Breaking News

শিক্ষামূলক উক্তি | বিখ্যাত মনীষীদের বিখ্যাত উক্তি

মানব জীবনের উন্নয়নের প্রধান সোপান বা মাধ্যমই হল শিক্ষা। তাইতো বলা হয় ’’শিক্ষা জাতির মেরুদণ্ড’’। যুগে যুগে বিখ্যাত মনীষীরা বিভিন্ন শিক্ষামূলক উক্তি আমাদের জন্য রেখে গেছেন। যেগুলো আমাদের জীবন চলার পথে অনুপ্রেরণা যোগাবে।

অনেকেই বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্ত জীবন-যাপন করেন। আমাদের জীবনের কোথায় সমস্যা রয়েছে সেটি আমরা বুঝতে পারি না। ফলে প্রতিনিয়ত নিজের সাথে কঠিন প্রতিযোগীতায় লিপ্ত রয়ে যাচ্ছি। মনীষীদের রেখে যাওয়া এসকল শিক্ষামূলক উক্তিগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে মহা-ওষধের মতো কাজ করবে।

অপরদিকে আমাদের সমাজ ব্যবস্থা আজ নানান সমস্যায় জর্জড়িত। নানান কু-শিক্ষায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এসকল সমস্যাবলি দূর করতে হলে আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। মনীষীদের শিক্ষামূলক উক্তি সমূহ পড়লে আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত আর কি বর্জন করা উচিত।

আজকের পোস্টে আমরা বিখ্যাত মনীষীদের বাছাই করা সেরা কিছু শিক্ষামূলক উক্তি নিয়ে হাজির হয়েছি যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে সু-শিক্ষায় পরিপূর্ণ করতে সাহায্য করবে।

আরও পড়ুন- জীবনের জন্য ক্ষতিকর কিছু কাজ

শিক্ষামূলক উক্তি কি?

বিভিন্ন যুগের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের জীবন পরিচালনা করতে গিয়ে যেসকল সঠিক দিকনির্দেশনা পেয়েছেন এবং পরবর্তী প্রজন্মের উন্নয়নের স্বার্থে রেখে গেছেন তাই শিক্ষামূলক উক্তি। এসকল উত্তি গুলি এত বেশি কার্যকরী যা সকল প্রজন্মের জন্য সফলতার পূর্ব শর্ত হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

বিখ্যাত মনীষীদের শিক্ষামূলক উক্তিঃ-

১. ’’তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো।’’ – নেপোলিয়ন বোনাপার্ট।

২. ’’আল্লাহর রাস্তায় এক সকাল কিংবা এক বিকেল ব্যায় করা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।’’ অৰ্থাৎ (পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম) – বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)

৩. “সকল মানুষই মৃত, যারা জ্ঞানী তারা ব্যতীত; এবং যারা জ্ঞানী তারা সবাই ঘুমিয়ে আছে, যারা ভাল কাজ করে তারা ব্যতীত; এবং যারা ভাল কাজ করে তারা প্রতারিত হয়, যারা আন্তরিক তারা ব্যতীত; এবং যারা আন্তরিক তারা সর্বদা ঘুমিয়ে থাকে। উদ্বেগজনক অবস্থায়।” – ইমাম শাফেঈ (রহ.)

৪. ’’জ্ঞান অন্বেষণ করো, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য তা অন্বেষণ করাও একটি ইবাদত। আর এটা জানা আপনাকে আরও খোদাভীরু করে তুলে; আর তা অনুসন্ধান করা হলো জিহাদ, যারা জানে না তাদের শেখানো হলো দান, পর্যালোচনা করা এবং আরও বেশি করে শেখা তাসবীহের মতো। জ্ঞানের মাধ্যমে আল্লাহকে জানা ও ইবাদত করা হবে।” – ইবনে তাইমিয়া

৫. ’’জ্ঞান আমার সঙ্গী, আমি যেখানেই যাই সেখানেই তা আমার সাথে থাকে। আমার হৃদয় তার ধারক, বইয়ের তাক নয়।’’ – হযরত আলী (রা.)

৬. ’’একজন জ্ঞানী ব্যক্তি যে তার আবেগ-কে সংযত রাখে না, সে মশাল ধরে থাকা অন্ধের মতো, সে অন্যকে পথ দেখায় কিন্তু নিজেকে নয়।’’ – শেখ সা’দী।

৭. “যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো।” (অর্থাৎ, যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না।) – আল হাদিস

৮. ’’সব দুঃখ কষ্টের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক ভালবাসা ও আকর্ষণ।’’ – হযরত আলী (রা.)

৯. “যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।’’ – তিরমিযী শরীফ।

১০. “তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই, যাদের আচার আচরণ সবচেয়ে ভালো” – বুখারী শরীফ।

১১. ‘’বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি।’’ – আল হাদিস।

১২. ‘’ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ।’’ – আল কুরআন

১৩. ‘’শিক্ষা অর্জনে সূদুর চিন দেশে যেতে হলে যাও।’’ – আল হাদিস।

১৪. ’’অত্যাচারী বাদশাহ বা শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।’’ – তিরমিযী শরীফ।

১৫. ’’টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় ডিগ্রি অর্জন করে ভালো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হলো সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজেকে উন্নতির শিখরে এগিয়ে নেওয়ার উৎসাহ যোগায়।’’ – রেদোয়ান মাসুদ।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষামূলক উক্তিঃ-

১. “তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

২. ”শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।“ – রবীন্দ্রনাথ ঠাকুর।

৩. “ শিখিবার কালে, বাড়িয়া উঠিবার সময়ে, প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়।“ – রবীন্দ্রনাথ ঠাকুর।

৪. “মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন” – রবীন্দ্রনাথ ঠাকুর।

৫. ’’জলের দিকে শুদু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না।’’ – রবীন্দ্রনাথ ঠাকুর।

এ.পি.জে আব্দুল কালাম আজাদের শিক্ষামূলক উক্তিঃ-

১. ’’স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।’’ – এ.পি.জে আব্দুল কালাম।

২. ”জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।“ – এ.পি.জে আব্দুল কালাম।

৩. “ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা, তাদের প্রশ্ন করতে দিন।“ – এ.পি. জে.আব্দুল কালাম।

৪. ”যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা।“ – এ.পি. জে. আব্দুল কালাম।

৫. “হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে। কিন্তু কোনো দিনই নিজের উন্নতি করতে পারবে না।” – এ.পি. জে. আব্দুল কালাম।

৬. “তুমি যদি মনে করো তুমি ঠিক কিন্তু তা সত্ত্বেও মানুষ সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে তাহলে কান দিও না। শুধু মনে রেখো যে, প্রত্যেক খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো।” – এ.পি. জে. আব্দুল কালাম।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

মহাত্মা গান্ধীর শিক্ষামূলক উক্তিঃ-

১. ”এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।“ – মহাত্মা গান্ধী।

২. ”ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা।“ – মহাত্মা গান্ধী।

৩. ”আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।“ – মহাত্মা গান্ধী।

৪. “নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয়, তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়।” – মহাত্মা গান্ধী।

৫. “যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ যতোই বাঁধা-বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে।” – মহাত্মা গান্ধী।

এরিস্টটল এর শিক্ষামূলক উক্তিঃ-

১. “শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ।” – এরিস্টটল।

২. ”সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।“ – এরিস্টটল।

৩. ”জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।” – এরিস্টটল।

৪. ’’বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন।’’ – এরিস্টটল।

৫. “সাহস ছাড়া আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না।” – এরিস্টটল।

বিল গেটস এর শিক্ষামূলক উক্তিঃ-

১. ’’আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।’’ – বিল গেটস।

২. ’’একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে (আমার বন্ধু) মাইক্রোসফট এর একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাত।’’ – বিল গেটস।

আরও পড়ুন- অনলাইন ইনকাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

স্বামী বিবেকানন্দ এর শিক্ষামূলক উক্তিঃ-

১. ”মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।” – স্বামী বিবেকানন্দ।

২. ’’জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।’’ – স্বামী বিবেকানন্দ।

৩. “কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থাকে।” – স্বামী বিবেকানন্দ।

৪. “অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়। তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ।” – স্বামী বিবেকানন্দ।

৫. “ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে দুর্বল। কিন্তু তারা আসলে জানে না, এই গুণটি অর্জন করা কতোটা কঠিন।” – স্বামী বিবেকানন্দ।

৬. “যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরী করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই।” – স্বামী বিবেকানন্দ।

৭. ”ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও।“ – স্বামী বিবেকানন্দ।

সক্রেটিস এর শিক্ষামূলক উক্তিঃ-

১. ”দেহের সৌন্দর্যের চেয়ে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।” – সক্রেটিস।

২. ”যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।” – সক্রেটিস।

৩. “তুমি কিছুই জানো না, এটা জানা-ই জ্ঞানের আসল মানে।” – সক্রেটিস।

৪. ’’টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা তার চেয়ে অনেক ভাল।’’ – সক্রেটিস।

আইনস্টাইন এর শিক্ষামূলক উক্তিঃ-

১. ’’যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’ – অ্যালবার্ট আইনস্টাইন।

২. “যে কখনো ভুল করে না, সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না।” – অ্যালবার্ট আইনস্টাইন।

৩. ’’শিক্ষা কখনোই কোন কিছু শেখার নাম নয়,বরং মনকে চিন্তা করতে শেখানোর নামই হলো শিক্ষা।’’ – অ্যালবার্ট আইনস্টাইন।

৪. ’’শিক্ষা হলো সেই জিনিসটা যা একজন স্কুলে যা শিখেছিল তা ভুলে যাওয়ার পরও মনে রাখতে পারে।’’ – অ্যালবার্ট আইনস্টাইন।

৫. ’’যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।’’ – অ্যালবার্ট আইনস্টাইন।

৬. ’’এই পৃথিবী কখনও খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।’’ – অ্যালবার্ট আইনস্টাইন।

৭. “স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা।” – অ্যালবার্ট আইনস্টাইন।

৮. “সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।” – অ্যালবার্ট আইনস্টাইন।

আরও পড়ুন- প্রয়োজনীয় কিছু অ্যাপস

আরও কিছু শিক্ষামূলক উক্তিঃ-

১. ”বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।“– চাণক্য।

২. ”বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।’’ – চাণক্য।

৩. “আমরা যতই অধ্যয়ন করি, ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।” – শেলী।

৪. ”একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তি কে জাগ্রত করতে পারে না।” – শেখ সাদী।

৫. ”একজন মহান ব্যক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।“ – কার্লাইন।

৬. ”অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায়।“ – এডওয়ার্ড হল।

৭. ”যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে।“ – টমাস হুড।

৮. ”মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।“ – রবার্ট ই লি।

৯. ”মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।” – উইলয়াম আর্থার ওয়ার্ড।

১০. ”শিক্ষা অলংকারের মতো নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই।“ – বার্নাস।

১১. ”একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক।“ – লা ফন্টেইন।

১২. ’’কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা।” – টমাস আলভা এডিসন।

১৩. ’’তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে। কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখ নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না?’’ – রেদোয়ান মাসুদ।

১৪. ’’মানুষ সর্বদায় স্টুডেন্ট , মাস্টার বলে কিছু নেই। একথা যে বুঝবে সে সব সময়ে সামনে এগিয়ে যাবে।’’ – কনরাড হ্যাল।

১৫. ’’আমরা মানুষের জীবন থেকে শিক্ষা লাভ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না।’’ – শিলার।

১৬. ’’শিক্ষা হলো সেই আন্দোলন যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।’’ – অ্যালান ব্লুম।

১৭. “শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়।” – নেলসন ম্যান্ডেলা।

১৮. ’’একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি।’’ – এলিজাবেথ ওয়ারেন।

১৯. ’’শিক্ষার মহৎ উদ্দেশ্য জ্ঞান নয় বরং তা হলো বাস্তবিক কাজ।’’ – হার্টবার্ট স্পেন্সার।

২০. ’’শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না।’’ – আইজ্যাক নিউটন।

আরও পড়ুন- সেরা ১০টি লাইট অ্যাপস

২১. ’’শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট।’’ – অরফা উইনফ্রে।

২২. ’’নতুন জানার যেমন যন্ত্রণা আছে, তেমনি আনন্দও আছে।’’ – ক্রিস্টোফার মর্লি।

২৩. ’’জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে।’’ – পিথাগোরাস।

২৪. ’’স্কুল জীবনের প্রস্তুতির জন্যে তৈরি হওয়া উচিত নয়। স্কুলই জীবন হওয়া উচিত।’’ – এলবার্ট হাবার্ড।

২৫. ’’মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব।’’ – বাট্রাণ্ড রাসেল।

২৬. “প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়। প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি।” – গৌতম বুদ্ধ।

২৭. “শিক্ষা ব্যতীত প্রতিভা হলো খনির মধ্যে রূপার মতো।” – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

২৮. “মূর্খতার চেয়ে বড় পাপ আর নেই।” – প্লেটো।

২৯. “আমি জানি ‘না’ বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।” – হিব্রু প্রবাদ।

৩০. ’’শিক্ষাই সর্বোত্তম বিনিয়োগ।’’

৩১. ’’একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে।’’

৩২. ’’যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।’’

৩৩. ‘’অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।’’

৩৪. “জ্ঞানী আগে চিন্তা করে, পরে কথা বলে। আর নির্বোধ আগে কথা বলে, পরে চিন্তা করে।”

৩৫. “কখনো তোমার মা-বাবাকে ছোট হতে দিও না, কারণ তারাই তোমাকে এতো বড় করেছে।”

প্রিয় পাঠক, উল্লিখিত শিক্ষামূলক উক্তিসমূহের মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *