Breaking News

ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে? YouTube Shots Video Income

ভিডিও প্ল্যাটফর্মে শর্টস ভিডিওর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই জনপ্রিয়তার উপর উপর ভিত্তি করে গুগল নিয়ে এসেছে ইউটিউব শর্টস ভিডিও। এটির মাধ্যমে ক্রিয়েটর এবং ভিউয়ারস উভয়েই নতুন এক অভিজ্ঞতা লাভ করবে। ইউটিউব শর্টস থেকে টাকা আয় করার পদ্ধতি সম্পর্কে আজকের আর্টিকেলে জানার চেষ্টা করবো।

টিকটক, লাইকি, স্ন্যাক ভিডিও প্ল্যাটফর্মে আমরা যেসকল ভিডিও দেখে থাকি, ইউটিউব শর্টস ফিচারের মাধ্যমে আমরা সেরকমই ভিডিও দেখার সুযোগ পাবো। পূর্বে আমরা ইউটিউবে ডেইলি স্টোরিজ ক্যাটাগরিতে কিছু ছোট ভিডিও দেখতে পেতাম। বর্তমানে এগুলোই ইউটিউব শর্টস ভিডিও হিসেবে দেখা যাবে।

ইউটিউব শর্টস ভিডিওর চাহিদা ব্যাপক। যার ফলে এই পদ্ধতিতে কাজ করে টাকা আয় করাও অনকে সহজ। তাছাড়া এই ভিডিওর ডিওরেশন অল্প হওয়ায় অল্প সময় ব্যয় করেই এসকল ভিডিও তৈরি করা সম্ভব হয়। ইউটিউব শর্টস থেকে টাকা আয় সম্পর্কে জানতে আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম!

আরও পড়ুন-

ইউটিউব শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হবে?

  • ইউটিউব শর্টস ভিডিও তৈরি করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন-
  • প্রথমে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপস এ সাইন-আপ করে নিন।
  • তারপর নিচের ন্যাভিগেশন থেকে ক্রেইট বাটন বা + আইকনে ক্লিক করুন।

ইউটিউব শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হবে

  • তারপর Create a Short beta এটিতে ক্লিক করুন। যদি আপনি এটি প্রথম বারের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাছে কিছু পারমিশন চাওয়া হতে পারে। পারমিশনগুলো দিয়ে দিন। দেখতে পাবেন আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে।
  • ডিফল্ট হিসেবে এখানে ১৫ সেকেন্ড থাকবে। ১৫ সেকেন্ড এর উপর ক্লিক করে আপনি এটিকে ৬০ সেকেন্ডে পরিবর্তন করতে পারবেন।
  • পাশাপাশি উপর থেকে আপনি ইউটিউবের দেওয়া কিছু ফ্রি মিউজিক পাবেন, যেগুলো আপনার ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ডান দিকে ক্যামেরা পরিবর্তন, ভিডিওর স্পিড পরিবর্তন বা স্লো মোশন সহ আরও কিছু ফিচার পেয়ে যাবেন।

ইউটিউব শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হবে

  • প্রয়োজন মতো সকল সেটিংস ও সময় নির্ধারণ করার পর আপনার ভিডিওটি রেকর্ড করতে শুরু করুন। রেকর্ড করার জন্য নিচে থাকা লাল বৃত্তটির উপর ট্যাপ করুন।
  • ভিডিওটি রেকর্ড করার পর এটিকে আবারও নিজের মত করে এডিট করতে পারবেন। যেমন- মিউজিক যুক্ত করা, টেক্সট যুক্ত করা, ফিল্টারসহ টাইমলাইন পেয়ে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে উপর থেকে NEXT বাটনে ক্লিক করুন।
  • এবার ভিডিওটির ক্যাপশন তথা টাইটেলসহ প্রয়োজনীয় অন্যান্য সেটিংস ঠিক করুন এবং উপর থেকে UPLOAD বাটনে ক্লিক করুন। অবশ্যই টাইটেল এ #shorts দিতে ভুলবেন না।
  • ভিডিওটি অবশ্যই ৬০ সেকেন্ড বা তার কম হতে হবে।
  • আপনি রেকর্ড করার পরিবর্তে গ্যালারিতে থাকা যেকোনো ভিডিও শর্টস এর অধীনে আপলোড করতে পারবেন। তবে ভিডিওটি অবশ্যই ভার্টিক্যাল রেজুলেশনের হতে হবে।

আরও পড়ুন- সেরা ভিডিও এডিটিং অ্যাপস – মোবাইল ব্যবহারকারীদের জন্য

ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে?

ইউটিউব শর্টস থেকে টাকা আয় করা যাবে। তবে, এটিতে রয়েছে কিছুটা ভিন্নতা। ইউটিউব ১০০ মিলিয়ন ডলার এর একটি তহবিল তৈরি করেছেন। যারা শর্টস ভিডিও তৈরি করবে প্রতি মাসে তাদেরকে ১০০ ডলার থেকে শুরু করে ১০,০০০ ডলার পর্যন্ত বোনাস দেওয়া হবে এবং এই বোনাসটি ২০২১ ও ২০২২ সাল পর্যন্ত চলমান থাকবে।

ইউটিউব শর্টস থেকে টাকা আয় করার জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশন চালু থাকতে হবে না। এটি নির্ভর করবে আপনার নিজের অবস্থান এবং ভিউয়ারসদের অবস্থানের উপর। ইউটিউব থেকে বলা হচ্ছে, আমরা প্রতি মাসে হাজার হাজার নির্মাতাদের কাছে পৌঁছাবো যাতে তাদের বলা হয় যে তারা তহবিল থেকে শর্টস বোনাসের জন্য যোগ্য।

অর্থাৎ যদি আপনি ইউটিউব শর্টস থেকে টাকা আয় করার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানানো হবে। যদি আপনি বর্তমানে কোনো মাসে এটির জন্য যোগ্য না হয়ে থাকেন তাহলে পরবর্তী মাসে এটির জন্য যোগ্য হতে পারেন।

কোন কোন দেশ থেকে ইউটিউব শর্টস ভিডিওর মাধ্যমে টাকা আয় করা যাবে?

দুঃখের বিষয় হচ্ছে ইউটিউব শর্টস ভিডিও থেকে টাকা আয় করার জন্য সকল দেশ প্রযোজ্য নয়, ইউটিউব ‍কিছু দেশকে নির্দিষ্ট করে দিয়েছে। যদি আপনি উক্ত দেশ বা অঞ্চলের হয়ে থাকেন তবেই আপনি এটির মাধ্যমে টাকা আয় করার সুযোগ পেতে পারেন।

আপনাকে প্রতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে ই-মেইল বা নটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং Claim Shorts Bonus অপশন দেওয়া হবে। উক্ত ক্লেইম এর মাধ্যমেই আপনি শর্টস ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবেন। যেসকল দেশ বা অঞ্চলসমূহে ইউটিউব শর্টস ভিডিও থেকে টাকা আয় করা যাবে-

  1. Algeria
  2. American Samoa
  3. Argentina
  4. Aruba
  5. Azerbaijan
  6. Australia
  7. Austria
  8. Bahrain
  9. Bangladesh
  10. Bermuda
  11. Belarus
  12. Belgium
  13. Bolivia
  14. Bosnia and Herzegovina
  15. Brazil
  16. Bulgaria
  17. Canada
  18. Cayman Islands
  19. Chile
  20. Colombia
  21. Costa Rica
  22. Croatia
  23. Cyprus
  24. Czech Republic
  25. Denmark
  26. Dominican Republic
  27. Ecuador
  28. Egypt
  29. El Salvador
  30. Estonia
  31. Finland
  32. France
  33. French Guiana
  34. French Polynesia
  35. Georgia
  36. Germany
  37. Ghana
  38. Greece
  39. Guatemala
  40. Guadeloupe
  41. Guam
  42. Honduras
  43. Hong Kong
  44. Hungary
  45. Iceland
  46. India
  47. Indonesia
  48. Iraq
  49. Israel
  50. Italy
  51. Jamaica
  52. Japan
  53. Jordan
  54. Kazakhstan
  55. Kenya
  56. Kuwait
  57. Latvia
  58. Lebanon
  59. Libya
  60. Liechtenstein
  61. Lithuania
  62. Luxembourg
  63. Macedonia
  64. Malaysia
  65. Malta
  66. Martinique
  67. Mayotte
  68. Mexico
  69. Montenegro
  70. Morocco
  71. Nepal
  72. Netherlands
  73. New Zealand
  74. Nicaragua
  75. Nigeria
  76. Norway
  77. Northern Mariana Islands
  78. Oman
  79. Pakistan
  80. Panama
  81. Papua New Guinea
  82. Paraguay
  83. Peru
  84. Philippines
  85. Poland
  86. Portugal
  87. Puerto Rico
  88. Qatar
  89. Republic of Ireland
  90. Reunion
  91. Romania
  92. Russia
  93. Senegal
  94. Serbia
  95. Singapore
  96. Saudi Arabia
  97. Slovakia
  98. Slovenia
  99. South Africa
  100. South Korea
  101. Spain
  102. Sri Lanka
  103. Sweden
  104. Switzerland
  105. Taiwan
  106. Tanzania
  107. Thailand
  108. Tunisia
  109. Turkey
  110. Turks and Caicos Islands
  111. Uganda
  112. Ukraine
  113. United Arab Emirates
  114. United Kingdom
  115. United States
  116. U.S. Virgin Islands
  117. Uruguay
  118. Venezuela
  119. Vietnam
  120. Yemen
  121. Zimbabwe

যদি আপনি উপরোক্ত দেশ বা অঞ্চলের হয়ে থাকেন তবেই ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবেন। অবশ্যই আপনার ভিউয়ারসগনও উপরোক্ত দেশ বা অঞ্চলের হতে হবে।

মূলত ইউটিউব সেসকল দেশকেই নিদিষ্ট করেছে, যেসকল দেশে শর্টস ভিডিওর মত অন্যান্য অ্যাপসগুলোর জনপ্রিয়তা বেশি রয়েছে। এটি একটি বিজনেস প্ল্যানও বলতে পারেন। অনলাইন মার্কেটে প্রতিযোগীতা করার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করেছে।

আরও পড়ুন- ইউটিউবারদের জন্য সেরা অ্যাপস

ইউটিউব শর্টস থেকে কিভাবে টাকা পাবেন?

যদি আপনি উপরোক্ত শর্তাবলির আলোকে ইউটিউব শর্টস থেকে টাকা আয় করার উপযুক্ত হয়ে থাকেন, তাহলে ইউটিউব থেকে আপনাকে প্রতি মাসের ৮-১০ তারিখের মধ্যে জানিয়ে দিবে এবং আপনাকে ২৫ তারিখের মধ্যে ক্লেইম করতে হবে অন্যথায় সেটি এক্সপায়ার হয়ে যাবে। আপানাকে প্রতি মাসেই বোনাসটি ক্লেইম করে নিতে হবে।

ক্লেইম করার সময় আপনাকে দুই (২) টি স্টেপ পূরণ করতে হবে।

  • Terms & Condition
  • Link AdSense; যদি আপনার চ্যানেলে AdSense সংযুক্ত না থাকে তাহলে একটি AdSense অ্যাকাউন্ট যুক্ত করে নিতে হবে।

এবং সর্বশেষ ইউটিব থেকে আপনাকে ই-মেইল পাঠানো হবে আপনার বোনাস ক্লেইম করার জন্য। বোনাসটি ক্লেইম করার পর টাকাটি সরাসরি আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্টে যুক্ত হবে এবং AdSense এর নীতিমালা অনুযায়ী আপনাকে ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট করা হবে।

ইউটিউব শর্টস সম্পর্কে আরও বিস্তারিত জানতে- ক্লিক করুন।

আরও পড়ুন- ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?

প্রিয় পাঠক, ’’ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে’’ আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম | Google Adsence Verify System

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটি হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু টাকা আয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *