Breaking News

মার্ক জুকারবার্গ সম্পর্কে অজানা তথ্য সমূহ । Mark Zuckerberg Life History

আজকে আমরা মার্ক জুকারবার্গ সম্পর্কে অজানা ও অবাক করার মত কিছু তথ্য জানতে চলেছি। ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি। আর সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ।

মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg তিনি ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ফেসবুক এর যাত্রা শুরু করেন এবং এটির মাধ্যমে সকলের নিকট খুবই পরিচিত ও একজন সফল ব্যাক্তিত্ব। তার সফলতার পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট, ধৈর্য্য, ত্যাগ, প্রতিভা ও হার না মানার মানসিকতা।

তবে এই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে হয়ত আমাদের অনেকেরই অনেক তথ্য অজানা রয়েছে। আর তাই আজ আমরা জানাব ফেসবুকের প্রতিষ্ঠাতা ”মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg” সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের আলোচ্য বিষয়।

মার্ক জুকারবার্গ এর পরিচিতি ও শৈশবঃ-

  • মার্ক জুকারবার্গ এর পুরো নাম মার্ক এলিওট জুকারবার্গ। তিনি ১৯৮৪ সালের ১৪ই মে জন্মগ্রহণ করেন। মার্ক জুকারবার্গ বন্ধুদের কাছে জুক নামে পরিচিত এবং তার মা তাকে প্রিন্সলী বলে ডাকেন।
  • মার্ক জুকারবার্গ ছোট থেকেই কম্পিউটার খুব পছন্দ করতেন। মার্ক-কে তাঁর পিতা উপহার হিসাবে সি ++ বই উপহার দিয়েছিলেন। এটি একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
  • তিনি স্কুলে পড়ার সময় তার বাব-মা তার জন্য বাসায় একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ দেন। কিন্তু কিছুদিন পর ঐ শিক্ষক জানিয়ে দেন যে, তার পক্ষে মার্ক কে পড়ানো খুবই বিব্রতিকর, কারণ মার্ক মাঝে মাঝেই তার শিক্ষক কে ছাড়িয়ে যান।

আরও পড়ুন- ঔষধ ছাড়া স্বাস্থ্য ভাল রাখার ২০টি কার্যকরী উপায় 

অল্প বয়সেই প্রতিভার প্রকাশঃ-

  • জুকারবার্গ প্রোগ্রামিং শুরু করেছিল খুবই অল্প বয়স থেকে। তার বয়স যখস মাত্র ১২ বছর তখনই তিনি একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন জুক নেট। যা তার বাবা তার দাঁতের ডাক্তারখানায় ব্যবহার করতেন। এই প্রোগ্রামের সাহায্যে কোন রোগী তার ডাক্তারখানায় এলে তার রিসেপসনিস্ট কোনরকম চিৎকার না করেই তাকে জানিয়ে দিতে পারতেন।
  • মার্ক জুকারবার্গ হাই স্কুলে পড়ার সময়ে মাইক্রোসফ্ট এবং এওএল-র মতো বড় প্রযুক্তি সংস্থাগুলি থেকে কাজের অফার পেয়েছিলেন। হাই স্কুলে পড়ার সময় তিনি একটি মোবাইল এপ বানান যা কিনা বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট, AOL এর চোখে পড়ে। তখন ওই কোম্পানি গুলো তার অ্যাপস-টি কিনে নিতে চায় এবং তাকে চাকুরির অফারও দেয়। কিন্তু তিনি তার কোনটাই গ্রহণ করেন নি। এবং সেই অ্যাপস-টি তিনি ফ্রি তে ইন্টারনেট এ ছড়িয়ে দেন।
  • জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। তার এই সিদ্ধান্ত ছিল ফেসবুককে আরো সময় দেয়ার জন্য। ২০০৪ সালে, মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সাথে, দা ফেসবুক নামে সাইট তৈরি করেন, যাতে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট তৈরি করতে এবং তাদের ফটো আপলোড করতে পারতো। তার কঠোর পরিশ্রম এবং আগ্রহের দ্বারা ২০০৪ এর শেষে ফেসবুকে এক মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়েছিল।
  • মার্ক জুকারবার্গ সবসময় ছাই রঙের একটি টি-শার্ট পড়ে ফেসবুক কার্যালয়ে আসেন। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি চান না অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে, যত সময় পান তার সবটাই তিনি ফেসবুক কমিউনিটি তথা পৃথিবীর সবার উন্নতির জন্য ব্যয় করতে চান। তাই তিনি সবসময় একই রঙের টি-শার্ট পরিধান করেন, যাতে কোনদিন কোন রঙের টি-শার্ট পরবেন তা নিয়ে ভেবে সময় নষ্ট না হয়। তিনি যা বলেছিলেন- “I really want to clear my life to make it so that I have to make as few decisions as possible about anything except how to best serve the community”.
  • মার্ক জুকারবার্গ মাত্র ২৩ বছর বয়সে বিলিয়নিয়ার হন। যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়ার একটি রেকর্ড।
  • আমরা ফেসবুকে অন্যান্য ওয়েবসাইট এর মত বিজ্ঞাপন দেখি না। কারণ, জাকারবার্গ মনে করেন বিজ্ঞাপন আসলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই বিরক্তিকর। বিখ্যাত কোম্পানি ইয়াহু, MTV জুকারবার্গের কাছে বিজ্ঞাপন বিক্রি করতে আসেন, কিন্তু জুকারবার্গ তা গ্রহণ করেন নি।
  • জুকারবার্গ তার বাড়িতে কোন TV রাখেন না, এবং ভবিষ্যতে রাখারও কোন ইচ্ছা নেই। কারণ, তিনি সাধারণত কম্পিউটার এ কাজ করেই সময় কাটান।
  • বর্তমানে তাদের একটি মেয়েও রয়েছে যার নাম ‘‘Maxima Chan Zuckerberg”
  • মার্ক জুকারবার্গ একজন বিলিয়নিয়ার। তিনি ফেসবুক এর সিইও। তবে তার এই কাজের জন্য তিনি ফেসবুক থেকে কত বেতন নেন, তা জানলে হয়তো আপনি অবাক হবেন। তার বেতন বছরে ১$ বা ৮০ টাকা মাত্র।
  • বর্তমানে মার্ক জুকারবার্গ এর সম্পদের পরিমাণ প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি পৃথিবীতে সবচেয়ে ধনীদের মধ্যে ৬ নম্বরে রয়েছেন।
  • মার্ক এর নিজস্ব বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ায়। যার বর্তমান মূল্য প্রায় ৬ মিলিয়ন ডলার।

আরও পড়ুন- প্রয়োজনীয় কিছু অ্যাপস

শেষ কথাঃ- একজন মানুষের জীবনের গল্প বিশাল। আমরা এই পোস্টে সামান্য কিছু তথ্য উল্লেখ করেছি। যদি আপনি মার্ক জুকারবার্গ সম্পর্কে আরও তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবতীর্তে আরও তথ্য উল্লেখ করার জন্য।

বন্ধুরা, আশা করছি আজকের পোস্টটি আপনার উপকারে আসবে। উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোস্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *