Breaking News

HSC রেজাল্ট দেখার নিয়ম – HSC Result 2020 মার্কশিট সহ বিস্তারিত দেখুন

আজকে আমরা HSC রেজাল্ট দেখার নিয়ম জানার চেষ্টা করব। HSC রেজাল্ট বা অন্যান্য রেজাল্ট আপনি তিন (৩) ভাবে জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অথবা এন্ড্রয়েড অ্যাপস-এর মাধ্যমে। আজকের আর্টিকেলে আমরা তিনটি পদ্ধতি সম্পর্কেই আলোচনা করব। আপনি আপনার ইচ্ছেনুযায়ী যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে রেজাল্ট দেখতে পারবেন।

HSC রেজাল্ট দেখার নিয়মঃ-

পদ্ধতি-১

এসএমএসের মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়মঃ-

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন – HSC<space>বোর্ডের প্রথম তিনটি লেটার <space> Roll <space> Year লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

উদাহরণ: মনে করুন, ঢাকা বোর্ড থেকে মিম ২০২০ সালে HSC পরীক্ষায় পাশ করেছে। তার রোল নম্বর – 121420. অতএব, এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য মেসেজ অপশনে টাইপ করতে হবে HSC DHA 121420 2020 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসের মাধ্যমে রেজাল্ট পেয়ে যাবেন।

রেজাল্ট SMS ফরম্যাট

সাধারণ শিক্ষা বোর্ডঃ-

HSC<>বোর্ড<>রোল<>সাল এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: HSC DHA 123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।

মাদ্রাসা বোর্ডঃ-

HSC<>MAD<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: HSC MAD 123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।

টেকনিক্যাল বোর্ডঃ-

HSC<>TEC<>ROLL<>YEAR এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: HSC TEC 123456 2020 টাইপ করে SMS পাঠিয়ে দিন 16222 নম্বরে।

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহঃ-

  • ঢাকা বোর্ড – Dha
  • বরিশাল বোর্ড – Bar
  • চট্টগ্রাম বোর্ড – Chi
  • কুমিল্লা বোর্ড – Com
  • যশোর বোর্ড – Jes
  • রাজশাহী বোর্ড – Raj
  • সিলেট বোর্ড – Syl
  • দিনাজপুর বোর্ড – Din
  • ময়মনসিংহ বোর্ড – Mym
  • মাদ্রাসা বোর্ড – Mad
  • টেকনিক্যাল বোর্ড – Tec

এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য।

এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য।

এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য।

পদ্ধতি-২

অনলাইনের মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়মঃ-

প্রথমে আপনাকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

১. educationboardresults.gov.bd

২. eboardresults.com

যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করার পর রেজাল্ট সম্পর্কিত তথ্যাবলি পূরণ করে আপনি অতি সহজে রেজাল্ট দেখতে পারবেন।

উল্লেখ্য ওয়েবসাইট-২ এর ক্ষেত্রে Result Type- Individual Result সিলেক্ট করে অন্যান্য তথ্য পূরণ করতে হবে।

HSC রেজাল্ট দেখার নিয়ম

বিস্তারিত ভিডিওতে দেখুন-

পদ্ধতি-৩

এন্ড্রয়েড অ্যাপস-এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়মঃ-

এন্ড্রয়েড অ্যাপস-এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য আপনাকে Google Play Store (এখান) থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তাছাড়া সরাসরি ডাউনলোড করতে নিচ থেকে ইনস্টল করুন-এ ক্লিক করে Apps টি install করে নিতে পারেন।

অ্যাপসটি ইনস্টল করার পর রেজাল্ট সম্পর্কিত তথ্যাবলি পূরণ করে আপনি অতি সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

আরও পড়ুন- অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি (২০২১-২২)

বন্ধুরা, আশা করছি আজকের পোস্টটি আপনার উপকারে আসবে। উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *