Breaking News

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী | রবি ঠাকুরের শিক্ষামূলক ‍উক্তি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য অসাধারণ অনেক দিকনির্দেশনা রেখে গেছেন। আজকের আর্টিকেলে আমরা তাহার রেখে যাওয়া শিক্ষামূলক বাণীর অজস্র ভান্ডার থেকে সামান্য কিছু শিক্ষামুলক বাণী বা উক্তি নিয়ে হাজির হয়েছি।

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে পরিচয় করার কিছু নেই। তাহাকে সকলেই চিনেন ও জানেন। তিনি ছিলেন একজন অসাধারন প্রতিভাবান ব্যাক্তি। তিনি একজন মহান সাহিত্যক হবার পাশাপাশি কবি, সমাজ সংস্কারক, নাট্যকার, চিত্রকার, গল্পকার ছিলেন। সবচেয়ে বড় কথা হলো তিনি আমাদের বিশ্বকবি।

অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া বাণীতে অনুপ্রাণীত হয়ে নতুনভাবে বাঁচতে শিখেছেন। নতুনভাবে নিজের মধ্যে প্রাণের সঞ্চার অনুভব করতে পেরেছেন। যার কারণে আপনাদের জন্য আজকের পোস্টে আমরা সেসকল সেরা বাণীসমূহ উল্লেখ করার চেষ্টা করেছি।

শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণীঃ-

শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী

১. “শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব”

২. ’’সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে।’’

৩. ‘’মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন।’’

৪. ‘’বিশ্ববিদ্যালয় হলো মহাপুরুষ নির্মাণের কারখানা। আর অধ্যাপক হলেন সেই মহাপুরুষ নির্মাণের কারিগর।’’

৫. ’’সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা, যেটি শুধুমাত্র আমাদের তথ্য সম্বলিত জ্ঞানই প্রদান করে না, বরং তাঁর সাথে সাথে আমাদের জীবনকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।’’

৬. ’’কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যটা একটা বিষম বালাই।’’ উল্লেখ্য, বিষম বালাই এর সাধারণ অর্থ- কঠিন অমঙ্গল।

৭. “আমি এটিকে সেরা শিক্ষা বলি, যা কেবল তথ্য সরবরাহ করে না, যা মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জীবন গড়ে তোলে।’’

৮. ’’শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয়, তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।’’

৯. ’’শৈশবে প্রাণহীন শেখার চেয়ে বড় বোঝা আর কিছু নেই; এটি মনের কাছে যা দেয় তার থেকে অনেক বেশি পিষে থাকে।’’

১০. ’’নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নেই।’’

১১. ”ছেলে যদি মানুষ করিতে চাও, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে। নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই কেবল স্মরণশক্তির উপর সমস্ত ভার না দিয়া সঙ্গে সঙ্গে যথা পরিমাণে চিন্তাশক্তি ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে।”

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

জীবন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণীঃ-

১. “আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে, জীবন আনন্দময় আমি জেগে উঠে দেখি যে জীবন হলো সেবা। আর আমি সেবা করে পেয়েছি যে, সেবা হলো আনন্দময়।”

২. ’’সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন।’’

৩. ’’যা কিছু আমাদের, তা আমাদের কাছে ঠিক তখনই পৌছায় যখন আমরা তা গ্রহণ করার মত উপযুক্ত ক্ষমতা বিকশিত করি।’’

৪. “জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে, হেসে উড়িয়ে দেওয়া অনেক ভাল।”

৫. ”মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই।’’

৬. ’’সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে।’’

৭. ’’ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়।’’

৮. ’’চাঁদ তাঁর সুন্দর আলো সম্পূর্ণ আকাশ জুড়ে ছড়িয়ে দেয়, কিন্তু তাঁর দেহের কলঙ্ক সে নিজের কাছেই রেখে দেয়।’’

৯. ’’যদিও ফুল একাই থাকে, কিন্তু তাই বলে সে কক্ষনোই কাঁটাকে দেখে হিংসা করে না। কারণ সেও জানে কাঁটা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।’’

১০. ’’নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলি ওপারে।’’

১১. ’’যদি আপনি শুধু এটা ভেবেই কাঁদেন যে, আপনার জীবন থেকে সূর্য সমতুল্য কিছু বা কেউ দূরে সরে গেছে, তাহলে আপনার চোখের জল আপনাকে নক্ষত্র খোচিত আকাশের তারা দেখতেও বাঁধা প্রদান করবে।’’

১২. “মানুষের জীবনের সব থেকে বেশি, যে জিনিসটি প্রয়োজন- তা হলাে ধৈর্য্য। খুব ভালাে সয়য়েও ধৈর্য্যের প্রয়োজন। খুব খারাপ সময়েও ধৈর্য্যের প্রয়োজন। ধৈৰ্য্য হারা হলেই সর্বনাশ।”

১৩. “জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ বাস্তবে থেকে যায় আবার কেউ থেকে যায়, স্মৃতির পাতায়।”

১৪. “যে অন্যের ভাল করতে ব্যাস্ত থাকে, তার নিজের ভাল হওয়ার সময় থাকে না।”

১৫. ’’গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ায় তার বসা হবে না জেনেও যে গাছ লাগায়, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।”

১৬. ’’কোনো শিশুর জ্ঞানকে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। কারণ তাঁর জন্ম এক সময়ে, আর আপনার জন্ম আরেক সময়।’’

১৭. ”মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব, মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপমান মনে করি।’’

১৮. “ভালা থাকতে হলে ,একটু স্বার্থপর হতে হয়। কারণ সবাই কে খুশি করার জন্য, তুমি পৃথিবীতে আসোনি।”

১৯. “একা থাকা কোনো দূর্বলতা নয়, বরং একা থাকা একটা আর্ট যা সবার দ্বারা সম্ভব নয়।”

২০. “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।”

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণীঃ-

১. ’’আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় – একটি হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে প্রেম।’’

২. ”ভালবাসা অর্থ আত্মসমর্পণ করা নহে। ভালবাসা অর্থ ভাল বাসা, অর্থাৎ অন্যকে ভাল বাসস্থান দেওয়া, অন্যকে মনের সর্ব্বাপেক্ষা ভাল জায়গায় স্থাপন করা।”

৩. “তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিও সে তোমাকে সবথেকে বেশি ভালবাসে।’’

৪. “সেই ছেলেকে জীবন সঙ্গী করে, যার ভবিষ্যৎ ভাল। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করাে, যার অতীত ভাল।”

৫. ’’ভালবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।’’

৬. “যার ভালবাসা যত গভীর, তার ভালবাসার প্রকাশ তত কম! ভালবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়।”

৭. “তুমি যদি কাউকে ভালবাস তবে তাকে ছেড়ে দাও। যদি সে তােমার কাছে ফিরে আসে তবে সে তােমারই ছিল। আর যদি ফিরে না আসে তবে সে কখনই তােমার ছিল না।”

৮. “ভালবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের।”

৯. ”প্রেম শান্তিরূপেও আসবে অশান্তিরূপেও আসবে। সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে। সে যে কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি, বন্ধু তোমাকে চিনেছি।”

১০. ”প্রেম যাহা দান করে, সেই দান যতই কঠিন হয়, তাহার সার্থকতার আনন্দ ততই নিবিড় হয়।”

১১. “আসল প্রেম কখনো অধিকারের দাবি করে না বরং স্বাধীনতা দেয়।”

১২. ”যাহাকে তুমি ভালবাস তাহাকে ফুল দাও, কাঁটা দিও না; তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না।”

১৩. “ভালাবাসার জগতে প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে তার নাম বেদনা।”

১৪. ’’প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।’’

১৫. “কারো পছন্দ হাওয়া টা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন।”

১৬. ’’আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাহিরপানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাইনি।’’

১৭. ’’পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়। কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়।’’

১৮. ’’আজকাল সবাই যেটাকে ভালবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো – হঠাৎ চিড়িক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না।’’

১৯. ’’ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হতো। হয়তো তোমাকে দেখতে দেখতে মনটা ভরে যেতো। নীল শাড়িতে একটি নীল পরী আমার চারপাশে ঘুর ঘুর করতো। বুকের ভেতর তুমি হীনতার টনটন ব্যাথাটা আর থাকতো না।’’

২০. “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।”

২১. ’’ভালবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত।’’

২২. “ভুল করে ভালবেসে ফেলা যায় তবে ভুল করে ভুলা যায় না।”

২৩. ’’লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন এটিকে নতুন করে সৃষ্টি করা চাই।’’

২৪. ’’ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালবাস কেন?’’

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

বন্ধুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণীঃ-

বন্ধুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী

১. ’’বন্ধুত্বের গভীরতা কখনোই পরিচয়ের দীর্ঘতার উপর নির্ভর করে না।’’

২. ’’গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।’’

৩. “দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না।”

৪. ’’আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।’’

৫. ’’শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।’’

আরও পড়ুন- বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে কাজ করে?

রবীন্দ্রনাথ ঠাকুরের মোটিভেশনাল উক্তিঃ-

১. ’’যদি আপনি কেবলমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকেই দেখে থাকেন, তাহলে আপনি কোনোদিনও সমুদ্র পাড় হতে পারবেন না।’’

২. ’’নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।’’

৩. ’’থালার মধ্যে রাখা জল সবসময় চকচক করে, কিন্তু সমুদ্রের জল সর্বদা গাঢ় রঙের হয়ে থাকে। কিঞ্চিত সত্য কথা সর্বদাই স্পষ্ট, কিন্তু গাঢ় সত্য সর্বদা নীরব এবং অনুজ্জ্বল।’’

৪. ”আগুনকে যে ভয় করে, সে আগুনকে ব্যবহার করতে পারে না।’’

৫. “যার যোগ্যতা যত কম, তার অহংকার ঠিক ততটাই বেশি।”

৬. “অধিকার চেয়ে পাওয়া যায় না। কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়।”

৭. “নাম মানুষকে বড় করে না, বরং মানুষ নাম কে জাগিয়ে তোলে।”

৮. “যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়। তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে।”

আরও পড়ুন- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তবমুখী কিছু উক্তিঃ-

রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তবমুখী কিছু উক্তি

১. “আমরা সময়ের সমুদ্রে আছি তবুও আমাদের এক মুহূর্ত সময় নেই।”

২. ”পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি। তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না।”

৩. “স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙ্গে গেলে। আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে।”

৪. ’’স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে।’’

৫. “ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নই যে জেনে বুঝে বেইমানী করে। ”

৬. “যারা নিজের বিশ্বাস নষ্ট করে না, তারাই অন্যকে বিশ্বাস করে।” 

৭. ’’অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।’’

৮. ’’মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিবার জন্য।’’

৯. ’’উপদেশ দেওয়া অনেক সহজ কাজ, কিন্তু উপায় বলে দেওয়া অনেক কঠিন।’’

আরও পড়ুন- অনলাইন ইনকাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

প্রিয় পাঠক, আশা করছি বিশ্বকবির নির্দেশিত শিক্ষামূলক বাণীসমূহ আপনার উপকারে আসবে। যদি আপনি এই ধরনের অন্যান্য শিক্ষামূলক বাণী পড়তে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন।

আমরা চেষ্টা করবো অন্যান্য মণীষীদের এসকল মূল্যবাণ শিক্ষামূলক বাণী আপনাদের নিকট প্রকাশ করার জন্য।

আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *