Breaking News

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় | How to Earn Money From Tiktok App

টিকটক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই অনেকেই জানতে আগ্রহী টিকটক থেকে টাকা ইনকাম কিভাবে? টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে যা আজকের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।

অনেকের নিকট টিকটক ভাল প্ল্যাটফর্ম হিসেবে স্থান পায় নি। যার ফলে এই আর্টিকেলটি কিছু পাঠকের নিকট  অপছন্দনীয় হতে পারে। কিন্তু আমি বলতে চাই, প্রতিটি প্ল্যাটফর্মে ভাল ও খারাপ বিষয় রয়েছে। একইভাবে টিকটকেও খারাপ বিষয়ের পাশাপাশি বিনোদনমূলক ও শিক্ষণীয় অনেক ভাল দিক রয়েছে। আমরা এটি থেকে কেবলমাত্র ভাল দিকটি গ্রহণ করবো।

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে যাদের প্রবল আগ্রহ রয়েছে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করবো আশা করছি আপনাদের কৌতুহল পূরণ হবে। বরাবরের মতো স্বাগতম জানিয়ে শুরু করছি।

টিকটক এর পরিচিতিঃ-

টিকটক মূলত একটি শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। টিকটক অ্যাপটির পূর্ব নাম ছিল Musical.ly সম্প্রতি এর নাম পরিবর্তন করা হয়েছে। এটি মূলত একটি চীনা সংস্থা ’ডুইন‘ (抖音) Musical.ly কিনেছেন এবং এটির সাথে একীভূত করে এর নাম দিয়েছেন টিকটক (TikTok).

এটি চালু করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এবং এর প্রতিষ্ঠাতা হলেন ঝাং ইয়েমিং। বর্তমানে এটি এশিয়ার নেতৃস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী সবচেয়ে বড় মিউজিক ভিডিওর সম্প্রদায়  হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

টিকটক অ্যাপটির জনপ্রিয়তার প্রধান কারণ হলো এর শর্ট ভিডিও। এটিতে ১৫ সেকেন্ড বা ১ মিনিটের শর্ট ক্লিপ তৈরি করে আমাদের দেশের তরুণ-তরুণী অনেকেই ভাল অবস্থান তৈরি করে নিয়েছেন। আর আমরা এই শর্ট ভিডিওর মাধ্যমে অল্প সময়ে অধিক বিনোদন বা শিক্ষণীয় বিষয় জানতে পারি বলেই আমাদের নিকট এর জনপ্রিয়তা অনেক। যদিও বর্তমানে ৫ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায়

টিকটক থেকে টাকা ইনকামঃ-

পূর্বেই বলা হয়েছে টিকটক থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। যেমনিভাবে আমরা ইনস্ট্রাগ্রাম শর্ট ভিডিওর মাধ্যমে টাকা আয় করতে পারতাম একইভাবে টিকটক থেকেও টাকা আয় করা যায়।

টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একটি টিকটক একাউন্ট খুলতে হবে এবং সেখানে ভিডিও আপলোড করতে হবে। কিভাবে টিকটক একাউন্ট খুলতে হয় আশা করছি এই ব্যাপারে আপনাদের ধারণা রয়েছে।

পাশাপাশি টিকটক অ্যাপে ভিডিও আপলোড করাও অনেক সহজ কাজ। অ্যাপ থেকে + বাটনে ক্লিক করুন, ভিডিওর সময় ‍সিলেক্ট করুন ও প্রয়োজনীয় মিউজিক এবং ইফেক্ট ব্যবহার করে ভিডিওটি রেকর্ড করে ফেলুন।

আপনার তৈরি ভিডিওটি আরও আকর্ষণীয় করে তুলতে চাইলে অবশ্যই পূর্বে ক্যমেরার সাহায্যে ভিডিওটি রেকর্ড করুন এবং এডিটিং অ্যাপস এর মাধ্যেমে এডিট করে নিন। তারপর নিজ গ্যালারি থেকে এডিটিং ভিডিওটি সিলেক্ট করে আপলোড করতে পারেন।

বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয়ঃ-

টিকটক অ্যাপে বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় করা যায়। এই পদ্ধতিটি হয়তো অনেকেরই অজানা। বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় করতে হলে আপনার একাউন্টে এই অপশনটি চালু করে নিতে হবে।

প্রথমে টিকটক অ্যাপটি ওপেন করুন > Profile অপশনে ক্লিক করুন > উপর থেকে থ্রি লাইন (menu) এর উপর ক্লিক করুন > তারপর Creator Tools অপশনে ক্লি করুন > এবং নিচ থেকে Ad Settings অপশনটি চালু করে দিন।

টিকটক থেকে বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয়

এবার আপনার প্রতিটি ভিডিওর থ্রি ডট (…) অপশন থেকে Ad Settings অপশনে ক্লিক করে বিজ্ঞাপণ দেখানোর পদ্ধতিটি ম্যানেজ করতে পারেন। টিকটক থেকে বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে Advertising on TikTok Ads Manager আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

আরও পড়ুন- অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২২

গিফট এর মাধ্যমে টাকা আয়ঃ-

টিকটক থেকে টাকা ইনকাম করার আরও একটি জনপ্রিয় উপায় হলো গিফটস (Gifts) পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনার ভিডিওতে অডিয়েন্সগণ বিভিন্ন মূল্যের গিফটস পাঠাবে এবং সেই গিফটস সমূহ কনভার্ট করে আপনি পেপাল, ব্যাংক কিংবা অন্যান্য মাধ্যমে ক্যাশ করে নিতে পারবেন। তবে, এই সুযোগটি সকলের জন্য নয়। এটি চালু করার জন্য কিছু শর্ত রয়েছে।

প্রথমে প্রথমে টিকটক অ্যাপটি ওপেন করুন > Profile অপশনে ক্লিক করুন > উপর থেকে থ্রি লাইন (menu) এর উপর ক্লিক করুন > তারপর Creator Tools অপশনে ক্লি করুন > তারপর Gifts অপশনে ক্লিক করুন এবং নিচ থেকে Turn on Gifts এটিকে চালু করে দিন।

টিকটক থেকে গিফট এর মাধ্যমে টাকা আয়

এই পদ্ধতির মাধ্যমে টাকা আয় করার জন্য শর্ত হলোঃ-

  • আপনার একাউন্টে কমপক্ষে দশ হাজার (১০,০০০) ফলোয়ার থাকতে হবে।
  • আপলোডকৃত ভিডিও সমূহ নিরাপদ বা ভাল মানের কন্টেন্ট হতে হবে।
  • আপনার টিকটক একাউন্টের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে এবং
  • আপনার বয়স সহ সকল ধরনের রিকুইরম্যান্ট ফুল-ফিল থাকতে হবে।

যদি আপনার একাউন্টে সকল ধরনের শর্ত পূরণ হয়ে থাকে তাহলে গিফটস ফিচারটি চালু করার পর আপনার ভিডিওতে যেকেউ গিফটস পাঠাতে পারবে। এবং এই গিফটস সমূহ আপনি টিকটকের নিকট বিক্রি করে বা কনভার্ট করে পরবর্তীতে ক্যাশ করতে পারবেন।

টিকটক থেকে গিফট এর মাধ্যমে টাকা আয়

আরও পড়ুন- ইউটিউবের ভিডিও এসইও করার কিছু টিপস

কনটেস্ট এর মাধ্যমে টাকা আয়ঃ-

টিকটক যেহেতু অনেক বৃহৎ একটি প্ল্যাটফর্ম তাই এখানে বিভিন্ন কোম্পানি নিজেদের প্রচারণা / মার্কেটিং এর জন্য কনটেস্ট বা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই ধরনের কনটেস্টে অংশগ্রহণ করে কয়েক হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

অফারগুলো এরকম যে কোনো একটি মোবাইল কোম্পানি তাদের নতুন একটি মোবাইল সম্পর্কে ভিডিও তৈরির জন্য অফার করলো। আপনি তাদের অফারের প্রতি আগ্রহী হয়ে ভিডিও তৈরি করলেন এবং সবোর্চ্চ ভিউস বা ভাল অবস্থান অর্জন করতে পারলে ১০০ থেকে ১০০০ ডলারের কুপন বা আইফোন এর মতো মূল্যবান যেকোনো পুরুষ্কার পেয়ে যাবেন।

স্পনসরশীপ কন্টেন্ট থেকে টাকা আয়ঃ-

এটি অনেকটা কনটেস্ট এর মতো। বিভিন্ন ধরনের কোম্পানি নিজেদের প্রচারণা বৃদ্ধি করার জন্য ভিডিও তৈরি কারীদের অফার করে থাকে। এসকল অফারে আপনি তাদের কোম্পানি বা কোম্পানির অফার সম্পর্কে আপনার ভিডিওতে আলোচনা করার বিনিময়ে কোম্পানি থেকে কয়েক হাজার টাকা আয় করতে পারেন।

যারা অনলাইনে কাজ করেন বিশেষ করে যারা অডিয়েন্স নিয়ে কাজ করে থাকেন তারা এই ধরনের স্পন্সর কন্টেন্ট থেকে প্রতি মাসে ১০ থেকে ৫০ হাজার টাকা আয় করে থাকেন।

যদি আপনার টিকটক একাউন্টে ভাল অডিয়েন্স থাকে তাহলে প্রতি মাসে ৫-১০টি স্পন্সর কন্টেন্ট ভিডিও আপলোড করে অনেক ভাল একটি এমাউন্ট আয় করতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি একই স্পন্সর বারংবার দিয়ে থাকে। তখন কাজ করা আপনার জন্য অনেক সহজ হবে।

প্রমোশনাল ভিডিও থেকে টাকা আয়ঃ-

টিকটকে প্রমোশনাল ভিডিওর মাধ্যমেও টাকা আয় করা যায়। মনে করুন, আপনার একাউন্টে অনেক ফলোয়ার রয়েছেন। এমতাবস্থায় আপনি চাইলে অন্য কারো একাউন্ট বা ভিডিওকে প্রমোট করতে পারেন। প্রতিটি প্রমোশনাল ভিডিওর জন্য কয়েক হাজার টাকা দাবি করতে পারেন।

অনেক নতুন টিকটকার রয়েছেন যাদের একাউন্টে ফলোয়ার প্রয়োজন। আপনি তাদের একাউন্টকে ভিডিওর মাধ্যমে প্রমোট করতে পারেন। ফলে তাদের একাউন্টে ফলোয়ার বৃদ্ধি পাবে এবং তারা এর কারণে আপনাকে পেমেন্ট করবে। এটিও অনেকটা উপরের স্পন্সর কন্টেন্ট এর মতো।

আরও পড়ুন- মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ কিছু উপায়

নিজের ভিডিও প্রচারের মাধ্যমে টাকা আয়ঃ-

এটি অনেক সহজ একটি কাজ। মনে করুন, আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে যেই ধরনের ভিডিও আপনি পাবলিশ করে থাকেন সেই ভিডিওর কিছু অংশ টিকটকে প্রকাশ করলেন; অনেকটা ট্রেইলার এর মতো।

ফলে অনেকেই আপনার ভিডিওটির কিছু অংশ দেখার পর বাকি অংশটি দেখতে আগ্রহী হবে। পরবর্তী অংশ দেখার জন্য আপনার চ্যানেল কিংবা ভিডিওর লিংক কমেন্টস বক্সে পিন করে রেখে দিতে পারেন। এতে করে তারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যদি মনিটািইজেশন চালু থাকে তাহলে টাকা আয় বৃদ্ধি পাবে নিশ্চিত।

অথবা যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে একইভাবে ফেসবুক থেকেও টাকা আয় করতে পারবেন। বর্তমান সময়ে ফেসবুক পেজ এর পাশাপাশি ফেসবুক একাউন্ট থেকেও টাকা আয় করা যায়।

টিকটক একাউন্ট বিক্রি করে টাকা আয়ঃ-

উপরোক্ত কোনো উপায় যদি আপনার নিকট অপছন্দনীয় হয়ে থাকে। তাহলে সর্বশেষ আপনার টিকটক একাউন্ট বিক্রি করে কিছু টাকা আয় করতে পারেন। অনেকের নিকট এটি খুবই ছোট কাজ মনে হতে পারে।

কিন্তু যদি আপনি টিকটক একাউন্টকে জনপ্রিয় করে তোলার কিংবা ফলোয়ার বাড়ানোর উপায় জেনে থাকেন তাহলে কয়েক মাসের মধ্যে আবারও একটি ভাল একাউন্ট তৈরি করে নিতে পারবেন। তারপর এটিকে আবারও বিক্রি করে টাকা আয় করতে পারেন।

আরও পড়ুন- ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে?

শেষ কথাঃ- প্রিয় পাঠক, আর্টিকেলটির মাধ্যমে টিকটক থেকে টাকা আয় করা অনেক সহজ মনে হলেও এটি থেকে টাকা আয় করা তেমন সহজ নয় আবার অনেক বেশি কঠিনও নয়। যদি আপনার প্রবল আগ্রহ থাকে তাহলে টিকটক থেকে টাকা আয় করা আপনার জন্য সহজ হবে।

যেহেতু টিকটক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই বলা যায় এখানে অনেকটা ইউটিউব কিংবা ফেসবুকের মতো অন্যান্য উপায় অবলম্বন করে টাকা আয় করা যাবে। তবে, অবশ্যই আপনাকে আপনার সর্বোচ্চ পরিশ্রমের বিনিময়ে লেগে থাকতে হবে।

সর্বোপরি যদি আপনার নিকট অডিয়েন্স নামক সাতার কাটার নিয়ম জানা থাকে তাহলে আপনি পরিশ্রম এর মাধ্যমে সফলতা নামক যেকোনো জায়গায় সাতার কাটতে পারবেন।

আশা করছি, টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এ সম্পর্কে আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

’’টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়’’ এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার উপায়

ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার উপায় ২০২২ | Earn Money From Instagram

ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করা যায় এটি হয়তো অনেকের নিকট নতুন তথ্য কিংবা অনেকে জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *