচিত। এটি জনপ্রিয় সামজিক যোগাযোগ মাধ্যম Facebook-এর অফিশিয়াল Lite Version। এই অ্যাপটি এখন পর্যন্ত ১ বিলিয়ন এর বেশি ডাউনলোড হয়েছে। Facebook Lite অ্যাপ্লিকেশনটির সাইজ মাত্র ১.৭০ এমবি, রেটিং ৪.২ এবং ফেসবুক অ্যাপের প্রায় প্রতিটি ফিচারই এতে রয়েছে। এমনকি এটিতে ডার্ক মুড ফিচারও রয়েছে।

এই অ্যাপসটি অনেক দ্রুতগতিতে কাজ করে থাকে এমনকি দুর্বল নেটওয়ার্কেও এটি ভালভাবে কাজ করতে সক্ষমতা রাখে। এই লাইট অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।install%2Bicon

 

2. Messenger Lite:- সহজে চ্যাটিং বা বার্তা পাঠানোর জন্য আমরা সকলেই Messenger ব্যবহার করে থাকি। আর Messenger Lite লাইট Messenger-ই দ্বিতীয় রূপ। যাদের মোবাইল অপেক্ষামান লো-কনফিগারেশন তাদের জন্য এটি অনেক উপকারী। এটি অত্যন্ত দ্রুত কাজ করে, কম র্যাম, অল্প ব্যাটারি ও ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ করে।

অ্যাপটির সাইজ মাত্র ১৪ এমবি। ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়নের চেয়ে আরও বেশি এবং রেটিং ৪.১। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

3. Twitter Lite:- সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অফিশিয়াল লাইট ভার্সন অ্যাপ হলো Twitter Lite. এটি একটি দ্রত এবং ডেটা ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন যা একটি লাইট অ্যাপের পূর্ণ অভিজ্ঞতা দেয়। অ্যাপসটিতে ডেটা সেভার মোড রয়েছে তাছাড়া এটিতে ছবি এবং ভিডিও ডাউনলোড করার ব্যবস্থাও রয়েছে।

অ্যাপটির সাইজ মাত্র ২.০৪ কেবি। ডাউনলোড সংখ্যা প্রায় ১০ মিলিয়নের চেয়েও বেশি এবং রেটিং ৩.৭ মাত্র। অ্যাপসটি এন্ড্রয়েড ভার্সন ৫ এবং এর উপরের সকল ভার্সনে ব্যাবহার করা যাবে। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

4. Instagram Lite:- জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট Instagram-এর অফিশিয়াল লাইট ভার্সন অ্যাপ হলো Instagram Lite. এটি মোবাইলে অনেক কম জায়গা দখল করে এবং অল্প ডাটা খরচ করেই এটি ব্যবহার করা যায়। অ্যাপটি পুরোপুরি Instagram স্ট্যান্ডার্ড অ্যাপের মতো অনেক ফাস্ট কাজ করে।

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

অ্যাপটির সাইজ মাত্র ২.০০ এমবি। ডাউনলোড হয়েছে প্রায় ১০০ মিলিয়নের চেয়েও বেশি এবং ৪.০০ রেটিং নিয়ে অবস্থান করছে। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

5. Google Assistance Go:- Google Assistance স্মার্টফোনের জন্য একটি ভার্চুয়াল ব্যক্তিগত সহকারী অ্যাপ। Google Assistance অ্যাপের লাইট ভার্সন সংস্করণ হলো এই Google Assistance Go. এটিতে Google Assistance এর সকল ফিচার রয়েছে এবং এটি তুলনামূলকভাবে Google Assistance এর চেয়ে মোবাইল ফোনে কম র্যাম ও স্টোরেজ দখল করে। এছাড়া অ্যাপটি খুুুবই দ্রুত কাজ করে এবং কম ডেটা খরচ করে। উল্লেখ রয়েছে প্রায় ৪০% কম ডাটা খরচে অ্যাপটি ব্যবহার করা যাবে।

অ্যাপটির সাইজ মাত্র ৯.০০ এমবি। ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়নের চেয়ে আরও বেশি এবং রেটিং ৪.৩ রয়েছে। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

6. Google Maps Go:- এটি Google Maps এর লাইট সংস্করণ। আপনি Google Maps এর বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করতে পারেন। এটিতে Google Maps এর সমস্ত ফিচার রয়েছে। অ্যাপটি স্মার্টফোনে অত্যন্ত কম জায়গা দখল করে এবং দুর্বল নেটওয়ার্কেও এটি ভালোভাবে কাজ করতে পারে। অ্যপটিতে ৭০টির চেয়েও বেশি ভাষা সাপোর্ট করে।

অ্যাপটির সাইজ মাত্র ৩.৯৯ কেবি। ডাউনলোড সংখ্যা ৫০০ মিলিয়নের চেয়েও আরও বেশি এবং রেটিং রয়েছে ৪.৫। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

7. Gmail Go:- সহজে যেকোনো তথ্য আদান-প্রদান বা ই-মেইল করার জন্য আমরা Gmail অ্যাপসটি ব্যবহার করে থাকি। অপেক্ষামান কম স্টোরেজ মোবাইল ফোনের জন্য Gmail Go অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অ্যাপটিকে স্ট্যান্ডার্ড জিমেইলের সমস্ত ফিচারের সাথে প্যাক করা হয়েছে। অ্যাপটিতে ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন।

আরও পড়ুন- ফেসবুক থেকে টাকা আয় করার উপায়

অ্যাপটির সাইজ মাত্র ২১ এমবি। এটির ডাউনলোড সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নের চেয়ে আরও বেশি এবেং রেটিং রয়েছে ৪.৪। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।install%2Bicon

 

8. Chrome Beta:- ব্রাউজ করার জন্য আমাদের প্রত্যেকের মোবাইলেই ডিফল্ট হিসেবে Google Chrome ব্রাউজারটি দেওয়া থাকে। আপনি চাইলে এটির পরিবর্তে Chrome Beta অ্যাপসটি ব্যবহার করতে পারেন। ব্রাউজারটি অনেক দ্রুত কাজ করে এবং এতে প্রয়োজনীয় সকল ফিচারই রয়েছে। যাদের একাধিক ব্রাউজারের প্রয়োজন হয়ে থাকে তাদের জন্য এটি অনেক উপকারী হবে। এমনকি আমি নিজেও ব্যাক্তিগতভাবে এটি ব্যবহার করছি।

অ্যাপটির সাইজ মাত্র ৮.৩ এমবি। ডাউনলোড সংখ্যা প্রায় ১০ মিলিয়নের চেয়েও বেশি এবং ৪.৪ রেটিং-এ রয়েছে। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

9. Files Go:- এটি হলো গুগলের ফোন স্পেস ম্যানেজিং একটি অ্যাপ। এটির মাধ্যমে আপনি স্মার্টফোনের স্টোরেজ ফ্রী করতে পারবেন, স্মার্টফোনে থাকা ফাইলগুলো দ্রুত ব্রাউজ করতে পারবেন এবং ফাইলগুলো অন্যদের সাথে অফলাইনে শেয়ার করতে পারবেন। এটি অন্যান্য ফাইল ম্যানেজারের তুলনায় দ্রুত গতিতে কাজ করে। এছাড়া আপনি অ্যাপসটির মাধ্যমে সরাসরি গুগল ড্রাইভে যেকোনো ফাইল আপলোডও করতে পারবেন।

অ্যাপটির সাইজ মাত্র ৬.৭ এমবি। ডাউনলোড সংখ্যা প্রায় ১ বিলিয়নের চেয়ে আরও বেশি। অ্যাপসটির ডাউনলোড সংখ্যার দিকে তাকালেই এটির জনপ্রিয়তা বুঝা যায়। এটির রেটিং ৪.৫। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

 

10. Uber Lite:- জনপ্রিয় রাইড শেয়ারিংপরিসেবা এপ্লিকেশনের মধ্যে রয়েছে Uber Lite. যাদের মোবাইল লো-ইন্ড বা দুর্বল নেটওয়ার্ক থাকে তাদের জন্য এই অ্যপসটি বেশ কার্যকরী। অ্যাপসটির ব্যবহার অত্যন্ত সহজও বটে। রাইডিং সেবা নেবার জন্য এটিতে সমস্ত ফিচার বিদ্যমান রয়েছে।

অ্যাপটির সাইজ মাত্র ১২ এমবি। ডাউনলোড সংখ্যা প্রায় ১০ মিলিয়নের চেয়ে আরও বেশি এবং রেটিং অবস্থান ৪.৪ এ। অ্যাপসটি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন এ ক্লিক করুন।

install%2Bicon

বন্ধুরা, আশা করছি উপরোক্ত অ্যাপসগুলো আপনাদের উপকারে আসবে। পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম ২০২২ | How to Open Upay Account

মোবাইল ব্যাংকিং সেবায় উপায় নতুন একটি মাধ্যম। যার কারণে অনেকেই উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *