Breaking News

ইউটিউবের ভিডিও এসইও করার কিছু টিপস । How To SEO YouTube Video?

যারা ইউটিউবার রয়েছেন প্রত্যেকেই তাদের ইউটিউবের ভিডিও এসইও করা নিয়ে অনেক ব্যস্ত ও চিন্তিত। বিশেষ করে নতুন ইউটিউবারগন ভিডিও ভাইরাল বা অনেক বেশি ভিউস পাবার জন্য এসইও করার নিয়ম সম্পর্কে জানতে অধিক কৌতুহল হয়ে থাকেন। তবে, ভিডিও তৈরি করার অন্যতম উদ্দেশ্য যেহেতু ভিউস পাওয়া যার কারণে সকল ভিডিও ক্রিয়েটরদেরই এই বিষয় সম্পর্কে ধারণা রাখা জরুরি।

তাই আজকের পোস্টে আমরা ইউটিউবের ভিডিও এসইও করার ব্যাসিক কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই বিষয়গুলো যথাযথভাবে প্রয়োগ করে আপনিও আপনার ভিডিওতে প্রত্যাশিত ফলাফল পাবেন।

ইউটিউবের ভিডিও এসইও কি?

(এসইও) SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimization. আপনি যখন ইউটিউবে কোন কিছু লিখে সার্চ দেন তখন অবশ্যই সার্চ রেজাল্টে অনেকগুওলো ভিডিও দেখতে পান। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র SEO (Search Engine Optimization) এর যথাযথ প্রয়োগের ফলে। এই কাজটি বুঝলে খুব সহজে করা যায় এবং ভিডিওতে ভাল ভিউস পাওয়া সম্ভব। তবে, ইউটিউবের ভিডিও এসইও করলেই যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, প্রচুর পরিমাণে ভিউস পাবেন বিষয়টি এমনও নয়। কিন্তু কিছুটা সুফল পাবেন সেটি নিশ্চিত।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয়ঃ-

১. চ্যানেলের আকর্ষণীয় নাম, লগো, কাভার ফটো ও ডেসক্রিপশন নির্বাচন করতে হবে।

২. চ্যানেলের শর্ট ও প্রাসঙ্গিক URL দিতে হবে। মনে রাখতে হবে, অত্যন্ত ১০০ জন সাবস্ক্রাইবারস ও চ্যানেলের বয়স কমপক্ষে ৩০ দিন না হলে URL তৈরি করা যায় না।

৩. চ্যানেলের কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে। সাধারণত যে সকল কি-ওয়ার্ড দ্বারা আপনার চ্যানেলকে সার্চ করা হয়। সেক্ষত্রে ইউটিউবের সাজেস্টেড কি-ওয়ার্ডগুলো বেছে নিতে পারেন। কি-ওয়ার্ডগুলো অবশ্যই চ্যানেলের সেটিংসের কি-ওয়ার্ড বক্সে বসাতে হবে।

৪. ভিডিও হতে হবে প্রাসঙ্গিক ও গ্রাহকদের আকৃষ্ট করতে পারে এমন বিষয় সম্পর্কে। অবশ্যই চেষ্টা করবেন সম-সাময়িক বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে এবং ভিডিওর কোয়ালিটি ভাল রাখতে।

৫. ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করা। ভিডিওর জন্য সবথেকে জরুরি এবং লাভজনক নিয়ম হলো নিজের ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেল-এ focus keyword এর ব্যবহার করা। পাশাপাশি ভিডিওটি সম্পর্কে ব্যাসিক কিছু ধারণা ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিতে পারেন।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

৬. ভিডিও তৈরি বা প্রস্তুত করতে যতটুকু গুরুত্ব দিবেন তার চেয়েও বেশি গুরুত্ব দিন থাম্বনেল তৈরি করতে। কেণনা আপনার ভিডিতে আপনি কি দেখিয়েছেন বা শেয়ার করেছেন তা দেখার পূর্বে গ্রাহকরা থাম্বনেল দেখে থাকে। যদি থাম্বনেলটি আকর্ষনীয় হয় তাহলে সেটি দেখা মাত্রই গ্রাহকরা ভিডিওতে ক্লিক করবে। তবে, থাম্বনেল অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে।

৭. ভিডিও রিলেটেড মেইন কি-ওয়ার্ড বা যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে সেগুলো ট্যাগ বক্সে বসিয়ে নিন। একধরনের ভিডিওতে অন্য ধরনের কি-ওয়ার্ড ব্যবহার করবেন না।

৮. নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ও গ্রাহকদের চাহিদা বুঝতে হবে। মনে রাখতে হবে, গ্রাহকদের জন্যই আপনি ভিডিও তৈরি করছেন এবং তাদের ভিউসের কারনেই আপনার ইনকাম হচ্ছে বা হবে।

৯. বিভিন্ন Social Media (ফেসবুক, টুইটার, ইনসট্রাগ্রাম ইত্যাদি) সাইটে আপনার চ্যানেল বা ভিডিওর মার্কেটিং করতে হবে। এগুলো থেকে আপনি নতুন নতুন গ্রাহক পাবেন। তবে অবশ্যই অতিরিক্ত লিংক শেয়ার করতে যাবেন না। তাছাড়াও পার্সোনাল ব্লগ বা বিভিন্ন ওয়েবসাইটে ভিডিও পাবলিশ করে ভিউস বাড়াতে পারেন। শেযার করতে গিয়ে স্প্যাম করা যাবে না। হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুন- কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে কিভাবে নিজে ভিডিও তৈরি করবেন?

আরও কিছু কথাঃ- ইউটিউবের ভিডিও এসইও বা ভাইরাল করার পিছনে ইউটিউবের অ্যালগরিদম অন্যতম উপাদান বা মূখ্য বিষয়। ইউটিউবের অ্যালগরিদম যদি আপনার ভিডিওটিকে ভাইরাল করতে কাজ করে তাহলে আপনি উপরের কোনো কাজ না করেও আপনার ভিডিওতে হাজার হাজার ভিউস পেতে পারেন।

তবে, ইউটিউবের অ্যালগরিদম কোনো ভিডিওকে ভাইরাল করার পিছনে ভিডিওতে কিছু বৈশিষ্ট থাকা প্রয়োজন। উপরোক্ত বৈশিষ্টগুলো এই কারণে উল্লেখ করা হয়েছে। আশা করছি, বুঝতে পেরেছেন।

বন্ধুরা, আশা করছি ইউটিউবের ভিডিও এসইও করা সম্পর্কে যেসকল টিপসগুলো শেয়ার করেছি এগুলো প্রয়োগ করে আপনি উপকৃত হবেন। এর পরও যদি এই বিষয় সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো পোস্টে বিস্তারিত প্রকাশ করার জন্য।

পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম | Google Adsence Verify System

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটি হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু টাকা আয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *