Breaking News

কুরআন শরীফের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ জেনে নিন

আজকের নতুন আর্টিকেলে আপনাদের স্বাগতম! এই আর্টিকেলে কুরআন শরীফের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ ও আয়াত সংখ্যা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আর্টিকেলটি শুরু করার পূর্বে কুরআন শরীফ সম্পর্কে প্রথমিক কিছু বিষয় আলোচনা করা হলো-

সূরা (سورة‎‎) আরবি শব্দ। ইসলামী পরিভাষায় মুসলিমদের ধর্মগ্রন্থ কুরআন শরীফের প্রতিটি অধ্যায়কে সূরা বলা হয়ে থাকে। তবে, এই গ্রন্থ পৃথিবীর অন্যান্য সাধরাণ গ্রন্থের মতো নয়। এটি আল্লাহ প্রদত্ত বিশ্বের সর্বপঠিত কিতাব।

কুরআন শরীফে ১১৪ টি সূরা রয়েছে এবং প্রত্যেকটি সূরায় একাধিক আয়াত বা বাক্য রয়েছে। কুরআন শরীফের প্রথম সূরা হলো ’’আল-ফাতিহা’’ এবং শেষ সূরা হলো ’’আন-নাস’’। সবচেয়ে বড় সূরা হলো ’’আল-বাকারাহ’’ যার আয়াত সংখ্যা ২৮৬ টি এবং সবচেয়ে ছোট সূরা হলো ’’আল-কাউসার’’ যার আয়াত সংখ্যা তিন (৩) টি।

কুরআন শরীফের প্রতিটি সূরার শুরুতে ’’বিসমিল্লাহির রহমানির রহিম’’ উল্লেখ রয়েছে শুধুমাত্র সূরা ’’তাওবাহ’’ ব্যতীত। এবং সূরা ’’আন-নামল’’ যেটিতে মোট দুই (২) বার ’’বিসমিল্লাহির রহমানির রহিম’’ উল্লেখ রয়েছে।

কুরআন শরীফের প্রতিটি আয়াত মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে, ফেরেশতা হযরত জিবরাঈল (আ.) এর মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর উপর দীর্ঘ ২৩ বছরে নাযিল হয়। কুরআন শরীফের প্রথম নাযিলকৃত আয়াত হলো- সূরা ’’আলাক’’ এর প্রথম পাঁচ (৫) আয়াত। ’’পড় তোমার প্রভুর নামে, যিনি তোমোকে সৃষ্টি করেছেন।’’ এবং সর্বশেষ নাযিলকৃত আয়াত হলো সূরা ’’আল-বাকারাহ’’ এর ২৮১ নম্বর আয়াত। ’’সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে।’’

আরও পড়ুন- ঈদের নামাজের নিয়ম ও গুরুত্বপূর্ণ মাসআলা

কুরআন শরীফের সূরা সমূহ অবতীর্ণ হওয়ার স্থানভেদে দুই ভাগে বিভক্ত। যথা- মক্কী ও মাদানী। সাধারণত যেসকল সূরা মক্কায় নাযিল হয়েছে সেগুলো মক্কী এবং যেসকল সূরা মদীনায় নাযিল হয়েছে সেগুলো মাদানী সূরা হিসেবে পরিচিত।

মক্কী সূরার অন্যতম একটি বৈশিষ্ট হলো এগুলোর অধিকাংশ ছোট সূরা এবং এসকল সূরায় তাওহীদ ও রিসালাত বিষয় সম্পর্কে নির্দেশনা বা আলোচনা করা হয়েছে।। কুরআন শরীফে অধিকাংশ সূরা মক্কী সূরার অন্তর্ভুক্ত। এই সূরার সংখ্যা ৮৬ টি।

অপরদিকে মাদানী সূরার অন্যতম একটি বৈশিষ্ট হলো এগুলোর অধিকাংশ বড় সূরা এবং এসকল সূরায় ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান, ব্যক্তিগত-পারিবারিক-সামাজিক জীবন ও ইবাদতের ফরজ-ওয়াজিব ইত্যাদি বিষয় সম্পর্কে নির্দেশনা বা আলোচনা করা হয়েছে। কুরআন শরীফে মাদানী সূরার সংখ্যা ২৮ টি।

কুরআন শরীফের সূরার অবস্থান ক্রম ইসলামের তৃতীয় ফলিফা হযরত উসমান (রা.) এর নেতৃত্বে নিমানরূপ নির্ধারণ করা হয়। নিচে কুরআন শরীফের ১১৪ টি সূরার নাম বাংলা অর্থসহ উল্লেখ করা হলো-

আরও পড়ুন- কোরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া

কুরআন শরীফের ১১৪ টি সূরার নামঃ-

পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে সকল সূরার নাম, অর্থ, আয়াত সংখ্যা অবতীর্ণ হওয়ার স্থান ইত্যাদি ১০ টি করে ভাগে ভাগে উল্লেখ করার চেষ্টা করা হলো-

কুরআন শরীফের প্রথম ১০টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
১. আল-ফাতিহাالفاتحةসূচনা০৭মক্কা
২. আল-বাকারাহالبقرةগাভী২৮৬মদীনা
৩. আল-ইমরানآل عمرانইমরানের পরিবার২০০মদীনা
৪. আন-নিসাالنّساءমহিলা১৭৬মদীনা
৫. আল-মায়িদাহالمآئدةখাদ্য পরিবেশিত টেবিল১২০মদীনা
৬. আল-আনআমالانعامগৃৃহপালিত পশু১৬৫মক্কা
৭. আল-আরাফالأعرافউচু স্থানসমূহ২০৬মক্কা
৮. আল-আনফালالأنفالযুদ্ধে-লব্ধ ধনসম্পদ৭৫মদীনা
৯. আত-তাওবাহ্‌ التوبةঅনুশোচনা১২৯মদীনা
১০. ইউনুসيونسনবী ইউনুস (আ.)১০৯মক্কা

 

কুরআন শরীফের (১১-২০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
১১. হুদهودনবী হুদ১২৩মক্কা
১২. ইউসুফيوسفনবী ইউসুফ১১১মক্কা
১৩. আর-রাদالرّعدবজ্রনাদ৪৩মদীনা
১৪. ইব্রাহীমإبراهيمনবী ইব্রাহিম৫২মদীনা
১৫. আল-হিজরالحجرপাথুরে পাহাড়৯৯মক্কা
১৬. আন-নাহলالنّحلমৌমাছি১২৮মক্কা
১৭. বনী-ইসরাঈলالإسراইসরায়েলের সন্তানগণ১১১মক্কা
১৮. আল-কাহফالكهفগুহা১১০মক্কা
১৯. মারইয়ামمريمমারিয়াম (নবী ঈসা, মা)৯৮মক্কা
২০. ত্বোয়া-হাطهত্বোয়া-হা১৩৫মক্কা

 

কুরআন শরীফের (২১-৩০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
২১. আল-আম্বিয়াالأنبياءনবীগণ১১২মদীনা
২২. আল-হাজ্জ্বالحجّহাজ্জ৭৮মদীনা
২৩. আল-মু’মিনূনالمؤمنونবিশ্বাসীগণ১১৮মদীনা
২৪. আন-নূরالنّورআলো,জ্যোতি৬৪মদীনা
২৫. আল-ফুরকানالفرقانসত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রন্থ৭৭মক্কা
২৬. আশ-শুআরাالشّعراءকবিগণ২২৭মক্কা
২৭. আন-নম্‌লالنّملপিপীলিকা৯৩মক্কা
২৮. আল-কাসাসالقصصঘটনা,কাহিনী৮৮মক্কা
২৯. আল-আনকাবূতالعنكبوتমাকড়সা৬৯মদীনা
৩০. আর-রুমالرّومরোমান জাতি৬০মদীনা

আরও পড়ুন- কম্পিউটার কিবোর্ড শর্টকাট ও এর ব্যবহার

কুরআন শরীফের (৩১-৪০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৩১. লোকমানلقمانএকজন জ্ঞানী ব্যক্তি৩৪মক্কা
৩২. আস-সেজদাহالسّجدةসিজদাহ৩০মদীনা
৩৩. আল-আহযাবالْأحزابজোট৭৩মদীনা
৩৪. সাবাسباরানী সাবা৫৪মক্কা
৩৫. ফাতিরفاطرআদি স্রষ্টা৪৫মক্কা
৩৬. ইয়াসীনيسইয়াসীন৮৩মক্কা
৩৭. আস-ছাফফাতالصّافاتসারিবদ্ধভাবে দাড়ানো১৮২মক্কা
৩৮. ছোয়াদصএকটি আরবি বর্ণ৮৮মক্কা
৩৯. আয-যুমারالزّمرদল-বদ্ধ জনতা৭৫মক্কা
৪০. আল-মু’মিনالمؤمنবিশ্বাসী৮৫মক্কা

 

কুরআন শরীফের (৪১-৫০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৪১. হা-মীম সেজদাহفصّلتসুস্পষ্ট বিবরণ৫৪মক্কা
৪২. আশ-শূরাالشّورىপরামর্শ৫৩মক্কা
৪৩. আয-যুখরুফالزّخرفসোনাদানা৮৯মক্কা
৪৪. আদ-দোখানالدّخانধোঁয়া৫৯মক্কা
৪৫. আল-জাসিয়াহالجاثيةনতজানু৩৭মক্কা
৪৬. আল-আহ্‌ক্বাফالأحقافবালুর পাহাড়৩৫মক্কা
৪৭. মুহাম্মদمحمّدনবী মুহাম্মদ৩৮মদীনা
৪৮. আল-ফাতহالفتحবিজয় (মক্কা বিজয়)২৯মদীনা
৪৯. আল-হুজুরাতالحجراتবাস-গৃহ সমূূহ১৮মদীনা
৫০. ক্বাফقআরবি বর্ণ ক্বাফ৪৫মক্কা

আরও পড়ুন- কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত ও কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা

কুরআন শরীফের (৫১-৬০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৫১. আয-যারিয়াতالذّارياتবিক্ষেপকারী বাতাস৬০মক্কা
৫২. আত্ব তূরالطّورপাহাড়৪৯মদীনা
৫৩. আন-নাজমالنّجْمতারা৬২মক্কা
৫৪. আল ক্বামারالقمرচন্দ্র৫৫মক্কা
৫৫. আর রাহমানالرّحْمنপরম করুণাময়৭৮মদীনা
৫৬. আল-ওয়াকিয়াহالواقعةনিশ্চিত ঘটনা৯৬মক্কা
৫৭. আল-হাদীদالحديدলোহা২৯মদীনা
৫৮. আল-মুজাদালাহالمجادلةঅনুযোগকারিণী২২মদীনা
৫৯. আল-হাশরالحشْرসমাবেশ২৪মদীনা
৬০. আল-মুমতাহিনাহالممتحنةনারী, যাকে পরীক্ষা করা হবে১৩মদীনা

 

কুরআন শরীফের (৬১-৭০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৬১. আস-সাফالصّفّসারবন্দী সৈন্যদল১৪মদীনা
৬২. আল-জুমুআالجمعةসম্মেলন/শুক্রবার১১মদীনা
৬৩. আল-মুনাফিকুনالمنافقونকপট বিশ্বাসীগণ১১মদীনা
৬৪. আত-তাগাবুন التّغابنমোহ অপসারণ১৮মদীনা
৬৫. আত-তালাকالطّلاقতালাক,বন্ধনমুক্তি১২মদীনা
৬৬. আত-তাহরীমالتّحريمনিষিদ্ধকরণ১২মদীনা
৬৭. আল-মুলকالملكসার্বভৌম কর্তৃত্ব৩০মক্কা
৬৮. আল-কলমالقلمকলম৫২মক্কা
৬৯. আল-হাক্কাহ الحآقّةনিশ্চিত সত্য৫২মক্কা
৭০. আল-মাআরিজالمعارجউন্নয়নের সোপান৪৪মক্কা

আরও পড়ুন- বিশ্বের সব দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম

কুরআন শরীফের (৭১-৮০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৭১. নূহنوحনবী নূহ২৮মক্কা
৭২. আল-জ্বিনالجنّজ্বিন সম্প্রদায়২৮মক্কা
৭৩. আল-মুজাম্মিল المزّمّلবস্ত্র আচ্ছাদনকারী২০মক্কা
৭৪. আল-মুদ্দাসসিরالمدّشّرপোশাক পরিহিত৫৬মক্কা
৭৫. আল-ক্বিয়ামাহ القيامةপুনরুথান৪০মক্কা
৭৬. আদ-দাহর الدَّهْرِমানুষ৩১মদীনা
৭৭. আল-মুরসালাত المرسلتপ্রেরিত পুরুষবৃন্দ৫০মক্কা
৭৮. আন-নাবা النّباমহাসংবাদ৪০মক্কা
৭৯. আন-নাযিয়াত النّزعتপ্রচেষ্টাকারী৪৬মক্কা
৮০. আবাসা عبسতিনি ভ্রুকুটি করলেন৪২মক্কা

 

কুরআন শরীফের (৮১-৯০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৮১. আত-তাকভীরالتّكويرঅন্ধকারাচ্ছন্ন২৯মক্কা
৮২. আল-ইনফিতারالانفطارবিদীর্ণ করা১৯মক্কা
৮৩. আত মুত্বাফফিফীনالمطفّفينপ্রতারকগণ৩৬মক্কা
৮৪. আল ইন‌শিকাকالانشقاقখন্ড-বিখন্ড করণ২৫মক্কা
৮৫. আল-বুরুজالبروجনক্ষত্রপুঞ্জ২২মক্কা
৮৬. আত-তারিক্বالطّارقরাতের আগন্তুক১৭মক্কা
৮৭. আল-আ’লাالأعلىসর্বোর্ধ্ব১৯মক্কা
৮৮. আল-গাশিয়াহالغاشيةবিহ্বলকর ঘটনা২৬মক্কা
৮৯. আল-ফাজরالفجرভোরবেলা৩০মক্কা
৯০. আল-বালাদالبلدনগর১৯মক্কা

 

কুরআন শরীফের (৯১-১০০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
৯১. আশ-শামসالشّمسসূর্য্য১৫মক্কা
৯২. আল-লাইলالليلরাত্রি২১মক্কা
৯৩. আদ-দুহাالضحىপূর্বাহ্নের সূর্যকিরণ১১মক্কা
৯৪. আল-ইনশিরাহالشرحবক্ষ প্রশস্তকরণমক্কা
৯৫. ত্বীনالتينডুমুরমক্কা
৯৬. আলাক্বالعلقরক্তপিন্ড১৯মক্কা
৯৭. ক্বদরالقدرপরিমাণমক্কা
৯৮. বাইয়্যিনাহ البينةসুস্পষ্ট প্রমাণমদীনা
৯৯. যিলযালالزلزلةভূমিকম্পমদীনা
১০০. আল-আদিয়াতالعادياتঅভিযানকারী১১মক্কা

আরও পড়ুন- অল্প বয়সে বিয়ে করার উপকারিতা ইসলাম ও বাস্তবাতার আলোকে

কুরআন শরীফের (১০১-১১০) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
১০১. ক্বারিয়াহالقارعةমহাসংকট১১মক্কা
১০২. তাকাসুরالتكاثرপ্রাচুর্যের প্রতিযোগিতামক্কা
১০৩. আছরالعصرঅপরাহ্ন / সময়মক্কা
১০৪. হুমাযাহالهمزةপরনিন্দাকারীমক্কা
১০৫. ফীলالفيلহাতিমক্কা
১০৬. কুরাইশقريشকুরাইশ গোত্রমক্কা
১০৭. মাউনالماعونসাহায্য-সহায়তামক্কা
১০৮. কাওসারالكوثرপ্রাচুর্যমক্কা
১০৯. কাফিরুনالكافرونঅস্বীকারকারীগণমক্কা
১১০. নাসরالنصرবিজয়, সাহায্যমদীনা

 

কুরআন শরীফের (১০১-১১৪) টি সূরার নামঃ-

সূরার নাম আরবি নামবাংলা অর্থআয়াত সংখ্যাঅবতীর্ণ স্থান
১১১. লাহাবاﻟﻠﻬﺐজ্বলন্ত অঙ্গারমক্কা
১১২. আল-ইখলাসالإخلاصএকনিষ্ঠতামক্কা
১১৩.  আল-ফালাকالفلقনিশিভোরমদীনা
১১৪.  আন-নাসالناسমানবজাতিমক্কা

আরও পড়ুন- ঔষধ ছাড়া স্বাস্থ্য ভাল রাখার ২০টি কার্যকরী উপায়

প্রিয় পাঠক, আমাদের চেষ্টানুযায়ী কুরআন শরীফের ১১৪ টি সূরার নাম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ইত্যাদি বিষয় সমূহ উল্লেখ করা হয়েছে। যদি উপরোক্ত তথ্যে কোনো ধরনের ভুল-ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অবহিত করবেন।

’’কুরআন শরীফের ১১৪ টি সূরার নাম’’ আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About MD. AL-AMIN

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *