Breaking News

শিক্ষার্থীদের জন্য সেরা কিছু প্রয়োজনীয় অ্যাপস | সকলের জন্য উপকারী

ইন্টারনেটের অগ্রগতির ফলে বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীই মোবাইল ফোন ব্যবহার করছে এবং আজকে আমরা শিক্ষার্থীদের জন্য সেরা কিছু প্রয়োজনীয় অ্যাপস শেয়ার করবো। অধিকাংশ প্রাপ্ত বয়ষ্ক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করলেও আফসোসের বিষয় এই যে, অনেকেই তাদের জন্য কোন অ্যাপসগুলো জরুরি বা প্রয়োজনীয় সেটা জানেনা। তাই আজকে সেই প্রয়োজনীয় অ্যাপসসমূহ উল্লেখ করবো যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের লেখা-পড়ার মানকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।

এই আর্টিকেলে যেসকল অ্যাপসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রত্যেক শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু অ্যাপস রয়েছে যা খুবই ছোট কিন্তু অনেক প্রয়োজনীয়। তাহলে চলুন সেই প্রয়োজনীয় অ্যাপসগুলি সম্পর্কে জেনে নিই।

শিক্ষার্থীদের জন্য সেরা কিছু প্রয়োজনীয় অ্যাপসঃ-

আর্টিকেলের সৌন্দর্য রক্ষার্তে অ্যাপসগুলিকে ক্রামান্ময়ে সাজানো হয়েছে। প্রয়োজনীয়তা বা মানের দিক থেকে সবগুলোই সমান গুরুত্বপূর্ণ। তবে, সকলের রুচিবোধ যেহেতু এক নয় তাই কিছুটা পার্থক্য হতে পারে।

আরও পড়ুন- রেজাল্ট দেখার বিস্তারিত নিয়ম জানুন

1. Hello English:-

প্রথমেই আমরা ইংরেজি সহায়ক ও বহুল জনপ্রিয় Hello English অ্যাপসকে উল্লেখ করবো। অধিকাংশ শিক্ষার্থীগণ ইংরেজিকে অনেক বেশি ভয় পেয়ে থাকেন। এমনকি বছরের পর বছর প্রাইভেট/ কোচিং করার পরও বিদেশি এই ইংরেজি ভাষা আয়ত্বে আনতে পারেন না। যারা ইংরেজির ব্যাসিক বিষয়ে দুর্বল বা ব্যাসিক ইংরেজি শিখতে চান তাদের জন্য ইংরেজি শিখতে এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ তাতে কোন সন্দেহ নেই।

অ্যাপটিতে আপনি যেকোনো অজানা বিষয়ে অভিজ্ঞ টিচারদের নিকট প্রশ্ন করে সমাধান নিতে পারেন। তাছাড়া প্রতিদিন কিছু টিপস পাবেন যেগুলো আয়ত্ব করে যেকোনো বিষয় সম্পর্কে যেকারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। এমনকি অ্যাপটিকে অধ্যায়ভিত্তিক ভাবে সাজানো হয়েছে যাতে করে ব্যবহারকারী সুন্দরভাবে তার পাঠ বুঝতে পারেন। সর্বশেষ অ্যাপটিতে আপনার বন্ধুদের রেফার করে প্রতি রেফোরে ৪০০ পয়েন্টস বোনাস পেতে পারেন এবং পয়েন্টসগুলো অন্যন্য কাজে আপনার অনেক উপকারে আসবে।

install%2Bicon

2. Photomath:-

ইংরেজি বিষয়ের পরেই আসে গণিত বা অংকের কথা। বলতে গেলে এটিও অনেকটা বিদেশি ভাষারই মতো। তবে বিদেশি ভাষার মাঝে একটি মজার বিষয় হচ্ছে, এসকল ভাষার পাঠ্যবস্তু বা পড়াগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে থাকে। গণিত বিষয়কে সহজ করার জন্য আপনি Photomath অ্যাপটি ব্যবহার করতে পারেন।

মনে করুন, কোনো একটি অংক আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না। এই অ্যাপটির মাধ্যমে বুঝতে না পারা অংকটির একটি ছবি তুলুন। অ্যাপটি নিজে নিজেই সেই অংকটির সমাধান জানিয়ে দিবে। এমনকি অংকটিকে কিভাবে সমাধান করা হয়েছে, সেটিও বিস্তারিতভাবে জানতে পারবেন।

install%2Bicon

3. Dictionary:-

একজন শিক্ষার্থী তার পাঠ্যগ্রহণ কালে নানা রকম নতুন শব্দের সাথে পরিচিত হয়ে থাকে। কখনও কখনও নতুন শব্দের উচ্চারণ বা অর্থের দিক হতে জটিলতা দেখা দিতে পারে। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট একটি ডিকশনারি থাকা অত্যন্ত জরুরি। যাতে করে শব্দের উচ্চারণ বা অর্থ না জানলে তা সাথে সাথেই ডিকশনারি থেকে জানা যায়।

একটা সময় ছিল যখন প্রতিটি শিক্ষার্থীর নিকট একটি মোটা ডিকশনারি বই থাকা বাঞ্চনীয় ছিল। কিন্তু বর্তমান স্মার্ট ফোনের যুগে আমারা ডিকশনারি বই এর পরিবর্তে ডিকশনারি অ্যাপস ব্যবহার করতে পারি। এমনকি ডিকশনারি বই এর চেয়ে এই সকল অ্যাপসগুলো আমাদেরকে অনেক দ্রুত রেজাল্ট দিতে সক্ষমতা রাখে।

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

বিষয়ভিত্তিকের উপর নির্ভর করে ডিকশনারি অ্যাপসগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। আপনাদের সুবিধার্তে সবগুলো অ্যাপস-এর লিংক নিচে উল্লেখ করা হলো-

4. Robi 10 Minute School:-

যদি আপনি ইংরেজি ও গণিতের পাশাপাশি আরও অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে বা শিখতে চান, তাহলে Robi 10 Minute School অ্যাপটি আপনার জন্য সেরা একটি অ্যাপস হতে পারে। এটিতে আপনি প্রথম শ্রেণি থেকে কলেজ লেভেলের সকল লেকচার নোট পাবেন।

এমনকি এটির মাধ্যমে আপনি বিষয়ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। পাশাপাশি আরও অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। এককথায় বলতে গেলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপ এটি।

install%2Bicon

5. Google Translate:-

শব্দের অর্থ ব্যাতীত যদি আপনি কোনো বাক্যকে অন্য কোনো ভাষায় পরিবর্তন বা ট্রান্সলেট করতে চান তাহলে Google Translate আপনার জন্য অনেক প্রয়োজনীয় একটি অ্যাপ। এটির মাধ্যমে আপনি যেকোনো ভাষাকে অন্য যেকোনো ভাষায় পরিবর্তন করতে পারবেন। প্রয়োজনে উচ্চারণও জেনে নিতে পারেন এটির মাধ্যমে।

এমনকি আপনি চাইলে এটিকে ডিকশনারির পরিবর্তেও ব্যবহার করতে পারবেন। এটি অ্যাপ্লিকেশন এর পাশাপাশি ওয়েব ব্রাউজারেও ব্যবহারযোগ্য। যেকোনো ভাষা বোধগম্য করতে বা যেকোনো ভাষা শিখতে আপনি এটি ব্যবহার করতে পারেন।

install%2Bicon

6. Adobe Acrobat Reader:-

যেকোনো পিডিএফ ফাইল বা পিডিএফ বই পড়ার জন্য Adobe Acrobat Reader এর কোনো বিকল্প নেই। বর্তমানে মোবাইল ফোনে যেকোনো ধরনের বই পিডিএফ আকারে সংরক্ষণ করা যায়। আপনি যেকোনো অবস্থায়, যেকোনো জায়গায় খুবই সহজে অ্যাপটির মাধ্যমে যেকোনো পিডিএফ বই পড়তে পারবেন।

পাশাপাশি অ্যাপটির মাধ্যমে আপনি নিজেও যেকোনো পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এমনকি এডিটও করতে পারবেন। অনেক মোবাইলে এটি ডিফল্ট হিসেবে থাকতে পারে। যদি আপনার মোবাইলে না থেকে থাকে তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিতে পারেন।

install%2Bicon

7. CamScanner:-

ব্যাক্তিগতভাবে CamsSanner এই অ্যাপটি আমার নিকট অনেক বেশি উপকারী। যেকোনো (নোট/পড়া) ছবিকে খুবই সহজে স্ক্যান করতে এটির বিকল্প নেই। নিজের প্রয়োজনে বা বন্ধুদের প্রয়োজনে যেকোনো নোটকে ছবি তুলে স্ক্যান করে নিতে পারেন। এটির মাধ্যমে স্ক্যান করার ফলে লেখা গুলো অনেক বেশি স্পষ্ট হয়ে ফুটে উঠে ফলে পড়াটি বুঝতে বা পড়তে আরও সহজ হয়।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

মনে করুন, আপনি আপনার কোনো এক বন্ধুকে কোনো একটি নোট কপি শেয়ার করবেন। মোবাইলের মাধ্যেমে ছবি তুললে বোঝা গেলেও সেটি পড়ার জন্য পুরোপুরি উপযোগী নাও হতে পারে। আপনি যদি এই কাজটি CamsSanner অ্যাপটির মাধ্যমে করে থাকেন তাহলে সেটি হুবহু বই এর মতো দেখা যাবে। আপনার বন্ধুও সেটি ভালভাবে পড়তে পারবে।

install%2Bicon

8. Text Scanner:-

যেকোনো বই বা বই-এর পৃষ্ঠা থেকে লিখাকে সরাসরি টেক্সট-এ পরিবর্তন করতে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ফলে আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না। এটি আপনার কাজকে সহজ করার পাশাপাশি আপনার অনকে সময়ও বাচাবে।

মনে করুন, আপনার নিকট একটি হার্ড কপি রয়েছে যেটিকে টেক্সট ফরম্যাটে পরিবর্ত করতে হবে। আপনি Text Scanner অ্যাপটির মাধ্যমে সেই হার্ড কপিটিকে স্ক্যান করুন এবং সাথে সাথেই সেটি টেক্সট-এ পরিবর্তন হয়ে যাবে।

install%2Bicon

9. Live Transcribe:-

হাতে কোনো কিছু লিখার পরিবর্তে মুখে বলুন, আর লিখা হয়ে যাবে। এরকমই একটি আশ্চর্যজনক অ্যাপ এটি। এই অ্যাপের নিকট আপনি মুখে যা বলবেন, সেটাই টেক্সট-এ লিখা হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে এটির পরিবর্তে গুগল ভয়েস এসিস্টেন্টকেও ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের অনেক কিছু লিখা থেকে সেটিকে টেক্সট-এ পরিবর্তন করতে হয়। আমরা হয়তো টাইপ এক্সপার্ট নই। তাই আমাদের লিখতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে টাইপ এক্সপার্টদের মতো যেকোনো লিখা লিখতে পারবেন।

install%2Bicon

10. Patient Aid:-

Patient Aid শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয় বরং প্রত্যেকের জন্য এটির ব্যবহার খুবই জরুরি। সুস্থ থাকার জন্য আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার ঔষধ সেবন করতে হয়। কিন্তু আমরা অনেকেই সেই ঔষধের কার্যকারিতা সম্পর্কে সচেতন নই। এমনকি ঔষধের দামও বোধগম্য নয়। ফলে ফার্মেসী থেকে যেমনটা বুঝানো হয়ে থাকে, আমাদেরকে সেটাই মেনে আসতে হয়।

Patient Aid এটি মূলত একটি মেডিসিন বা ঔষধ ক্যাটাগরির অ্যাপ। এটির মাধ্যমে আপনি যেকোনো ঔষধের দাম ও কি কি রোগ প্রতিরোধে ঔষধটি সেবন করা যেতে পারে তার সঠিক ধারণা নিতে পারবেন। এমনকি অ্যাপটিকে আপনি বাংলা ও ইংরেজি যেকোনা ভাষায় ব্যবহার করতে পারবেন। সুতরাং বুঝতেই পারলেন এটি কতটুকু জরুরি একটি অ্যাপ।

install%2Bicon

11. Wikipedia:-

Wikipedia কে বলা হয় বিশ্ব কোষ। কেননা এখানে জমা আছে পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডার। আপনার যেকোনো সমস্যা, যেকোনো অজানা বিষয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে Wikipedia-এর বিকল্প নেই।

শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অনেক সময় অনেক বিষয় সম্পর্কে সঠিক কোনো তথ্যের সন্ধান পাওয়া যায় না। এমনকি যেকোনো জ্ঞান পিপাসু ব্যক্তি যোকোনো অজানা বিষয় সম্পর্কে জানতে Wikipedia ব্যবহার করতে পারেন। অনেক পুরোনো ইতিহাস সম্পর্কেও আপনি এটি থেকে জানতে পারবেন।

আরও পড়ুন- টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়

install%2Bicon

12. Quora:-

Quora সম্পর্কে আর কি বলব? বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন উত্তর সাইট হলো Quora. অ্যাপটিতে বিলিয়নের চেয়ে আরও বেশি গ্রাহক রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন এবং অভিজ্ঞগণ সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

একজন শিক্ষার্থীর পাশাপাশি যেকোনো ব্যাক্তি যেকোনো বিষয় সম্পর্কে Quora-তে প্রশ্ন করে সমাধান বা সঠিক উত্তর জেনে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি অ্যাপটি ব্যবহার না করা পর্যন্ত এটির ‍গুরুত্ব বুঝতে পারবেন না। এটিতে অধিকাংশ প্রশ্নের উত্তর সমূহ অনেক সুন্দরভাবে ও যুক্তিসংগত ভাবে উল্লেখ করা হয়।

install%2Bicon

➤ শেষ কথাঃ- আমাদের বিবেচনায় এই পোস্টে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অ্যাপসসমূহ থেকে কিছু অ্যাপস উল্লেখ করেছি। উল্লিখিত সকল অ্যাপস সমূহ একজন শিক্ষার্থীর নিকট পছন্দ নাও হতে পারে। তবে একথা সত্য যে, অ্যাপসগুলোর প্রয়োজনীয়তা অনেক। শিক্ষার্থীদের পাশাপাশি যেকেউ এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন-

সকলের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাপস

সেরা ১০টি লাইট অ্যাপস

বন্ধুরা, আশা করছি আজকের আর্টিকেলের প্রয়োজনীয় অ্যাপসসমূহ আপনার উপকারে আসবে। উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *