Breaking News

ইউটিউব থেকে টাকা আয় কিভাবে? How to Earn Money From YouTube

ইউটিউব থেকে টাকা আয় করা যায় এটি আমরা অনেকেই জানি। কিন্তু কিভাবে টাকা আয় করা যায় বা ইউটিউব থেকে টাকা আয় কিভাবে? সেটি আমরা অনেকেই জানিনা। ইউটিউব থেকে টাকা আয় করার অনেকগুলো উপায় রয়েছে। আজকের পোস্টে আমরা জনপ্রিয় কিছু উপায় সম্পর্কে জানার চেষ্টা করবো।

ইউটিউব কি সেটি আমরা সকলেই জানি। কিন্তু এর আসল পরিচয় সম্পর্কে হয়তো অনেকেই জ্ঞান রাখিনা। কিংবা ইউটিউব কি কেউ জিঙ্গেস করা হলে সেটির গ্রহনযোগ্য উত্তর দিতে সক্ষম হবো না। তাই আসুন প্রথমে ইউটিউব কি সেটি সংক্ষিপ্তভাবে জেনে নিই—

ইউটিউব কি?

ইউটিউব একটি ভিডিও প্ল্যাটফর্ম। এটিকে সোশ্যাল মিডিয়া, বিনোদন জগৎ কিংবা ভার্চুয়াল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও পরিচয় পাওয়া যায়। ইউটিউব এর যাত্রা শুরু হয় ২০০৫ সালের ১৪-ই ফেব্রুয়ারি। পরবর্তীতে এর জনপ্রিয়তার কারণে ২০০৬ সালে গুগল এটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়। বর্তমানে এটি গুগল-এর অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন- Google AdSense সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?

ইউটিউব থেকে টাকা আয় করার অনেকগুলো উপায় রয়েছে, যা নিম্নে উল্লেখ করার চেষ্টা করেছি। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন কিংবা ইউটিউব থেকে টাকা আয় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে যেকোনো একটি বা একাধিক উপায় অবলম্বন করে আপনার ইউটিউবিং ক্যারিয়ার শুরু করতে পারেন।

গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয়ঃ-

ইউটিউব থেকে টাকা আয় করার যতগুলো উপায় রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বহুল পরিচিত উপায় হচ্ছে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করা। আমরা অনেকেই সাধারণত মনে করি, ইউটিউব থেকে টাকা আয় করার এটিই একমাত্র উপায়। কিন্তু না, এর বাহিরেও অনেক উপায় রয়েছে।

তবে, ইউটিউব থেকে টাকা আয় করার স্বপ্ন বা ইচ্ছাটি শুরু হয় এটির মাধ্যমেই। যদি আপনি এই টার্গেট পূরণ করতে পারেন তাহলে অন্যান্য উপায়েও টাকা আয় করতে পারবেন। কিন্তু এই পদ্ধতিতে টাকা আয় করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে।

একটি ইউটিউব চ্যানেল থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে হলে সেই চ্যানেলটিকে ইউটিউব কতৃত মনিটাইজেশন করতে হয়। মনিটাইজেশন ব্যাতীত আপনার চ্যানেলে গুগল এডসেন্স যুক্ত বা ব্যবহার করতে পারবেন না।

ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন-

  • ইউটিউব চ্যানেলে কমপক্ষে ১,০০০ সাবসক্রাইবারস থাকতে হবে।
  • চ্যানেলটিতে সর্বশেষ ৩৬৫ দিনের মধ্যে ৪,০০০ ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে।
  • যেসকল দেশে ইউটিউব মনিটাইজেশন স্বীকৃত আপনাকে সেই দেশের অধিবাসী হতে হবে।
  • ইউটিউব এর পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে।
  • চ্যানেলটি মোবাইল নম্বর এর মাধ্যমে ভেরিফাই করা থাকতে হবে।
  • চ্যানেলের সাথে একটি গুগল এডসেন্স সংযুক্ত করতে হবে।

যদি আপনার চ্যানেলটিতে এসকল শর্ত পূরণ করতে পারেন তবেই আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

আরও পড়ুন-

⏩  ইউটিউবারদের জন্য সেরা অ্যাপস

⏩  ইউটিউবের ভিডিও এসইও করার কিছু টিপস

তবে, অনেকের মনে আরও কিছু সাধারণ প্রশ্ন থাকতে পারে। যেটি উল্লেখ না করলেই নয়। আমি নিজেও একজন ছোট ইউটিউবার। আলহামদুলিল্লাহ গত ২০২০ সাল থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল এডসেন্স থেকে টাকা আয় করছি। নিচে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু সাধারণ প্রশ্নের উত্তর উল্লেখ করার চেষ্টা করলাম।

আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবার পর আপনার ভিডিওতে গুগল এর বিভিন্ন বিজ্ঞাপণ বা এড দেখানো হবে। এসকল এড যারা দেখবে কিংবা প্রয়োজনে ক্লিক করবে সবকিছুর বিনিময়ে আপনাকে কিছু ইনকাম দেওয়া হবে, যা আপনার গুগল এডসেন্স একাউন্টে জমা হবে।

তবে, বর্তমান নিয়মানুযায়ী আপনি আপনার প্রতিদিনের ইনকাম পরবর্তী দুই (২) দিন পর দেখতে পারবেন। কিন্তু সেটি আপনার চ্যানেলের এনালাইটিক্স রিপোর্টে। চ্যানেলের সকল রিপোর্ট সহজে দেখতে YouTube Studio অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

পূর্ববর্তী মাসে আপনার চ্যানেল থেকে যত টাকা আয় হবে সেটি পরবর্তী মাসের দ্বিতীয় সপ্তাহে গুগল এডসেন্স একাউন্টে যুক্ত হবে। এভাবে মিনিমাম ১০ ডলার ($10) ইনকাম হলেই গুগল আপনার ঠিকানায় একটি পিন লেটার (চিঠি) পাঠাবে। লেটারটি পেতে সর্বোচ্চ ১০ থেকে ৩০ দিন সময় লাগতে পারে।

লেটারে যেই পিনটি থাকবে সেটির মাধ্যমেই আপনার গুগল এডসেন্স একাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। উল্লেখ্য, গুগল এডসেন্স একাউন্ট খোলার সময় আপনি যেই ঠিকানা ব্যবহার করবেন, সেই ঠিকানায় লেটার পাঠানো হবে।

গুগল এডসেন্স একাউন্টটি ভেরিফাই করার পর এটিতে ব্যাংক একাউন্ট যুক্ত করার অপশন পাবেন। যার নামে গুগল এডসেন্স একাউন্ট খুলেছেন তাহার নামের একটি ব্যাংক একাউন্ট গুগল এডসেন্স একাউন্টে যুক্ত করে নিবেন। তারপর আপনাকে আর কিছুই করতে হবে না।

আপনার গুগল এডসেন্স একাউন্টে ১০০ ডলার ($100) হলেই গুগল সেটি আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে। তবে, এক্ষেত্রেও কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন।

মনে করুন, আপনার ইউটিউব থেকে মার্চ মাসে ১০০ ডলার পূর্ণ হলো, যেটি আপনি মার্চ মাসের পরবর্তী মাস তথা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার গুগল এডসেন্স একাউন্টে দেখতে পাবেন।

গুগল নিজে এই টাকাটি এপ্রিল মাসের ২০-২৫ তারিখের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে এবং আপনাকে মেইল এর মাধ্যমে জানিয়ে দিবে। টাকাটি আপনার ব্যাংক একাউন্টে জমা হতে ৩-৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

আশা করছি, ইউটিউব থেকে কিভাবে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় হয় এবং হাতে পাবেন সবকিছু বুঝতে পেরেছেন। এর পরেও যদি কোনো প্রশ্ন বা জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।

আরও পড়ুন- গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায়

প্রমোশন বা স্পন্সরঃ-

ইউটিউব থেকে টাকা আয় করার আরও একটি জনপ্রিয় উপায় হলো প্রমোশনাল ভিডিও তৈরি করা। যেটিকে অনেকে স্পন্সর ভিডিও বলে থাকে। যদি আপনার চ্যানেলে কিছু সংখ্যক সাবসক্রাইবারস থাকে এবং ভিডিওতে কিছু ভিউস আসে তাহলে বিভিন্ন কোম্পানি তাদের বিজনেস বা পণ্যের প্রমোট করার জন্য আপনাকে অফার করে থাকবে।

আপনি এসকল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের অফার সম্পর্কে ভিডিওতে আলোচনা করতে পারেন। বিনিময়ে কোম্পানিটি আপনাকে কিছু টাকা বা অন্য কোনো পণ্য অফার করবে।

প্রমোশনালমূলক ভিডিও দুই (২) ধরনের হয়ে থাকে। প্রথমত আপনার ভিডিওতে তাদের কোম্পানি বা অফার সম্পর্কে ১/২ মিনিট আলোচনা করা। দ্বিতীয়ত, তাদের কোম্পানি বা পণ্য সম্পর্কে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করা।

আনুমানিক প্রতিটি স্পন্সর ভিডিওর বিনিময়ে ১ থেকে ১০ হাজার টাকা আয় করা যায়। এভাবে যদি আপনি প্রতি মাসে ৫ থেকে ১০ টি স্পন্সর ভিডিও তৈরি করতে পারেন। তাহলে ইউটিউব থেকে টাকা আয়ের পথ সুগম হবে, ইনশাআল্লাহ!

ইনকাম রিলেটেড ভিডিওঃ-

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি, অনেকেই চাই অনলাইন থেকে টাকা আয় করতে। আর সেটি জানার জন্য সংখ্যাগরিষ্ঠ গুগলের পাশাপাশি ইউটিউবে সার্চ করে থাকি কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায়?

এরই প্রেক্ষিতে অনেক ইউটিউবার রয়েছেন যারা বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে টাকা আয় করার ছোট ছোট ভিডিও তৈরি করে থাকে। এসকল ভিডিওর প্রতি অনেকেই আগ্রহী হয়ে ভিডিও গুলি দেখে, সেই সাথে তাদের দেওয়া রেফারেল লিংক থেকে রেজিস্ট্রেশন করে। ফলে ভিডিও প্রস্তুতকারী নিজেও রেফারেল বোনাস হিসেবে অনেক টাকা আয় করে থাকে।

যদি আপনার অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওর প্রতি আগ্রহ থাকে তাহলে, এই ধরনের ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করতে পারেন। নিজের একাউন্ট থেকে আয়, রেফারেল বোনাস থেকে আয় হবার পাশাপাশি চ্যানেলটিতে মনিটাইজেশন করতে পারলে গুগল এডসেন্স থেকেও টাকা আয় করতে পারবেন।

অনলাইন কোর্সঃ-

বর্তমান সময়ে অধিকাংশ কাজ অনলাইন ভিত্তিক হিসেবে পরিণত হয়েছে। ঠিক একইভাবে বিভিন্ন বিষয়ের কোর্স অনলাইনে চালু হয়েছে। যদি আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে কোর্স তৈরি করে সেটি আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন।

সাধারণ বিষয় বা কোর্স সমূহ আপনি সকলের জন্য উন্মুক্ত হিসেবে পাবলিশ করে দিতে পারেন এবং এডভান্স বিষয়ের কোর্স সমূহ প্রিমিয়াম ভার্সন হিসেবে উল্লেখ রাখতে পারেন। এতে করে যারা এডভান্স কোর্সের প্রতি আগ্রহী হবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং টাকা দিয়ে সেটি কিনে নিবে।

এভাবে আপনার চ্যানেলের অগ্রগতির সাথে সাথে আপনার পরিচিতিও বৃদ্ধি পেতে থাকবে। সঠিকভাবে কাজটি চালিয়ে যেতে পারলে আপনি নিজেই একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে পরিণত হতে পারেন। যেমন- 10 Minute School

আরও পড়ুন- শিক্ষার্থীদের জন্য সেরা কিছু প্রয়োজনীয় অ্যাপস

পণ্য বিক্রিঃ-

চাকরির পরিবর্তে আমরা অনেকেই বিজনেস করতে আগ্রহী। কিন্তু অফলাইনে বিজনেস এর জন্য প্রচুর মুলধন, ভাল জায়গার অভাবে করতে পারিনা। যার ফলে অনেকেই আবার ই-কমার্স বিজনেস প্রতি আসতে চান। কিন্তু একটি ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠিত করাও অনেক ব্যয়বহুল।

আপনি চাইলে এসবের বিপরীতে আপনার ই-কমার্স বিজনেসকে ইউটিউবের দিকে নিয়ে আসতে পারেন। আপনার যেসকল পণ্য রয়েছে, যেটি আপনি বিক্রি করতে চাচ্ছেন সেটি নিয়ে বা একাধিক পণ্য নিয়ে কোনো ভিডিও তৈরি করতে পারেন।

ভিডিওতে পণ্যের কোয়ালিটি, প্রাইস সহ অন্যান্য বিষয়াবলি আলোচনা করুন। যারা এসকল পণ্যের প্রতি আগ্রহী হবে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে পণ্যটি ক্রয় করতে চাইবে। যদি আপনি সততার সাথে এই কাজটি চলমান রাখতে পারেন তাহলে অল্প দিনেই আপনার ভাল একটি অবস্থান তৈরি করে নিতে পারবেন।

এফিলিয়েট মার্কেটিংঃ-

অনলাইন থেকে বিনা পুঁজিতে টাকা আয় করার অন্যতম একটি মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। বাস্তবিক ভাবে যারা সেলস ম্যান হিসেবে কাজ করে আপনাকেও একই কাজটি করতে হবে অনলাইনে। তবে, বাস্তবিক সেলস ম্যান ও এফিলিয়েট মার্কেটার এর মাঝে কিছুটা পার্থক্য রয়েছে।

একজন সেলস ম্যান দোকানে দোকানে গিয়ে মালিকের বা নির্দিষ্ট কোনো কোম্পানির পণ্য বিক্রি করে থাকে। অপরদিকে এফিলিয়েট মার্কেটার অনলাইনে বা তার কোনো ওয়েবসাইট, পেজ কিংবা চ্যানেলে পণ্য বিক্রি করে থাকে।

আপনি ইচ্ছে করলে নিজের পণ্য বিক্রির পরিবর্তে অন্য কোনো কোম্পানির পণ্য বিক্রি করে সেটির লাভের অংশ পেতে পারেন। এভাবে অনেকেই নিজের ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা আয় করে থাকে। বিশেষ করে এটি ফেসবুকে অনেক জনপ্রিয়। তবে, ধীরে ধীরে এটি ইউটিউবেও চালু হচ্ছে।

আরও পড়ুন- ফেসবুক থেকে টাকা আয় করার উপায়

প্রথমে, যেসকল ই-কমার্স কোম্পানি এফিলিয়েট শেয়ার করে তাদের সাইটে রেজিস্ট্রেশন করুন। তারপর তাদের সাথে চুক্তি বদ্ধ হোন যে, আপনি তাদের পণ্য বিক্রি করে দিলে তারা আপনাকে কত টাকা বা কত পার্সেন্ট দিবে।

সর্বশেষ আপনি নিজের পছন্দের পণ্য সমূহের এফিলিয়েট লিংক তৈরি করুন এবং সেটি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্যবহার করুন। আপনি চাইলে পণ্যটির ছবি ও লিংক ইউটিউব চ্যানেলের কমিনিউটি ট্যাবে পোস্ট করতে পারেন।

অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা শুধুমাত্র পণ্যের রিভিও করে থাকে। আপনি ইচ্ছে করলে এফিলিয়েট পণ্যে সমূহের রিভিও করতে পারেন। এতে করে আপনার বিক্রি অনেক বেশি হবে। এই কাজটি আপনি ইউটিউব চ্যানেলের পাশাপাশি অন্যান্য শোস্যাল মিডিয়াতেও ব্যবহার করতে পারেন। আপনার বিক্রি বেশি হলে ইনকামও বেশি হবে।

শেষ কথাঃ- বন্ধুরা ইউটিউব থেকে টাকা আয় করার আরও অনেক উপায় রয়েছে। উক্ত পোস্টে শুধুমাত্র জনপ্রিয় ও সহজ কিছু উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। যদি আপনি অন্যান্য উপায় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।

আরও একটি কথা, প্রথমাবস্থায় ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। এতে করে পিছু হটা যাবে না। প্রবল ইচ্ছা, ধৈর্য্য ও পরিশ্রম দিয়ে লেগে থাকলে অবশ্যই একদিন সফলতা পাবেন।

প্রিয় পাঠক, ’’ইউটিউব থেকে টাকা আয় করার উপায়’’ আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম | Google Adsence Verify System

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটি হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু টাকা আয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *