Breaking News

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২ | পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশের অন্যতম অর্জন ও বিশ্বব্যাপী পরিচিত পদ্মা সেতু। যেহেতু এটি বাংলাদেশের জন্য অন্যতম একটি অর্জন সুতরাং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান রাখা আমাদের সকলেরই উচিত।

ইতিপূর্বে বঙ্গবন্ধু যমুনা সেতু ছিল বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। কিন্তু পদ্মা সেতুর নির্মাণের পরই এই রেকর্ড ভেঙ্গে দীর্ঘতম সেতু হিসেবে নতুনভাবে জায়গা করে নেয় এই পদ্মা সেতু।

এমনকি এটি বিশ্বের অন্যান্য বৃহৎ সেতুর তালিকায়ও স্থান করে নিয়েছে। সবচেয়ে বড় সাফল্য হলো পূর্বে এই পদ্মা নদী পাড়ি দিতে পারপারগণদের ৫-৬ ঘণ্টা সময় ব্যায় হতো। কিন্তু বর্তমানে মাত্র ৬ মিনিটেই পাড়ি দেওয়া সম্ভব হবে।

তাহলে চলুন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আর্টিকেলটি যেসকল বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে তা শুরু করা যাক-

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এই পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট।) কিন্তু রাস্তাসহ দুই পাশের দৈর্ঘ্য একত্রিত করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৯.৩০ কিলোমিটার অর্থ্যাৎ ৩.১৫ কিলোমিটার সংযোগ সড়ক।

পদ্মা সেতুর খরচ কত?

পদ্মা সেতু তৈরি করতে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এই টাকা সরকারের বরাদ্দ ছাড়াও অর্থ মন্ত্রণালয় থেকে ঋণের মাধ্যমে নেওয়া হয়েছে। যা মন্ত্রণালয়ের সঙ্গে সেতু কর্তৃপক্ষের ঋণচুক্তি অনুযায়ী আগামী ৩৫ বছরে সুদ সহ ৩৬ হাজার কোটি টাকায় দাড়াবে।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক বাণী

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ-

১. পদ্মা সেতুর অফিশিয়াল নাম কি?

✅ পদ্মা সেতুর অফিশিয়াল নাম ’’পদ্মা বহুমুখী সেতু’’ (The Padma Multipurpose Bridge.)

২. পদ্মা সেতু প্রকল্পের নাম কি?

✅ পদ্মা সেতু প্রকল্পের নাম হলো ’’পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।’’ (The Padma Multipurpose Bridge Project.)

৩. পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয় কত তারিখে ও কত টাকা?

✅ পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয় ২৮ এপ্রিল ২০১১ সালে (১২০ কোটি মার্কিন ডলার।)

৪. বিশ্বব্যাংক চুক্তি বাতিল হয় কত তারিখ?

✅ পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি বাতিল করা হয় ৩০ জুন ২০১২ সালে।

৫. পদ্মা সেতুর কাজ শুরু হয় কত সালে?

✅ পদ্মা সেতুর কাজ শুরু করা হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। (চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ জুন ২০১৪ সালে।)

৬. পদ্মা সেতু প্রকল্পের পরিচালক কে ছিলেন?

✅ পদ্মা সেতু প্রকল্পের পরিচালক ছিলেন মোঃ শফিকুল ইসলাম।

৭. পদ্মা সেতু সংযোগকারী স্থান মুন্সীগঞ্জের মাওয়ায় এবং শরীয়তপুরের জাজিরা প্রান্ত। (পদ্মা সেতুর অবস্থান তিন (৩) টি জেলায়-মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।)

৮. পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে ২৯ টি জেলার সাথে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ টি জেলার সাথে।

৯. পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি?

✅ পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম ’’চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।’’

১০. পদ্মা সেতুতে থাকবে গ্যাস-বিদ্যুৎ অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।

আরও পড়ুন- শিক্ষার্থীদের জন্য সেরা কিছু প্রয়োজনীয় অ্যাপস

১১. পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

✅ পদ্মা সেতুর সংযোগ সড়ক ১৪ কিলোমিটার।

১২. পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।

১৩. পদ্মা সেতুর নদী শাসনের কাজ পায় চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।

১৪. পদ্মা সেতুর নকশা করেন?

✅ পদ্মা সেতুর নকশা করেন AECOM ( Architecture, Engineering, Consulting, Operation and Maintenance)

১৫. পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় কে?

✅ পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ’’কাউই (COWI)’’

১৬. পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছেন কারা?

✅ পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছেন ‘’কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।’’

১৭. পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট, কংক্রিট এবং স্টিলের তৈরি, যা বিশ্বে প্রথম।

১৮. পদ্মা সেতুর প্রস্থ কত মিটার?

✅ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট, ৭২ ফুটের চার লেনের সড়ক।)

১৯. পিলার ৪২ টি। (প্রতিটি পিলারের জন্য পাইলিং ৬টি, তবে মাটির জটিলতার কারণে ২২ টি পিলারের পাইলিং হয়েছে ০৭টি করে, মোট পাইলিং ২৮৬ টি, পাইলিং এর গভীরতা ৩৮৩ ফুট।)

২০. স্প্যান ৪১ টি। (প্রতিটি ১৫০ মিটার।)

২১. প্রতিটি স্প্যানের ওজন ৩,২০০ টন। স্প্যান বহনকারী জাহাজ তিয়ান-ই। (ধারণক্ষমতা ৩,৬০০ টন।)

২২. পদ্মা সেতুর  প্রথম স্প্যান বসানো হয় কত তারিখে?

✅ পদ্মা সেতুর  প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর (৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর।)

২৩. পদ্মা সেতুর শেষ স্প্যান অর্থাৎ ৪১ তম স্প্যান বসানো হয় কখন?

✅ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর (বিশ্ব মানবাধিকার দিবস) (১২ ও ১৩ নম্বর পিলারের উপর দুপুর ১২.০২ মিনিটে।)

২৪. ৪১টি স্প্যান বসাতে সময় লাগে ৩ বছর ২ মাস ১০ দিন।

২৫. পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায় অর্থাৎ স্প্যানের মধ্য দিয়ে। (মিটারগেজ ও ব্রডগেজ এক‌ই ‌‌সময় যেকোনো একটি ট্রেন চলাচল করতে পারবে)

২৬. পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।

২৭. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১ টি।

২৮. ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার স্কেল।

২৯. পদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।

৩০. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট (১৮ মিটার)।

৩১. পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস, পদ্মা সেনানিবাস।

৩২. পদ্মা সেতুর কাছাকাছি থানা ২টি যথা- পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ।

৩৩. দীর্ঘতম সেতু পদ্মা সেতু (পূর্বে ছিল যমুনা সেতু ৪.৮ কিলোমিটার, পিলার ৫০ টি, স্প্যান ৪৯ টি।)

৩৪. পদ্মা সেতু, নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু।

৩৫. পদ্মা সেতু বিশ্বের কত তম সেতু?

✅ পদ্মা সেতু বিশ্বের ১১তম দীর্ঘ সেতু।

৩৬. বৃহতম সড়ক সেতুর তালিকায় ২৫ তম (এশিয়ায় ২য়)

৩৭. পদ্মা সেতুর শেপ হবে “S” আকৃতির।

৩৮. পদ্মা সেতু নির্মাণের কাজ করেছে প্রায় ৪ হাজার মানুষ।

৩৯. পদ্মা সেতুর প্রয়োজনে ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।

৪০. পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।

৪১. জিডিপি বৃদ্ধি পাবে ১.২৩ শতাংশ।

৪২. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA=The Bangladesh Bridge Authority)

৪৩. পদ্মা সেতুর ওয়েবসাইট এড্রেস= padmabridge.gov.bd

৪৪. পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজব উঠে জুলাই, ২০১৯ সালে।

৪৫. পদ্মা সেতু উদ্বোধন হয় কবে?

✅ ২৫ জুন ২০২২, শনিবার বেলা ১১ টা ১২ মিনিটে মাওয়া স্থাপিত টোল প্লাজায় টোল পরিশোধ করার পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা।

৪৬. পদ্মা সেতুতে প্রথম টোল প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪৭. পদ্মা সেতুতে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫ হাজার ২০০ যানবাহন পারাপার হয় এবং টোল আদা হয় ৮২ লক্ষ ১৯ হাজার টাকা।

৪৮. পদ্মা সেতুতে রোববার সকাল ৬ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত (প্রথম ২৪ ঘণ্টায়) ৫১ হাজার ৩ শত ১৬টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯ লক্ষ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।

৪৯. পদ্মা সেতুর টোল রেট কত?

পদ্মা সেতুর টোল রেট কত

বিঃ দ্রঃ- বর্তমানে পদ্মা সেতুতে মটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে।

তথ্যসূত্র- [পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার অংশ ও সেতু কতৃপক্ষ; আপডেট ২৫ জুন ২০২২]

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

শেষ কথাঃ- প্রিয় পাঠক, বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের জন্য পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান রাখা খুবই প্রয়োজন। যার কারণে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপহার স্বরূপ উপস্থাপন করা হয়েছে।

তবে, যদি উপরে কোনো তথ্যে কোনো ধরনের ভুল আপনার দৃষ্টিগোচর হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সংশোধন করার চেষ্টা করবো।

’’পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান’’ আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *