Breaking News

ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় কিভাবে? How to Earn Money From Facebook Profile

বর্তমানে ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করা যাবে। পূর্বে আমরা যেমনি ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারতাম। ঠিক একইভাবে ফেসবুকের নতুন আপডেট এর মাধ্যমে ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করা যাবে।

এতদিন আমরা অনেকের নিকটই জিঙ্গেস করতাম যে, কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে টাকা করা যায়? যদিও পূর্বে এই ধরনের কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে মার্ক জুকারবার্গ ফেসবুক প্রোফাইলে এই সুবিধাটি নিয়ে এসেছে।

তবে, ফেসবুক পেজ কিংবা গ্রুপ থেকে টাকা আয় করার জন্য যেমনি কিছু শর্ত ছিল। ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করতে হলেও এরকম কিছু শর্ত পূরণ করতে হবে।

আজকের আর্টিকেলটি এসকল বিষয়বস্তু নিয়েই সাজানো হয়েছে। অতএব, কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করা যাবে, কি কি শর্ত পূরণ করতে হবে? ইত্যাদি সবকিছু জানতে আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম।

আরও পড়ুন- ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?

ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় কিভাবে?

ফেসবুক প্রোফাইল থেকে দুই (২) ভাবে টাকা আয় করা যাবে। যথা-

১. ফেসবুক রিলস-এ ভিডিও আপলোড করার মাধ্যমে।

২. ফেসবুক প্রফেশনাল মুড থেকে।

১. ফেসবুক রিলস-এ ভিডিও আপলোড করে টাকা আয়ঃ-

ফেসবুক রিলস মূলত হলো শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। আমরা বর্তমান সময়ে টিকটক বা ইউটিউবে যেসকল শর্ট ভিডিও দেখছি, ফেসবুক রিলসও সেরকমই একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হতে যাচ্ছে।

ফেসবুক রিলস-এ ভিডিও আপলোড করে টাকা আয় করার দুই (২) টি পদ্ধতি রয়েছে। যথা-

  • ফেসবুক বোনাস প্রোগ্রাম। এবং
  • বিজ্ঞাপণ বা এড এর মাধ্যমে।

ফেসবুক বোনাস প্রোগ্রাম থেকে টাকা আয় নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য হবে। বলা যায়, এটি এক প্রকার অফার হিসেবে ফেসবুক আমাদের জন্য চালু করেছে।

ফেসবুক বলছে, এটি শুধুমাত্র ফেসবুকের ক্রিয়েটরসদের জন্য। এখান থেকে প্রতিটি ক্রিয়েটরস প্রতি মাসে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার (৩৫,০০০) ডলার আয় করতে পারবে। বিস্তারিত আরও জানতে ক্লিক করুন- এখানে

facebook reels program bonus

আমরা ফেসবুকে যেসকল শর্ট বা রিলস ভিডিও আপলোড করবো। সেসকল ভিডিওতে দুই (২) ধরনের বিজ্ঞাপণ দেখানো হবে। In Stream Ads এবং Sricker Ads.

তবে, বর্তমানে সকল দেশেরে জন্য রিলস ভিডিওতে বিজ্ঞাপণ বসিয়ে টাকা আয় করার সুযোগ চালু নেই। ট্রায়াল হিসেবে কয়েকটি দেশে এই সুবিধাটি চালু রয়েছে। ধীরে ধীরে সকল দেশে চালু করা হবে।

যেহেতু সকলের জন্য এটি এখন প্রযোজ্য নয় কিংবা আমাদের বাংলাদেশে এটি চালু নেই। যখন চালু হবে তখন আমরা আমাদের রিলস ভিডিওতে এসকল বিজ্ঞাপণ বসিয়ে ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করতে পারবো।

আরও পড়ুন- ফেসবুক প্রফেশনাল মুড বিস্তারিত

২. ফেসবুক প্রফেশনাল প্রোফাইল থেকে টাকা আয় কিভাবে?

ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করতে হলে প্রথমেই আপনার প্রোফাইল বা একাউন্টটি-কে প্রফেশনাল মুড-এ আপডেট করে নিতে হবে।

ইতিমধ্যে অনেকের একাউন্টেই এই ফিচারটি ফেসবুক থেকে চালু করা হয়েছে এবং কিছু কিছু একাউন্টে ফিচারটি সচল রয়েছে। যেটি আপনাকে নিজ থেকে চালু করে নিতে হবে। কিভাবে ফেসবুক প্রেফেশনাল মুড চালু করবেন তা জানতে পূর্বের পোস্টটি পড়তে পারেন।

তবে, যাদের একাউন্টে এই ফিচারটি সচল করা হয় নি, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। ধীরে ধীরে ফেসবুক নিজ থেকেই এটি চালু করে দিবে।

প্রফেশনাল মুড-এ আপডেট বা পরিবর্তন করার পর আপনাকে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন বা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন- এখানে

লিংকে ক্লিক করার পর কিছুটা নিচের দিকে স্ক্রল করলে একটি ফরম পাবেন। ফরমে আপনার প্রোফাইল বা পেজকে সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে ফরমটি পূরণ করে সাবমিট বা রেজিস্ট্রেশন করতে হবে। ফরমে যেসকল তথ্য দিতে হবে-

  • আপনার ফাস্ট নেম ও লাস্ট নেম।
  • আপনার ই-মেইল একাউন্ট। [১ ও ২ অপশনগুলি ডিফিল্ট হিসেবে অটোমেটিক পূরণকৃত থাকবে, প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন।]
  • পেজের ক্যাটাগরি লিখুন। (প্রোফাইলে যেসকল ভিডিও আপলাড করবেন তা লিখবেন।)
  • তারপর আপনার ইনস্টাগ্রাম একাউন্টের লিংক বসাবেন। এবং
  • Program Preference অপশন থেকে All of the above সিলেক্ট করুন।

facebook reels program form

সর্বশেষ Submit বাটনে ট্যাপ করুন। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

এবার ফেসবুকের নিকট আপনার আবেদনটি জমা হয়ে যাবে এবং ফেসবুক আপনার প্রোফাইলটিকে রিভিও বা যাচাই করে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে রিলস ভিডিও আপলোড করার অপশনটি সচল করে দিবে।

তবে, এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে।

  • আপনি যেসকল ভিডিওগুলি রিলস এ আপলোড করবেন তা নিজস্বকৃত তৈরি ভিডিও হতে হবে।
  • ফেসবুক এর পলিসি মেনে ভিডিও আপলোড করতে হবে।
  • আপলোডকৃত ভিডিওগুলিতে ত্রিশ (৩০) দিনের মধ্যে এক হাজার (১,০০০) ভিউস পেতে হবে।

facebook reels earn money

এসকল শর্ত পূরণ করতে পারলে ফেসবুক নিজ থেকে আপনাকে ই-মেইল বা নটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি রিলস থেকে টাকা আয় করার জন্য সিলেক্ট হয়েছেন।

তখন আপনাকে বোনাস পাবার জন্য আরও কিছু তথ্য কিংবা আপনার ব্যাংক একাউন্ট নম্বর যুক্ত করতে হবে সর্বশেষে আপনার উপার্জনকৃত টাকা আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

➤ সর্বশেষ আরও কিছু কথা, বর্তমান সময়ে ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করা অনেকটা সংকীর্ণ ও ঝামেলা মনে হতে পারে। কেননা এখনও পর্যন্ত এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তীতে যখন সকলের জন্য সচল করা হবে, তখন হয়তো এতো পরিমাণ কষ্ট করতে হবে না।

আমরা এখন যেমনি যেকোনো ফেসবুক পেজ থেকে খুবই সহজে টাকা আয় করতে পারছি, ঠিক তেমনি আমাদের ফেসবুক প্রোফাইল থেকেও টাকা আয় করতে পারবো। শুধুমাত্র কিছু দিনের অপেক্ষা করতে হবে।

প্রিয় পাঠক, ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে ফেসবুক থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পরবর্তীতে ফেসবুক যদি প্রোফাইল থেকে টাকা আয় করার পদ্ধতি সম্পর্কে নতুন কোনো আপডেট প্রকাশ করে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য।

ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের নিকট শেয়ার করার অনুরোধ রইলো। আপনার আপনার অনুরোধকে সর্বোচ্চ পরিমাণে রেসপন্স করার চেষ্টা করবো।

বন্ধুরা, ’’ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয়’’ আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় | How to Increase Instagram Followers

প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীই তার একাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে চান। কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নিয়ম না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *