Breaking News

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায় ২০২২

ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় ও জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ব্যবহারকারী আমরা অনেকেই ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে জানতে আগ্রহী। আজকের আর্টিকেলে এই বিষয় সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন।

ফেসবুক থেকে টাকা আয় করা যায় এটি আমরা অনেকেই জানি। হয়তোবা অনেকের নিকট থেকে শুনেছি যে, ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করা যায়। কিন্তু কিভাবে টাকা আয় করা যায় সেটি সম্পর্কে হয়তো আমরা অনেকেই সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছি না।

আমাদের পূর্বের একটি আর্টিকেলে ফেসবুক থেকে টাকা আয় করার সঠিক উপায় সম্পর্কে আলোচনা করেছি। এবং আজকের আর্টিকেলে শুধুমাত্র ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে জানার চেষ্টা করবো। অতএব, আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি।

ফেসবুক পেজ থেকে টাকা আয়ঃ-

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার অসংখ্য উপায় রয়েছে। তবে, এসকল অগণিত উপায় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে এড বা বিজ্ঞাপণ এর মাধ্যমে টাকা আয় করা। যেটিকে বলা যায় ফেসবুক পেজ থেকে টাকা আয় করার প্রফেশনাল মাধ্যম। বর্তমান সময়ে যারা ফেসবুক পেজ থেকে টাকা আয় করছে তারা এই পদ্ধতির পাশাপাশি অন্যান্য উপায়েও টাকা আয় করে থাকে।

যদি আপনার ফেসবুক পেজটিকে বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় করার উপযোগী করে তুলতে পারেন তাহলে আপনি এর পাশাপাশি অন্যান্য উপায়েও খুবই সহজে টাকা আয় করতে পারবেন।

বলা বাহুল্য, ফেসবুক পেজ-এ বিজ্ঞাপেণের মাধ্যমে টাকা আয় করাকে Facebook Ad Breaks বলা হয়ে থাকে।

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য নিম্নোক্ত উপায় সমূহ অনুসরণ করতে পারেন।

  • প্রথমে আপনি যেই বিষয় বা নিশ নিয়ে কাজ করতে ইচ্ছুক তা বাছাই করে নিতে হবে। হতে পারে সেটি বিনোদনমূলক, শিক্ষামূলক কিংবা ভ্রমণমূলক। মূলত আপনি যেই বিষয় সম্পর্কে দক্ষ ও আগ্রহী সেটিকেই আপনার কাজের নিশ হিসেবে সিলেক্ট করবেন।
  • এবার আপনার কাজের সাথে মিল রেখে ফেসবুক পেজ এর জন্য একটি নাম বাছাই করতে হবে। পেজটির নাম সহজ, ছোট ও ইউনিক রাখার চেষ্টা করবেন।
  • তারপর আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি ফেসবুক পেজ তৈরি করুন।
  • পেজ খোলার পর এটিতে প্রোফাইল ফটো, কাভার ফটো যুক্ত করুন, ইউজারনেম সেট-আপ করুন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য যুক্ত করে পরিপূর্ণ ভাবে সম্পন্ন করুন।
  • পেজটিকে এমনভাবে সাজাবেন যাতে করে কোনো ভিজিটর বা অডিয়েন্স আপনার পেজে প্রবেশ করলে বুঝতে পারে যে, এটি একটি প্রফেশনাল ফেসবুক পেজ এবং পেজটিকে লাইক বা ফলো করতে এক প্রকার নিজ ইচ্ছায় বাধ্য হয়।

পেজ খোলা ও সাজানো সম্পন্ন হলে এবার আপনার কাজ শুরু করুন। ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে হলে অবশ্যই আপনার পেজে ভিডিও আপলোড করতে হবে। আপনি ইচ্ছে করলে পোস্ট বা ছবিও আপলোড করতে পারেন। এতে করে আপনার পেজের এক্টিভিটি বৃদ্ধি পাবে এবং ফলোয়ার বৃদ্ধি পাবে। কিন্তু টাকা আয় করতে হলে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে।

আরও পড়ুন- ফেসবুক প্রফেশনাল মুড বিস্তারিত

ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে।

  • অন্য কারো ভিডিও আপলোড করা যাবে না।
  • ভিডিওতে কপিরাইট সংক্রান্ত কোনো মিউজিক ব্যবহার করা যাবে না।
  • মানুষের জন্য ক্ষতিকর বা ভয়ানক কোনো ভিডিও আপলোড করা যাবে না।
  • এককথায়, ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য ফেসবুক যে নিয়ম-কানুন তৈরি করেছে তা মেনে ভিডিও আপলোড করতে হবে।

মনে রাখবেন, নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে ফেসবুক পেজ থেকে টাকা আয় করা সম্ভব হবে না, আপনি যত সময়ই ব্যায় করুন না কেনো।

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার শর্তঃ-

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য উপরোক্ত নিয়ম মেনে ভিডিও আপলোড করার পাশাপাশি কিছু শর্ত পূরণ করতে হবে। এসকল শর্ত পূরণ করতে পারলেই আপনি মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন এবং ফেসবুক পেজ থেকে টাকা আয় করতে পারবেন।

  • ফেসবুক পেজে কমপক্ষে ১০,০০০ (দশ হাজার) ফলোয়ার থাকতে হবে।
  • শেষ ৬০ দিনের মধ্যে পেজের ভিডিওতে ৬,০০০০০ (ছয় লক্ষ) ভিউস থাকতে হবে।
  • লাইভ ভিডিওর মাধ্যমে টাকা আয় করতে হলে ৬০,০০০ (ষাট হাজার) মিনিট ওয়াচটাইম এবং ৬,০০০০০ (ছয় লক্ষ) ভিউস থাকতে হবে।
  • পেজে কমপক্ষে পাঁচটি (৫) এক্টিভ ভিডিও থাকতে হবে।

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার শর্ত

এসকল শর্ত সহ আপনার ফেসবুক পেজের স্ট্যাটাস, আবেদন করার নিয়ম ইত্যাদি সবকিছু Facebook Creator Studio পেজটি থেকে যাচাই করে নিতে পারেন।

যদি আপনি উপরোক্ত নিয়মে ফেসবুক পেজ তৈরি করতে পারেন এবং ভিডিও আপলোড করে সকল শর্ত পূরণ করতে পারেন তাহলে মনিটাইজেশন পাবার জন্য আবেন করতে প্রযোজ্য হবেন। আবেদন করার পর ফেসবুক আপনার পেজটিকে রিভিও করবে এবং কিছুদিনের মধ্যে আপনাকে জানিয়ে দিবে যে, আপনার ফেসবুক পেজ মনিটািইজেশন এর জন্য গ্রহণযোগ্যতা পেয়েছে।

মনিটাইজেশন পাবার পর আপনার ভিডিওতে বিজ্ঞাপণ দেখানো হবে এবং এই বিজ্ঞাপণের বিনিময়ে আপনার টাকা আয় হবে।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

অনেকের মনে আরও কিছু প্রশ্ন সৃষ্টি হতে পারে যে, টাকা আয় করার পর সেটি কিভাবে আমাদের নিকট আসবে?

আপনি যখন পেজকে মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন, তখনই আপনার পেজের সাথে ব্যাংক একাউন্ট যুক্ত করার সুযোগ পাবেন। সেখানে আপনি যেই ব্যাংক একাউন্টটি যুক্ত করবেন ফেসবুক প্রতি মাসে আপনার আয় সেই ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।

তবে, এক্ষেত্রে অবশ্যই কমপক্ষে ১০০ ডলার হলে সেটি পাঠানো হবে। যদি আপনার কোনো মাসের আয় ১০০ ডলার এর চেয়ে কম হয় তাহলে সেটি আপনার ফেসবুক পেজেই জমা থাকবে এবং পরবর্তী মাসের আয় যোগ হবার পর কমপক্ষে ১০০ ডলার হলে সেটি পাঠানো হবে। গুগল এডসেন্স থেকে যেভাবে টাকা পাঠানো হয় ফেসবুকও একই নিয়মে টাকা পাঠিয়ে থাকে।

উপরের নিয়মটির পাশাপাশি ফেসবুক পেজ থেকে টাকা আয় করার আরও অনেক উপায় রয়েছে। নিম্নে তা সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো-

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায়ঃ-

এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয়ঃ-

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার আরও একটি মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। এই কাজটি আপনি খুবই সহজে করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এফিলিয়েট মার্কেটিং কি বা এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে টাকা আয় হবে?

এফিলিয়েট মার্কেটিং হলো কোনো কোম্পানির পণ্য বিক্রি করে টাকা আয় করা। আপনি যেই কোম্পানির পণ্য বিক্রি করে দিবেন কোম্পানি তাদের বিক্রিত পণ্যের প্রফিটের কিছু অংশ আপনাকে দিবে। আর এই পদ্ধতি অবলম্বন করে অনেকেই অনেক টাকা আয় করছে।

মনে করুন, আপনার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের গল্পের ভিডিও আপলোড করে থাকেন। তাহলে বলাই যায় আপনার পেজে গল্প প্রেমিক বা বই প্রেমিক ফলোয়ার রয়েছে। এখন আপনি কোনো একটি কোম্পানির কিছু বই এর এফিলিয়েট লিংক শেয়ার করলেন এবং কিছু বই বিক্রিও হলো। তাহলে বিক্রিত বই থেকে যা প্রফিট হবে তার কিছু অংশ কোম্পানি আপনাকে দিয়ে থাকবে।

অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করার মতো অসংখ্য কোম্পানি বা ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এসকল কোম্পানির সাথে নিদিষ্ট প্রফিটের অংশ চুক্তি করে আপনি এফিলিয়েট লিংক তৈরি করে আপনার ফেসুবক পেজে শেয়ার করতে পারেন।

ই-কমার্স এর মাধ্যমে টাকা আয়ঃ-

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার অন্যতম একটি উপায় হলো ই-কমার্স। বর্তমান ব্যস্ততার যুগে আমরা অনেকেই কোনে কিছু কেনা-কাটা করার জন্য অনলাইন-কে বেছে নিয়ে থাকি। আর যেহেতু অধিকাংশ মানুষ নিত্যদিন ফেসবুক ব্যবহার করছে, তাই ফেসবুকের মাধ্যমে ই-কমার্স থেকে টাকা আয় করা জনপ্রিয় একটি মাধ্যমে পরিণত হয়েছে।

মনে করুন, আপনার ফেসবুক পেজটিতে কুকিং ভিডিও আপলোড করে থাকেন। অপরদিকে আপনি একটি ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক। তাহলে আপনার এই ফেসবুক পেজকে ঘিরেই আপনার ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন।

যেহেতু আপনি কুকিং ভিডিও আপলোড করেন তাহলে নিশ্চই আপনার পেজের ফলোয়ারদের মধ্যে অধিকাংশ ব্যক্তি নারী। আপনি রান্না সম্পর্কিত বিভিন্ন পণ্য বা মেয়দের বিভিন্ন ড্রেস আপনার ফেসবুক পেজে বিক্রি করে টাকা আয় করতে পারেন।

ফেসবুকে এরকম অনেক পেজ রয়েছে যারা শুধুমাত্র বিভিন্ন ধরনের নিত্য-প্রয়োজনীয় পণ্যের প্রচার করে থাকেন এবং প্রতি মাসে তারা নিজেদের পেজের মাধ্যমে একটি দোকান বা ই-কমার্স প্রতিষ্ঠানের চেয়েও অনেক বেশি সেল বাহির করে নিয়ে আসতে পারেন।

তাছাড়া যদি আপনার ই-কমার্স বিজনেস এর জন্য মূলধন না থাকে কিংবা মূলধনের স্বল্পতা থাকে তাহলে আপনি নিকটস্থ বা কোনো পরিচিত দোকান থেকে তাদের পণ্যের প্রচার করার মাধ্যমেও টাকা আয় করতে পারেন। এটিকে ই-কমার্স বলা না গেলেও এক প্রকার এফিলিয়েট মার্কেটিং বলা যায়।

আরও পড়ুন- ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় কিভাবে? 

স্পন্সর কন্টেন্ট এর মাধ্যমে টাকা আয়ঃ-

অনেক কোম্পানি রয়েছে যারা নিজেদের প্রচার বৃদ্ধি করার জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের অফার করে থাকে। আপানার ভিডিওতে এসকল কোম্পানি সম্পর্কে বা কোম্পানির অফার সম্পর্কে ১-২ মিনিট আলোচনা করার বিনিময়ে কোম্পানির কাছ থেকে ১-১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন (প্রতিটি ভিডিওর মাধ্যমে)।

মনে করুন, আপনি ফেসবুক পেজে গেমিং ভিডিও আপলোড করে থাকেন। এসকল গেম খেলতে যারা আগ্রহী তাদের অনেকেই গেম থেকে বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ বা বান্ডেল ডায়মন্ড এর বিনিময়ে ক্রয় করে থাকে।

তাহলে ডায়মন্ড বিক্রি করে এমন এক কোম্পানি তাদের কোম্পানি সম্পর্কে ভিডিওতে আলোচনা করার জন্য আপনাকে অফার করলো। আপনি আপনার ভিডিওর কোনো এক অংশে কোম্পানিটি সম্পর্কে আলোচনা করেই টাকা আয় করতে পারেন।

তাছাড়া যদি আপনি বিভিন্ন পণ্যের রিভিও করে থাকেন তাহলে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের রিভিও করার জন্যও আপনাকে অফার করে থাকবে। আর এভাবে ফেসবুক বিজ্ঞাপণের চেয়েও অনেক বেশি টাকা আয় করা সম্ভব।

শিক্ষনীয় কোর্স বিক্রি করে টাকা আয়ঃ-

বিভিন্ন বিষয়ের উপর শিক্ষনীয় ও প্রয়োজনীয় কোর্স তৈরি করে সেটি বিক্রি করেও ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়। বিশেষ করে যারা কোনো বিষয়ে অনেক বেশি দক্ষ এটি তাদের জন্য অনেক বেশি সহজ।

মনে করুন, আপনার ফেসবুক পেজে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকেন। স্বাভাবিকভাবে আপনি প্রাথমিক বা ব্যাসিক বিষয় সমূহ ভিডিওতে আলোচনা করেন।

অপরদিকে আপনি এডভান্স কিছু টিপস এন্ড ট্রিকস এর মাধ্যমে একটি কোর্স তৈরি করলেন এবং ভিডিওতে জানিয়ে দিলেন যে, এই কোর্সে এডভান্স সকল বিষয়বস্তু বিশ্লেষণ সহকারে সুন্দর ও সহজভাবে প্রকাশ করা হয়েছে। যদি কেউ এই কোর্সটি ক্রয় করতে আগ্রহী হোন তাহলে নিম্নোক্ত নম্বরে বা ঠিকানায় যোগাযোগ করুন।

স্বাভাবিকভাবে অনেকেই আপনার এই কোর্স ক্রয় করতে আগ্রহী হবে। এভাবে আপনি চাইলে ভিডিও তৈরির পাশাপাশি বিভিন্ন বিষয়ের কোর্স বিক্রি করে অনেক টাকা আয় করতে পারেন।

আরও পড়ুন- ফেসবুক রিলস ভিডিও কি? ফেসবুক রিলস ভিডিও থেকে টাকা আয়

শর্ট লিংক থেকে টাকা আয়ঃ-

ফেসবুক পেজে শর্ট লিংক করেও টাকা আয় করতে পারেন। মনে করুন, আপনার পেজটি বিনোদনমূলক একটি পেজ হিসেবে পরিচিত ও অনেক জনপ্রিয়তা রয়েছে। তাহলে আপনি বিভিন্ন বিনোদনমূলক ভিডিওর লিংক শর্ট করে আপনার পেজে শেয়ার করতে পারেন।

ভিডিওটি দেখতে যারা আগ্রহী হবে তাদেরকে প্রথমে বিজ্ঞাপণের একটি পেজে নিয়ে যাবে এবং সেই পেজ থেকে নির্দিষ্ট ভিডিওর লিংকে পৌছে ভিডিওটি দেখতে পারবে।

এতে করে, আপনি যেই কোম্পানির থেকে শর্ট লিংকটি তৈরি করেছেন সেই কোম্পানির পেইজ থেকে আপনার পেজের অডিয়েন্স বিজ্ঞাপণ দেখার কারণে কোম্পানিটি আপনাকে কিছু টাকা দিয়ে থাকবে।

অনেকে মনে করতে পারেন, ভিডিও দেখার জন্য কেউ লিংকে ক্লিক করবে কেনো? গুগল বা ইউটিউব থেকে দেখে নিবে। মূলত আপনাকে এরকম কোনো ভিডিওর শর্ট লিংক তৈরি করতে হবে যা অনেকের প্রয়োজন কিন্তু অনলাইনে খুঁজে পাওয়া দুষ্কর। এই ধরনের লিংকে ক্লিক করতে অবশ্যই অনেকে আগ্রহী হবে।

শেষ কথাঃ- প্রিয় পাঠক, উপরোক্ত নিয়ম ব্যতীত ফেসবুক পেজ থেকে টাকা আয় করার আরও অসংখ্য উপায় রয়েছে। তবে, উল্লিখিত উপায় অনেক জনপ্রিয় ও সহজ হওয়ায় আমি মনে করছি ফেসবুক পেজ থেকে টাকা আয় করার জন্য এসকল উপায়ই যথেষ্ট।

আরও একটি কথা ফেসবুক পেজ থেকে টাকা আয় করা মোটেও সহজ কাজ নয়, আবার অনেক কঠিন কাজও নয়। আবার এরকমও নয় যে, আপনি ফেসবুক পেজ খোলার পর ভিডিও আপলোড করার পর পরই টাকা আয় শুরু হয়ে যাবে।

অবশ্যই টাকা আয় করা অনেক কঠিন কাজ। সুতরাং আপনাকে কষ্ট করে ভিডিও আপলোড করতে হবে এবং ধৈর্য্যধারণ করে অপেক্ষা করতে হবে। তাহলে একদিন অবশ্যই সফলতা পাবেন।

অপরদিকে চেষ্টা করবেন, পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে। অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করতে এবং যথাসম্ভব ভিডিওটি এডিট করে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। যাতে করে ভিডিওটি দেখে অডিয়েন্সগন কিছু শিখতে পারে বা আনন্দ পায়।

আরও পড়ুন- ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?

ইনফরমেটিভ এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় | How to Increase Instagram Followers

প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীই তার একাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে চান। কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নিয়ম না …

One comment

  1. Thanks Dear Blogger

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *