আজকের পোস্টে বাংলালিংক সিমের ফ্রি ইন্টারনেট অফার নিয়ে হাজির হয়েছি। যদি আপনি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে বাংলালিংক সিম থেকে বিভিন্ন মাধ্যমে প্রতিদিন ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
বাংলালিংক সিম কোম্পানি বর্তমানে কয়েকটি উপায়ে ফ্রি ইন্টারনেট বোনাস দিচ্ছে। এই বোনাসগুলো নিতে হলে আপনাকে অবশ্যই বাংলালিংক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করতে হবে। যদি আপনি পূর্বেও বাংলালিংক অ্যাপস ব্যবহার করে থাকেন তবুও অফারটি উপভোগ করতে পারবেন।
যেহেতু এখানে ফ্রি ইন্টারনেটের অনেকগুলো মাধ্যম রয়েছে, সেহেতু যদি আপনি পূর্বে বাংলালিংক অ্যাপস ব্যবহার বা রেজিষ্ট্রেশন না করে থাকেন তাহলে আপনাকে স্বাগতম! আপনি পুরাতন গ্রাহকদের তুলনায় কিছুটা বেশি ইন্টারনেট পাবার সুযোগ পাবেন।
➤ আরও পড়ুন- সিম কার্ড রেজিস্ট্রেশন চেক, মালিকানা পরিবর্তন ও রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
বাংলালিংক সিমে ফ্রি ইন্টারনেটঃ-
বর্তমান অফার অনুযায়ী বাংলালিংক সিম থেকে পাঁচ (৫) ভাবে ফ্রি ইন্টারনেট পাবার সুযোগ রয়েছে। এর মধ্যে যারা পূর্বেই বাংলালিংক অ্যাপস-এ রেজিষ্ট্রেশন করে ফেলেছেন আপনার শুধুমাত্র তিন (৩) ভাবে ফ্রি ইন্টারনেট পেতে পারেন। আর যারা এখনও পর্যন্ত বাংলালিংক অ্যাপস-এ রেজিষ্ট্রেশন করেন নি, আপনারা পাঁচ (৫) ভাবেই অফারটি পাবেন। যথা-
- রেজিষ্ট্রেশন বোনস 1GB.
- প্রতিদিন লগ-ইন বোনাস 25MB.
- প্রতি রেফারে 500MB বোনাস।
- প্রতিদিন চ্যালেন্জ সম্পন্ন করে 25MB থেকে 200MB পর্যন্ত বোনাস।
- অরেন্জ ক্লাব পয়েন্টস ব্যবহার করে ফ্রি ইন্টারনেট প্যাকেজ।
➤ আরও পড়ুন- সেরা ১০টি লাইট অ্যাপস
১. রেজিষ্ট্রেশন বোনাস 1GB:-
যদি আপনি এখনও পর্যন্ত বাংলালিংক অ্যাপস-এ রেজিষ্ট্রেশন করে না থাকেন তাহলে প্রথমবার রেজিষ্ট্রেশন করলেই পাবেন ফ্রিতে 1GB ইন্টারনেট বোনাস। মেয়াদ চার (৪) দিন।
- বোনাসটি পেতে প্রথমে বাংলালিংক অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন।
- ওপেন করার পর ভাষা সিলেক্ট করুন।
- তারপর Login / Register বাটনে ট্যাপ করুন।
- এবার আপনার বাংলালিংক নম্বরটি সঠিকভাবে বসিয়ে নিন এবং GET OTP বাটনে ট্যাপ করুন।
- আপনার দেওয়া প্রদত্ত মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেটি বসিয়ে কনফার্ম করুন।
- এবং আরও অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
রেজিষ্ট্রেশন শেষ হবার পর অ্যাপস-এর হোম পেজে নিচের স্ক্রিনশট এর মতো Refer Now বা রেফার করুন এখনি বাটনে ট্যাপ বরুন।
সর্বশেষ নিচে যেকারোর একটি রেফার কোড বসিয়ে Redeem বা রিডিম করলেই আপনি সাথে সাথেই পেয়ে যাবেন 1GB ইন্টারনেট বোনাস। প্রয়োজনে আমাদের এই ( 7162ED1C ) রেফার কোডটি ব্যবহার করতে পারেন।
২. প্রতিদিন লগ-ইন বোনাস 25MB.
নতুন রেজিষ্ট্রেশন কারীগন প্রতিদিন বাংলালিংক অ্যাপস-এ ২-৩ মিনিটের জন্য লগ-ইন করলেই পাবেন 25MB বোনাস। প্রতি তারিখে শুধুমাত্র একবার অ্যাপস-এ প্রবেশ করুন আর 25MB বোনাস নিয়ে নিন। এটি রেজিষ্ট্রেশন করার ২৫-৩০ পর্যন্ত পাবেন। সুতরাং যেদিন রেজিষ্ট্রেশন করবেন সেদিন থেকেই প্রতিদিনের বোনাসটি প্রতিদিন গ্রহণ করতে ভুলবেন না।
প্রতিদিন অ্যাপস-এ লগ-ইন করার কিছু সময় পর আপনাকে বোনাসটি দেওয়া হবে। যদি কোনোদিন অ্যাপস-এ লগ-ইন না করেন তাহলে উক্ত দিনের বোনাস পাবেন না।
➤ আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়
৩. রেফার করে 500MB বোনাসঃ-
বাংলালিংক অ্যাপস-এ রেফার বোনাসও রয়েছে। বাংলালিংক অ্যাপস-এ নতুন গ্রাহকদের রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আপনি 500MB ফ্রি ইন্টারনেট বোনাস! নিতে পারবেন। যতজন গ্রাহক আপনার রেফার কোড ব্যবহার করবে প্রতিটি সফল রেফারে আপনি 500MB করে বোনাস পাবেন।
রেফার করতে প্রথমবারের মতো বাংলালিংক অ্যাপস-এর হোম পেজ থেকে Refer Now বা রেফার করুন এখনি বাটনে ট্যাপ করুন। তারপর সেখানে আপনার রেফারেল কোডটি পেয়ে যাবেন। এই কোডটি আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করুন এবং প্রতিটি সফল রেফারে 500MB বোনাস নিন।
রেফারেল হিস্টোরি ও রেফার বোনাস কালেক্ট করতে রেফারেল ড্যাশবোর্ড থেকে Referral History বাটনে ট্যাপ করতে পারেন। আপনি মোট কতজনকে রেফার করেছেন সেটি দেখতে পাবেন। এবং রেফার বোনাস পেতে Claim My Rewards বাটনে ট্যাপ করুন এবং প্রতিটি রেফারে 500MB বোনাস কালেক্ট করুন।
৪. প্রতিদিন চ্যালেন্জ সম্পন্ন করে 25MB থেকে 200MB বোনাসঃ-
বাংলালিংক অ্যাপস ব্যবহারকারী প্রত্যেকেই সহজ কিছু চ্যালেন্জ সম্পন্ন করে প্রতিদিন 25MB থেকে 200MB পর্যন্ত ফ্রি ইন্টারনেট বোনাস নিতে পারবেন। বোনাসগুলি নিতে বাংলালিংক অ্যাপস-এর হোম পেজ থেকে Win Free Data বা জিতুন ফ্রি ডাটা সেকশনে ট্যাপ করুন।
এখানে প্রতিদিনের জন্য মোট তিন (৩) সপ্তাহের কিছু চ্যালেন্জ পাবেন। সর্বপ্রথম আপনাকে প্রথম সপ্তাহের চ্যালেন্জ সম্পন্ন করতে হবে তারপর দ্বিতীয় সপ্তাহের চ্যালেন্জ আনলক হবে সর্বশেষ তৃতীয় সপ্তাহের চ্যালেন্জ আনলক হবে।
প্রথম সপ্তাহের সকল চ্যালেন্জ সম্পন্ন করতে পারলে পাবেন 950MB বোনাস। দ্বিতীয় সপ্তাহের সকল চ্যালেন্জ সম্পন্ন করতে পারলে পাবেন 1060MB বোনাস এবং তৃতীয় সপ্তাহের সকল চ্যালেন্জ সম্পন্ন করতে পারলে পাবেন 1135MB বোনাস।
সপ্তাহের চ্যালেন্জ শুরু করতে নিচ থেকে চ্যালেন্জ চালিয়ে যান বাটনে ট্যাপ করুন। তারপর এখানে প্রতিদিনের জন্য কিছু চ্যালেন্জ বা টার্গেট থাকবে সেটি সম্পন্ন করার জন্য Play Games বা Let’s go বাটনে ট্যাপ করুন। চ্যালেন্জটি সম্পন্ন করতে পারলেই আপনি উক্ত দিনের নির্দিষ্ট বোনাসটি ক্লেইম করার অপশন পাবেন। ক্লেইম করার পর সেটি আপনি ব্যবহার করতে পারবেন।
৫. অরেন্জ ক্লাব পয়েন্টসঃ-
বাংলালিংক অ্যাপস-এ রেজিষ্ট্রেশন করার পর আপনি যত টাকা ব্যবহার করবেন সেটির উপর ভিত্তি করে আপনাকে অরেন্জ ক্লাবের একটি ফ্রি প্যাকেজ দেওয়া হবে। আপনি যত বেশি টাকা ব্যবহার করবেন আপনার লেভেল তত বেশি আপগ্রেড হবে এবং কিছু পয়েন্টসও পাবেন। এই পয়েন্টসগুলি ব্যবহার করে আপনি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন।
আপনি যত বেশি টাকা ব্যবহার করবেন আপনাবে সেটির উপর ভিত্তি করে পয়েন্টস দেওয়া হবে। আপনার পয়েন্টস বেশি হলে আপনি বেশি বেশি ইন্টারনেটও বোনাস পাবেন।
➤ আরও পড়ুন- আনলিমিটেড মেয়াদ ইন্টারনেট প্যাকেজ ২০২২
➤ ফ্রি ইন্টারনেট অফারটি সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুন-
প্রিয় পাঠক, উল্লিখিত ফ্রি ইন্টারনেট অফারটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই
———– ধন্যবাদ! ———–