Breaking News

ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার উপায়। How To Make Money From Facebook Group

আজকে আমরা ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার কিছু গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে জানব। আমাদের অনেকের মনেই এরকম প্রশ্ন থাকে কিভাবে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করা যায়? আশা করছি এই প্রশ্নের সঠিক সমাধান পাবেন সেই সাথে আপনি নিজেও ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করতে পারবেন। আজকের পোস্টটি সেভাবেই সাজানো হয়েছে।

বর্তমান সময়ে ঘরে বসে টাকা ইনকাম করার যতগুলো পদ্ধতি আছে, ফেসবুক তার মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম। ফেসবুকের অসংখ্য ফিচার কাজে লাগিয়ে সহজেই ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যায়। এই প্ল্যাটফর্মে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, বেকার, গৃহিণী, বৃদ্ধ সকলেই খুবই সহজে কাজ করতে পারবেন।

ফেসবুক গ্রুপ কি?

ফেসবুক গ্রুপ হলো ফেসবুক ব্যবহারকারীদের গ্রুপ বা সংগঠন। ফেসবুক গ্রুপে সাধারণত কয়েকজন এডমিন বা গ্রুপের মালিক এবং মডারেটর বা পরিচালনাকারী থাকে। সাধারণ ব্যবহারকারীরা কেবল সদস্য হিসেবে থাকে৷ একটি ফেসবুক গ্রুপে কয়েক’শ থেকে কয়েক লক্ষ মেম্বার বা সদস্য থাকতে পারে। গ্রুপে নির্দিষ্ট বিষয়বস্তুর উপর সবাই আলোচনা পর্যালোচনা করতে পারে।

সাধারণত, ফেসবুক গ্রুপ দুই ধরনের হয়ে থাকে। যেমন-

প্রাইভেট গ্রুপঃ- এক্ষেত্রে কেবল গ্রুপের মেম্বারগণ গ্রুপের পোস্ট দেখতে পাবে। গ্রুপে মেম্বার যুক্ত করার ক্ষেত্রে অনেকটা এডমিন বা মডারেটরের সিদ্ধান্ত প্রাধান্য পায় তবে সেটিংস-এ সেগুলো চেঞ্জ করে দেওয়ার এখতিয়ার এডমিনদের রয়েছে।

পাবলিক গ্রুপঃ- এই গ্রুপের ক্ষেত্রে যে কেউ অর্থাৎ গ্রুপের মেম্বার বা মেম্বার নয় এরকম সবাই গ্রুপের পোস্ট দেখতে এবং শেয়ার করতে পারবে৷ মেম্বার যুক্ত করার ক্ষেত্রেও প্রায় স্বয়ংক্রিয় উন্মুক্ত থাকে৷ যে কেউ চাইলে মেম্বার যুক্ত করে দিতে পারে।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

ফেসবুক গ্রুপ থেকে টাকা আয়ঃ-

ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার অনেক পদ্ধতিতে রয়েছে। এটি থেকে টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে সঠিক নিস বা টার্গেট নির্বাচন করতে হবে। আপনি কাদের জন্য গ্রুপ খুলছেন এবং কি কাজের জন্য গ্রুপ খুলছেন। তারপর আপনাকে সেই গ্রুপে মেম্বার যুক্ত করতে হবে এবং ধীরে ধীরে আপনাকে আপনার কাজ শুরু করতে হবে। নিম্নে ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার কিছু পদ্ধতি উল্লেখ করা হলো-

ফেসবুক গ্রুপ সাবস্ক্রিপশন বা মনিটাইজেশনঃ-

সাবক্রিপশন বা মেম্বারশিপ ফেসবুকের একটি অসাধারণ পরিষেবা। ২০১৮ সালে ফেসবুক এই পরিষেবাটি চালু করেন। মূলত, সাবক্রিপশন হলো গ্রুপ বা পেইজে পেইড মেম্বার এড/যুক্ত করা। এটা অনেকটা ফেসবুকের প্রাইভেট গ্রুপের মতো। এখানে গ্রুপের এডমিন প্রত্যেক মেম্বারের কাছ থেকে মাসে $4.99 থেকে $29.99 পর্যন্ত নিতে পারেন।

অর্থাৎ এডমিন মেম্বারশিপ চালু করবেন, তখন গ্রুপের মেম্বাররা টাকা দিয়ে মেম্বারশিপ কিনে নিবেন। কিন্তু এখন প্রশ্ন হলো এতো টাকা দিয়ে কেউ কেন মেম্বারশিপ কিনবে? একটা উদাহরণ দিলে বুঝে যাবেন কেন মেম্বারশিপ মানুষ কিনে। যেমন অনেক ভাল অভিজ্ঞ ব্যাক্তি আছেন যারা খেলার প্রশিক্ষণ, নৃত্য প্রশিক্ষণ, মুভি মেকিং প্রশিক্ষণ, ডিজাইন প্রশিক্ষণ, শিক্ষক, ডাক্তারী সেবা, আইন সেবা, হ্যাকিং সেবা, অনলাইন ইনকাম, ভিডিও এডিটিং, প্রযুক্তিগত সেবা ইত্যাদি পেইড মেম্বারশিপের মাধ্যমে দিয়ে থাকেন।

সুতরাং, সাবক্রিপশন বা মেম্বারশিপের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনার অবশ্যই বিশেষ কোন দক্ষতা লাগবেই। নয়তো কেউ টাকা দিয়ে আপনার কাছে কোন কিছু শিখতে আসবে না। ২০১৮ সালে ফেসবুক এই সেবাটি চালু করে। ফেসবুকের দাবি, যেহেতু ফেসবুক গ্রুপের এডমিন একটি গ্রুপ বড় করতে অনেক কষ্ট এবং পরিশ্রম করে। তাই, তারা ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার অধিকার রাখে।

তবে, ফেসবুক ফ্রিতে আপনাকে এই টাকা দিবে না। আপনার ফেসবুক গ্রুপ থেকে টাকা পাবার উপায় হলো সাবস্ক্রিপশন। অর্থাৎ, আপনার যখন একটি বড় গ্রুপ থাকবে তখন আপনি চাইলে সে গ্রুপে সাবস্ক্রিপশন ফিচার চালু করে, প্রতি মেম্বার থেকে মাসিক $4.99 থেকে $29.99 ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন।

ফেসবুক গ্রুপ থেকে টাকা আয়

এছাড়া, আপনি ডিসকাউন্ট সুবিধাও রাখতে পারবেন। আর, পেমেন্টেটি আপনি ফেসবুক থেকে পাবেন । সুতরাং, টাকা হারানোর কোন ভয় নেই। ফেসবুক গ্রুপ সাবস্ক্রিপশন সম্পর্কে বিস্তারিত আরও জানতে এখানে ক্লিক করুন। মজার বিষয় হলো ফেসবুক নিজেও এরকম অনেক সফলদের গল্প শেয়ার করে। বিস্তাুরিত জানতে এখানে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে পণ্য বিক্রি বা ই-কমার্সঃ-

ই-কমার্স শব্দটির সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। আর ফেসবুকে ই-কমার্সকে বলে এফ-কমার্স। আপনি চাইলে “buy and sell” গ্রুপ তৈরি করতে পারেন। আর এই ধরণের গ্রুপে পণ্য বিক্রি করার জন্য ফেসবুক বিভিন্ন টুলস এবং ফিচার সরবারহ করে থাকে। এই ধরণের গ্রুপ খোলার ক্ষেত্রে টার্গেট ভিত্তিক হলে বেশি পরিমাণ পণ্য বিক্রি করা যায়।

যেমন, আপনার যদি মেয়েদের পণ্য সামগ্রী বিক্রির টার্গেট থাকে তাহলে, এই রিলেটেড গ্রুপ খুলুন। আর, এই ধরণের গ্রুপে কখনও অন্য ক্যাটাগরির পণ্য যেমন- ইলেকট্রনিক্স গেজেট, বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করতে যাবেন না। তাহলে আপনার কোনো পণ্য-ই বিক্রি হবে না। কেননা, এখানের বেশির ভাগ গ্রুপ মেম্বার মেয়েদের পণ্য সামগ্রীর প্রতি আগ্রহী।

মনে রাখবেন, আপনার গ্রুপে মেম্বার যত বেশি হবে আপনার পণ্যগুলো তত বেশি মানুষের কাছে পৌছে দিতে পারবেন। ফলে আপনার পণ্য বেশি বিক্রি হবে সেই সাথে ইনকামও বেশি হবে। তবে অবশ্যই আপনাকে সততার সাথে কাজটি করতে হবে।

আরও পড়ুন- অনলাইন ইনকাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়ঃ-

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ফেসবুক গ্রুপ অন্যতম একটি প্ল্যাটফর্ম। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের পণ্য আপনি প্রচার করবেন এবং আপনার প্রচারে যদি কোন পণ্য বিক্রয় হয় তবে তার একটি লভ্যাংশ আপনি পাবেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য আপনার বিশেষ কোন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি আপনার একটি ভালো মানের (অধিক মেম্বার) গ্রুপ থাকে তাহলেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে বা যেকোনো জায়গায় থেকে টাকা আয় করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমে আপনি ডিজিটাল মার্কেটপ্লেস গুলোতে অ্যাকাউন্ট খুলে নিবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি যে পণ্যগুলো বিক্রি করতে চাচ্ছেন, সে-সকল পণ্যের অ্যাফিলিয়েট লিংক তৈরি করুন। তারপর সেই লিংকগুলো আপনার গ্রুপে শেয়ার করুন।

আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে যখন কেউ সেই পন্য কিনবেন তখন পন্যটির দাম হতে শতকরা হিসেবে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। এভাবে আপনি যত বেশি পন্য সেল করে দিতে পারবেন আপনি তত বেশি টাকা আয় করতে পারবেন।

তবে, অবশ্যই আপনাকে মার্কেটপ্লেসের সাথে চুক্তি করে নিতে হবে আপনাকে তারা কি পরিমাণ কমিশন দিবে। সাধারণত ফেসবুক গ্রুপে যাদের প্রচুর পরিমানে মেম্বার থাকে তারা এই কাজটি খুব সহজেই করতে পারে।

বর্তমান সময়ে বিখ্যাত ১০টি অ্যাফিলিয়েট ডিজিটাল মার্কেটপ্লেস ওয়েবসাইট হলো-

 স্পন্সরশীপ বা অ্যাডভার্টাইজ করে আয়ঃ-

স্পন্সরশীপ বা অ্যাডভার্টাইজ হলো ফেসবুক গ্রুপ থেকে টাকা আয় করার আরেকটি সহজ উপায়। আপনার গ্রুপে যখন হাজার হাজার মেম্বার থাকবে অনেক অনলাইন মার্কেটার কোম্পানি, ইউটিউব বা ওয়েবসাইট মালিক তাদের পণ্যের প্রচারের জন্য আপনাকে অফার করে থাকবে। তাদের পণ্য বা সেবা প্রচারের মাধ্যমে আপনি তাদের নিকট থেকে টাকা আয় করতে পারবেনG

এক্ষেত্রে কোনো কোম্পানি অফার করলে অবশ্যই সর্তকতার সহিত তাদের সাথে ডিল বা চুক্তি করতে হবে। অনেকে বিভিন্ন স্প্যামিং বা হ্যাকিং লিংক দিয়ে আপনাকে প্রতারণার ফাঁদে ফালানোর চেষ্টা করতে পারে।

আরও পড়ুন- গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায়

ডোনেশন সংগ্রহ করে আয়ঃ-

আপনি যখন ফ্রিতে মানুষকে বিভিন্ন সেবা দিবেন। এতে করে গ্রুপের মেম্বারদের সাথে আপনার ভালো একটি সম্পর্ক তৈরি হবে। তখন আপনি চাইলে, আপনার পরিশ্রম এবং সেবার বিনিময়ে ডোনেশন চাইতে পারেন। দেশিয় গ্রুপ হলে আপনি বিকাশ, নগদ, রকেট প্রভৃতি মাধ্যমে ডোনেশন নিতে পারেন। বিদেশি গ্রুপ হলে Mastercard, PayPal, Payoneer ইত্যাদি সহজ মাধ্যমে সংগ্রহ করতে পারেন। এতে করে অন্যদের সহযোগিতার পাশাপাশি আপনারও কিছু টাকা আয় হতে পারে।

ফেসবুক গ্রুপ বিক্রি করে আয়ঃ-

সর্বোপরি আপনি চাইলে গ্রুপ বড় করে সেটা অন্য কারোর নিকট বিক্রি করে দিতে পারেন। অসংখ্য মানুষ ফেসবুক গ্রুপ কেনার জন্য আগ্রহী। তাই, ফেসবুক গ্রুপ তৈরি করে এবং মেম্বার বৃদ্ধি করে গ্রুপ বিক্রি করে আয় করতে পারেন খুবই সহজে। যদি এই বিষয়ে আপনার ভাল ধারণা থাকে তবে আপনি অল্প দিনে ভাল মানের গ্রুপ তৈরি করতে পারবেন। এবং সেটি বিক্রি করে টাকা আয় করতে পারেন।

বন্ধুরা, র্সবশেষ বলবো পৃথিবীতে কোন কাজ সহজ নয়। বরং কাজ করতে করতে তা সহজ হয়ে যায়। তাই আপনার যদি ফেসবুক থেকে টাকা আয় করার ইচ্ছা থাকে তাহলে বসে না থেকে আজই শুরু করে দিতে পারেন।

পোস্টটির মাধ্যমে বিটকয়েন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *