Breaking News

Google AdSense সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা । AdSense একাউন্ট ব্যান হবার কারণ

আমরা অনেকেই Google AdSense থেকে টাকা ইনকাম সম্পর্কে জানতে আগ্রহী এবং সেটির জন্য হয়তো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজে থাকি। কিন্তু কিছু ভুল ধারণা বা ভুলের কারণে আমরা অনেকেই Google AdSense থেকে টাকা আয় করতে পারি না বা কিছু টাকা আয় করতে পারলেও সেটি হাতে পাই না। 

যেই Google AdSense থেকে আমরা টাকা আয় করবো, টাকা আয় করার স্বপ্ন দেখবো, শুরুতে সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। Google AdSense থেকে টাকা আয় করা অনেক সহজ তবে কিছুটা নিয়ম-নীতি রয়েছে। যেই নিয়মগুলো ভঙ্গ করলে টাকা ইনকাম তো দূরের কথা আপনার একাউন্ট বাতিলও হতে পারে। তাহলে চলুন সেই ভুলগুলো সম্পর্কে জেনে নেই।

Google AdSense কী?

Google AdSense হচ্ছে, Google-এর এমন একটি ওয়েব অ্যাপ্লিকেশন বা সার্ভিস যার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন প্রকাশ করা হয়। যদি একটু সহজ করে বলি, আপনি নিশ্চয় বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউবের ভিডিওতে কিছু বিজ্ঞাপন দেখেছেন। এই বিজ্ঞাপন গুলো মূলত Google AdSense এর মাধ্যমে দেওয়া হয়।

কেউ যখন এই বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে বিজ্ঞাপন দাতার কোম্পানি বা সাইটে বা অ্যাপস-এ ভিজিট করেন, এর বিনিময়ে বিজ্ঞাপন দাতা Google-কে নির্দিষ্ট কিছু টাকা দিয়ে থাকেন। সেই টাকা থেকে Google সামান্য কিছু রেখে দেন এবং বাকি টাকা ব্লগ অথবা ইউটিউব ভিডিও-এর মালিক-কে দিয়ে থাকেন।

সুতারং বিজ্ঞাপনে যত বেশি ক্লিক পড়ে ব্লগ অথবা ইউটিউব ভিডিও এর মালিকের এডসেন্স একাউন্টে তত বেশি টাকা জমা হতে থাকে। সর্বোচ্চ ১০০ ডলার জমা হলে Google AdSense টাকা গুলো ব্লগ বা ভিডিওর মালিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন। ব্লগ বা ইউটিউব থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রায় ২০ লক্ষ মানুষ Google AdSense ব্যবহার করছে।

আশা করছি, Google AdSense থেকে টাকা ইনকাম সম্পর্কে ব্যাসিক কিছু ধারণা পেয়েছেন। কিন্তু নিজেদের মধ্যে বিদ্যমান থাকা কিছু ভুল ধারণার কারণে আমরা অনেকেই Google AdSense থেকে টাকা ইনকাম করতে গিয়ে ব্যার্থ হয়ে থাকি।

Google AdSense সম্পর্কে ভুল ধারনাঃ-

প্রথমেই বলতে হচ্ছে, Google AdSense থেকে টাকা ইনকাম করা বাস্তবতার মতই কঠিন। শুধুমাত্র পার্থক্য এটাই যে, এখানে ইনকামের কোন লিমিটেশন নেই। তবে শুরুতে খুবই অল্প ইনকাম হবে এবং ধীরে ধীরে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু আমরা অনেকেই ধৈর্য্য হারিয়ে বেশি ইনকামের জন্য ভূল কাজ করে থাকি। যেটির প্রায়শ্চিত্ত হিসেবে আমাদের Google AdSense একাউন্টটি নষ্ট হতে পারে।

Google মূলত কি চায়?

Google মূলত চায় Unique Person বা সঠিক ব্যাক্তি যারা ওয়েবসাইট বা ইউটিবের ভিডিও থেকে বিজ্ঞাপন দেখে থাকবে এবং প্রয়োজনে বিজ্ঞাপনে ক্লিক করবে। কিন্তু আমরা অনেকেই সেই নিয়মবিরোধী কাজ করে থাকি যেটির কারণে আমাদের AdSense একাউন্ট নষ্ট হয়ে থাকে।
নিচে উল্লেখ করা নীতিগুলি সকল AdSense গ্রাহকদের মেনে চলতে হবে। তাই এগুলো ভাল করে পড়ুন।

আপনি যদি Google-এর অনুমতি ছাড়া এগুলি মেনে চলতে ব্যার্থ হন, তাহলে যেকোনও সময় আপনার সাইটে বা ভিডিওতে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার এবং আপনার AdSense অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অধিকার Google-এর আছে। আপনার অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আর AdSense প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। নিচের কয়েকটি কারনে Google AdSense একাউন্ট নষ্ট হতে পারে।

১. ভুল ক্লিক এবং ইম্প্রেশনঃ- আমরা অনেকেই আমাদের নিজস্ব বিজ্ঞাপনে ইম্প্রেশন বা ক্লিক-এর সংখ্যা বৃদ্ধি করার জন্য ম্যানুয়াল পদ্ধতি সহ অন্য কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে থাকি। এরকম কাজ করলে Google সেটি অতি সহজেই বুঝতে পারে এবং Google আপনার AdSense অ্যাকাউন্টটি নষ্ট করে দিতে পারে।

২. ক্লিক করা বা দেখার জন্য উৎসাহ দেওয়াঃ- প্রকাশকরা কাউকে তাদের বিজ্ঞাপন দেখার বা তাতে ক্লিক করার জন্য বলতে পারবেন না অথবা ক্লিক বা ভিউ পাওয়ার জন্য কোনও প্রতারণামূলক উপায় অবলম্বন করতে পারবেন না। বিজ্ঞাপন দেখা বা সার্চ করার জন্য ব্যবহারকারীদের টাকা দেওয়া, এরকম কাজের জন্য থার্ড-পার্টির নাম করে টাকা তোলার কথা দেওয়া, নির্দিষ্ট বিজ্ঞাপনের পাশে ছবি দেখানো এবং এই ধরনের সবকিছুই এটির অন্তর্ভুক্ত।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

৩. কন্টেন্টের নীতিঃ- যে সকল কন্টেন্ট Google-এর নিয়ম লঙ্ঘন করে এমন কন্টেন্টে AdSense কোড যোগ করা। এরকম করে থাকলে Google আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করে দিতে পারে। যে সকল কন্টেন্ট Google-এর নিয়ম লঙ্ঘন করে, সেটিতে আপনি AdSense-এর কোড যোগ করতে পারেন, কিন্তু বিধিনিষেধহীন অন্যান্য কন্টেন্টের চেয়ে এটিতে কম বিজ্ঞাপন দেখানো হতে পারে।

৪. ট্রাফিক সোর্সঃ- নির্দিষ্ট কিছু সোর্স থেকে ট্রাফিক আসে এমন কন্টেন্ট/পৃষ্ঠায় Google-এর বিজ্ঞাপন দেখানো যাবে না। যেমন, প্রকাশকরা টাকা দিয়ে ক্লিক করানোর প্রোগ্রামে অংশ নিতে পারবেন না, কোনও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের অ্যাকশনের ফলাফল হিসেবে বিজ্ঞাপন দেখাতে পারবেন না।

এছাড়াও, যে প্রকাশকরা অনলাইন বিজ্ঞাপন দেখান তাদের এটি নিশ্চিত করতে হবে যে তাদের কন্টেন্ট/পৃষ্ঠাগুলি Google-এর ল্যান্ডিং পৃষ্ঠার গুণমান সংক্রান্ত নির্দেশিকা মেনে চলে।

৫. অপব্যবহারমূলক অভিজ্ঞতাঃ- অপব্যবহারমূলক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এমন সাইটে আপনি Google-এর বিজ্ঞাপন দিতে পারবেন না।

৬. প্রতারণামূলক সাইট নেভিগেশনঃ- ক্লিক বা ভিউ পেতে আপনি প্রতারণামূলক পদ্ধতিতে এমনভাবে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন না যা দেখে এটিকে মেনু, নেভিগেশন বা ডাউনলোড করার লিংকের মতো অন্য কোনও কন্টেন্ট মনে হতে পারে।

যেমন-

  • কন্টেন্ট স্ট্রিম বা ডাউনলোড করার মিথ্যা দাবি করা।
  • অস্তিত্বহীন কন্টেন্টের সাথে লিঙ্ক করা।
  • অপ্রাসঙ্গিক অথবা বিভ্রান্তিকর ওয়েব পৃষ্ঠায় ব্যবহারকারীকে রিডাইরেক্ট করা।

আরও পড়ুন- গুগল এডসেন্স পাবার আগে এবং পরে

তাছাড়া আরও কিছু কারণে আপনি Google AdSense থেকে টাকা ইনকাম করতে ব্যার্থ হতে পারেন।

১. অনলাইনে টাকা ইনকাম করা সহজ কাজ, এই ভেবে কন্টেন্ট তৈরি করা, আর ভেবেছেন পাঠক হুড়োহুড়ি করে আপনার কন্টেন্ট পেইজে আসবে আর আপনার ইনকাম শুরু হবে।

২. পড়তে অসুবিধা হয় এমন উৎকট শব্দ, ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, widgets ব্যবহার করা।

৩. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নেই।

৪. শুধুমাত্র টাকা ইনকামের উদ্দেশ্য নিয়ে কন্টেন্ট তৈরি করা থেকে বিরত থাকুন।

৫. গুগলের নিয়ম-কানুন কখনো পড়েননি – যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।

৬. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন – ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।

৭. অহেতুক এ্যাডের কোড পরিবর্তনের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।

৮. এমন টপিক নিয়ে ব্লগ বা ভিডিও তৈরি করেছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার ইনকামও কম হবে।

বন্ধুরা, আশা করছি আজকের পোস্টটির মাধ্যমে Google AdSense সম্পর্কে ভুল ধারণাগুলো বুঝতে পেরছেন। পোস্টটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম

গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম | Google Adsence Verify System

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটি হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু টাকা আয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *