Breaking News

প্রয়োজনীয় কিছু অ্যাপস – যেগুলো আপনার মোবাইলে রাখা জরুরি

আজকে আমরা মোবাইলের প্রয়োজনীয় কিছু অ্যাপস সম্পর্কে জানব যেগুলো আমাদের মোবাইলে ইনস্টল রাখা জরুরি। বর্তমানে আমাদের মোবাইল ফোনে অসংখ্য অ্যাপস ইনস্টল বা ডাউনলোড করা থাকে যেগুলো হয়ত ক্ষণিকের জন্য প্রয়োজনীয় ছিল। বর্তমানে আর তেমন প্রয়োজন হচ্ছে না। কিন্তু আজ আমরা এরকম কিছু অ্যাপস উল্লেখ করব যেগুলো প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ!

প্রয়োজনীয় কিছু অ্যাপসঃ-

1. Blokada:-

আপনি যদি মোবাইলে এড নিয়ে বেশ চিন্তিত থাকেন তাহলে Blokada App টি হয়ত কাজে দিবে। এর বিশেষত্ব হচ্ছে এটা যদি আপনি এক্টিভ করে রাখেন তাহলে ইন্টারনেট চলাকালীন সময়ে অন্যান্য App থেকে বিরক্তিকর ad. শো করবে না। বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। কিন্তু App টি প্লে স্টোরে পাবেন না (কেন পাবেন না আশা করি বুঝতে পেরেছেন)। গুগলে খুঁজে ডাউনলোড করে নিবেন।

তাছাড়া ইউটিউবে আসা Skippable বা বড় এডগুলো অটোমেটিক বন্ধ করতে Skip Ads অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটি ১০০% নিশ্চিত কাজ করে। অ্যাপসটির ব্যবহার ও কার্যকারিতা দেখুন-

2. Plantix:-

যারা গ্রামে থাকেন এবং কৃষি কাজের সাথে নিয়োজিত বা বৃক্ষ প্রেমিক তাদের জন্য এই App অনেকটা কাজে দিবে আশা করি। এর বিশেষত্বের কথা বলে শেষ করা যাবে না। এর মাধ্যমে আপনি বেশিরভাগ ফসলের রোগ বালাই শনাক্ত করতে পারবেন এবং এর সাথে কোন রোগের কি কি ঔষধ লাগবে তাও বলে দিবে এই App। গাছের রোগাক্রান্ত অংশের ছবি তুলে এর মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন। এছাড়া আরো অনেক সুবিধা তো আছেই। App টি প্লে স্টোরে আছে। ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন। 

install%2Bicon

3. Google Lens:-

এখনকার সকল এন্ড্রয়েড ফোনেই এই App pre installed থাকে (Google Assistant এর সাথে)। ধরুন আপনি কোন একটা ফল বা অজানা কিছু দেখলেন যার নাম আপনি জানেন না। তাহলে শুধু App-টি ওপেন করে ক্যামেরা টা তাক করলেই আপনাকে জানিয়ে দিবে কি ফল এটি। শুধু ফল কেন? সকল অজানা বিষয়ের নাম জানিয়ে দিবে আপনাকে এই অ্যপসটি। App টি প্লে স্টোরে আছে। ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন।

install%2Biconআরও পড়ুন- ঔষধ ছাড়া স্বাস্থ্য ভাল রাখার ২০টি কার্যকরী উপায়

4. Patient Aid:-

আমরা সকলেই প্রতিনিয়ত বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ধ্বংস-সাধনা চালিয়ে থাকি বিভিন্ন ঔষধ সেবন করে। কিন্তু অনেকেই জানি না কোন ঔষধের কি কাজ। আপনি এই অ্যাপসটি ব্যবহার করে সকল ঔষধ সম্পর্কে জেনে নিতে পারেন তাও আবার বাংলা এবং ইংরেজি যেকোনো ভাষায়। পাশাপাশি অ্যাপসটির মাধ্যমে আপনি যেকোনো ঔষধের মূল্য ও ব্যবহারবিধি জানতে পারবেন। App টি প্লে স্টোরে আছে। ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন।

install%2Bicon

৫. হিসনুল মুসলিমঃ-

যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি আপনার ব্যাবহার করা আবশ্যক। এটির মাধ্যমে আপনি নিত্যদিনের কাজ, কাজের নিয়ম, কাজের দোয়া-সহ আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। App টি প্লে স্টোরে আছে। ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন।

install%2Bicon

৬. প্যারাডক্সিক্যাল সাজিদঃ-

আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে, আমাদের ধর্মগ্রন্থ আল কুরআনে বিন্দুমাত্র ভুল নেই। কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নতির ফলে অনেক কিছু জানা সহজ হলেও পাশাপাশি কিছু কিছু বিষয় সম্পর্কে কুরআন ও বিজ্ঞানের তথ্যমতে কিছুটা জটিলতা মনে হয়। এরকমই কিছু জটিল বিষয়কে কুরআন ও বিজ্ঞানের আলোকে আলোচনা করা হয়েছে এই প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে। বর্তমানে বইটি মোবাইল অ্যাপ্লিকেশ ভার্সনেও পাওয়া যাচ্ছে।

বইটি এতটা জনপ্রিয়তা পেয়েছে যে, সেটি বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এটির দু’টি পর্ব রয়েছে। ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন।

install%2Bicon

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

শেষ কথাঃ- আমাদের বিবেচনায় এই পোস্টে প্রয়োজনীয় অসংখ্য অ্যাপস থেকে কিছু অ্যাপস উল্লেখ করার চেষ্টা করেছি। সকলের নিকট সবগুলি অ্যাপস সমান প্রয়োজনীয়তা রাখবে না, এটাই স্বাভাবিক। তবুও অনুরোধ থাকবে যদি আপনি উল্লিখিত কোনো অ্যাপস ব্যবহার করে না থাকেন তাহলে অবশ্যই একবার ইনস্টল করে দেখে নিতে পারেন।

বন্ধুরা, আশা করছি আজকের ’’প্রয়োজনীয় কিছু অ্যাপস’’ পোস্টটি আপনার উপকারে আসবে। উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *