Breaking News

এসইও ব্যাসিক জ্ঞান – এসইও কেন, কোথায় ও কিভাবে শিখবেন?

এসইও বা SEO (Search Engine Optimization) সম্পর্কে আমাদের অনেকেরই জানার আগ্রহ তৈরি হয়। বিশেষ করে যারা অনলাইনে কাজ করে বা অনলাইনে কোনো পণ্য তাদের অডিয়েন্সদের নিকট পৌঁছাতে চায়। অনলাইনে আপনি যেই কাজই করুন না কেনো হোক সেটি ভিডিও, ব্লগ বা পণ্য সেটিকে টার্গেট অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌঁছানোর জন্য এসইওর কোনো বিকল্প নেই। অর্থ্যাৎ অনলাইন কাজে দ্রুত ও পরিশ্রম অনুযায়ী সফলতা পেতে হলে আপনাকে এসইও সম্পর্কে জানতেই হবে।

আজকে আমরা এসইও/SEO ব্যাসিক সম্পর্কে ব্যাসিক কিছু জানার চেষ্টা করব এবং পরবর্তীতে এটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইন-শা-আল্লাহ! আমরা অনেকেই এসইও শিখতে চাই। এটি খুবই সহজ আবার খুব কঠিনও বটে। যদি আপনার অটুট ইচ্ছা থাকে তাহলে খুব সহজেই আপনি এটি শিখতে পারবেন।

এসইও/SEO ব্যাসিক জ্ঞানঃ-

এসইও কিঃ-

এসইও বা SEO একটি ইংরেজি শর্টফ্রম এবং এটির ফুলফ্রম হলো Search Engine Optimization. এই কথাটির ভিতরে দুটি অর্থবহুল অংশ রয়েছে। একটি হচ্ছে Search Engine এবং অন্যটি হচ্ছে Optimization. সুতরাং এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল।

এটিকে অন্যভাবেও বলা যায়। বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোন একটি পোস্ট/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকেই এসইও বা Search Engine Optimization বলা হয়ে থাকে।

Search Engine Optimization বা সংক্ষেপে SEO হলো একটি পদ্ধতি, যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়।

এসইও কোনো একক কাজ নয়, বরং বহুক্ষেত্রে বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি, বলা যায় সমন্বিত পদ্ধতি। তাই কেউ যদি এটি শিখতে চায় তাকে ধীরে ধীরে সেটি আয়ত্ত করতে হবে। কেউ চাইলেই এটি ঔষধ কোর্সের মতো এক সপ্তাহ বা এক মাসের কোর্সের বিনিময়ে শিখে ফেলতে পারে না।

সাধারণত একটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার বা সার্চ রোবট বা সার্চ স্পাইডার প্রায় সবসময় ওয়েবে থাকা একটি ওয়েবপেজ অন্য ওয়েবপেজে ও একইভাবে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট ঘুরে বেড়ায়। এই রোবট বা স্পাইডা্র বা ক্রলার সমুহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিদির্ষ্ট শ্রেণীতে সজ্জিত করে এবং সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর খোজকৃত শব্দ বা শব্দগুচ্ছ অনুসারে সার্চ ইঞ্জিনের ফলাফল পাতায় প্রদর্শন করে। এই ক্রলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে।

বিষয় সমূহকে দুই ভাগে শ্রেনীবদ্ধ করা যায়। যথা-

১. অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়সমুহ।

২. অফপেজ বা ওয়েবসাইটের বাহিরের বিষয়সমূহ।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

১. অনপেজ বা ওয়েবসাইটের ভিতরকার বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

  • ওয়েবসাইটের টাইটেল বা নাম।
  • ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন বা বিবরণ।
  • ওয়েবসাইটের ম্যাটা কিওয়ার্ড ট্যাগ।
  • ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল বা নাম।
  • ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্ট ট্যাগ।
  • ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন।
  • ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে অন্তঃসংযোগ।
  • ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের বহিঃসংযোগ।
  • সংযোগকৃত শব্দ ইত্যাদি।

 ২. অফপেজ বা ওয়েবসাইটের বাহিরের বিষয়সমুহের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

  • সোশ্যাল শেয়ার বা সামাজিক সাইটগুলোতে শেয়ার করা। যেমন- ফেসবুক, টুইটার, টেলিগ্রাম ইত্যাদি।
  • ব্যাকলিংক বা অন্য ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন ইত্যাদি। তবে, এসকল কাজগুলি অতিরিক্ত করা যাবে না। ধীরে ধীরে অল্প অল্প করে শেয়ার বা ব্যাকলিংক করতে হবে।

এসইও কোথায় শিখবেনঃ-

পূর্বেই বলা হয়েছে কিভাবে এসইও শিখতে হয় সেটির সহজ বা সংক্ষিপ্ত কোন নিয়ম বা উপায় নেই। এসইও হচ্ছে চলমান গতানুগতিক পরিবর্তনশীল বিশাল একটি প্রক্রিয়া। যার বেশীরভাগ বিষয়ই সবসময় আপডেট ও পরিবর্তন হতে থাকে। তবে আপনি যদি এসইও সম্পর্কিত ব্যাসিক বিষয়গুলি ভালভাবে জানেন ও বুঝেন তাহলে সময়ের সাথে সাথে যতই পরিবর্তন হোক না কেন পরিবর্তনের নতুন সবকিছুই আপনি সহজে বুঝতে পারবেন।

কম খরচে বেসিসের বিআইটিএম এ ভাল কোর্স রয়েছে। এসইআপির অধীনে বৃত্তির ব্যবস্থাও আছে। এর বাইরে গুগল করলে আইটি বাড়ি ও ক্রিয়েটিভ আইটিসহ অনেক প্রতিষ্ঠানের নাম পাবেন। তাদের কাছ থেকে আপনি যেকোনো একটি কোর্স সম্পন্ন করে এসইও সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন।

তবে, যদি আপনি সম্পূর্ণ জিরো লেভেলের হয়ে থাকেন বা এসইও সম্পর্কে তেমন কোনো কিছুই বুঝতে না পারেন তাহলে আমি সাজেস্ট করবো ইউটিউব ভিডিও বা গুগল থেকে এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। ব্লগ সাইটের পোস্ট থেকে ধারণা নেবার পাশাপাশি আপনি ইউটিউব ভিডিও থেকে এসইওর প্রাথমিক বা ব্যাসিক বিষয়গুলি সম্পূর্ণ ফ্রিতেই শিখে নিতে পারবেন।

আরও পড়ুন- গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায়

কাজের ক্ষেত্র ও আয়ঃ-

প্রশ্ন আসতে পারে এসইও শিখার পর এটিকে নিজের কাজের বাহিরে অন্য কোথাও ব্যবহার করা যাবে? বা এসইও শিখে কি টাকা আয় করা যাবে? এসইও শিখে আপনি অবশ্যই টাকা আয় করতে পারবেন। ফ্রিল্যান্সিং ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে এসইও দক্ষদের চাহিদা বাড়ছে।

একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজের ক্ষেত্রের অভাব নেই। আপনি এই কাজে দক্ষ হয়ে থাকলে Fiverr, Upwork, Freelancer.com সহ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারেন। এসব সাইটে প্রতিমুহুর্তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের হাজার হাজার কাজ যোগ হচ্ছে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে সম্ভব হলে লোকাল মার্কেটের কিছু কাজ করে নিজস্ব ব্র্যান্ডিং ভ্যালু বাড়ানো উচিত। এতে জাতীয় বা আন্তর্জাতিকভাবে কাজ প্রাপ্তির নিশ্চয়তা থাকে। এছাড়া প্রথমদিকের কাজগুলো ভালভাবে সম্পন্ন করে রেপুটেশন ভাল করতে পারলে ক্লাইন্ট খুশি হবে। এরপর তারা প্রয়োজনে আপনাকেই খুঁজে কাজ দেবে।

মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে পারলে আপনার আয়ের পরিমানও বাড়তে পারে। তাই যথাসম্ভব ভালভাবে কাজ করা উচিত। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজগুলো পাওয়া যায় তার মধ্যে কোনো সাইটকে গুগলের এক নম্বর র্যাংকিং-এ আনা, ফোরাম পোস্টিং, লিংক বিল্ডিং, সাইটের অনপেজ অপটিমাইজেশন, বুকমার্কিং সহ বিভিন্ন কাজ।

একটি সাইটকে গুগলের প্রথম পেজে আনতে সাইটের কিওয়ার্ডের উপর নির্ভর করে সাধারণত ২০০ থেকে ১০০০ হাজার ডলার পর্যন্ত পাওয়া যায়। এছাড়া অন্যান্য কাজগুলো করে ঘন্টায় নূন্যতম ২ ডলার থেকে শুরু করে ২০ ডলার পর্যন্ত আয় করা যেতে পারে। এছাড়া ফিক্সড প্রাইসে ফোরাম পোস্টিং, লিংক বিল্ডিং, ব্যাক লিংক বা বুকমার্কিং করে ১০ ডলার থেকে শুরু করে ২০০ ডলার পর্যন্ত পাওয়া যেতে পারে।

তবে এখানে মূলত আপনার কত সময় লাগবে এবং কোন কিওয়ার্ডের উপর কাজ করতে হবে সেটির উপর নির্ভর করে। সাধারণত একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার প্রতি মাসে অনায়াসেই ২০/৩০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা আয় করতে পারেন।

বেসিক কিছু জ্ঞান থাকলেই আপনি এসইও শিখতে পারবেন। যেমন-

প্রাথমিক কম্পিউটার জ্ঞানঃ- আপনার কম্পিউটারের সাধারণ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার সঠিকভাবে চালনা করতে জানতে হবে। কারণ এই কাজটা আপনাকে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যেই করতে হবে। তাই কম্পিউটার ব্যবহার সম্পর্কে সাধারণ ধারণা থাকা জরুরি।

ইন্টারনেট জ্ঞানঃ- আপনার প্রাথমিক ইন্টারনেট জ্ঞান থাকতে হবে। ইন্টারনেট কী এবং এটি ব্যবহার করে আমরা কী করতে পারি, এ সম্পর্কে ধারণা থাকতে হবে। কেননা এই কাজটির অধিকাংশ অংশই ইন্টারনেটের মাধ্যমে।

আরও পড়ুন- অনলাইন ইনকাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

ব্রাউজিং সম্পর্কে ধারণাঃ- আপনাকে ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে জানতে হবে। কীভাবে সহজেই আপনি ইন্টারনেট ব্রাউজিং করে সঠিক তথ্য বের করতে পারবেন। পাশাপাশি কিভাবে দ্রুত ব্রাউজিং করা যায় এসকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

ইংরেজি দক্ষতাঃ- ফ্রিল্যান্সিংয়ে ভাল করতে হলে ইংরেজিতে ভাল দক্ষতা থাকতে হবে। আপনার ইংরেজি জ্ঞান ভাল হলে আপনি আরও ভালভাবে এসইওর কাজ বুঝতে/করতে পারবেন। কেননা, আপনাকে এসইওর আপডেট সম্পর্কে জানতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে আর এটি অবশ্যই ইংরেজিতে। তাছাড়া ফ্রিল্যান্সিংয়ে এসইও করে টাকা আয় করতে হলে আপনাকে ক্লাইন্টের সাথে ইংরেজিতে কথা বলতে হতে পারে।

বন্ধুরা, ব্লগ বা ওয়েবসাইটে এসইওর গুরুত্ব অনেক থাকায় এই আর্টিকেলে আমরা সেদিকেই বেশি গুরুত্ব ও ইঙ্গিত প্রদান করেছি। পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

How to be smart

How to be Smart? Smartness 12 Tips

Becoming “smart” or intelligent is a process that involves continuous learning, critical thinking, and developing …

One comment

  1. অনেক গুরুত্বপূর্ন এবং অনেক বিস্তারিত ভাবে বলা হয়েছে। ধন্যবাদ
    অনেক দূর এগিয়ে যাক। পাশে আছি সবসময় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *