Breaking News

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করে টাকা আয় | Facebook Profile Stars Monetization

প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীদের স্বপ্ন বাস্তবায়ন করতে মেটা নতুন আপডেট প্রকাশ করেছে। বর্তমানে এই আপডেটের ফলে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী প্রত্যেকেই তাদের একাউন্ট থেকে টাকা আয় করতে পারবে।

’’মেটা’’ ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন এর নাম প্রকাশ করেছে ফেসবুক স্টারস (Facebook Stars) নামে। গত কিছু দিন পূর্বে ফেসবুক তাদের ব্লগিং সাইটে এই স্টারস মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা ও শর্তাবলি প্রকাশ করেন।

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার উপায় ও ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন চালু করে ভিডিও ও অডিও কন্টেন্ট থেকে টাকা আয় সম্পর্কে বিস্তারিত জানতে আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি।

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন বা ফেসবুক স্টারস মনিটাইজেশন কি?

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন বা Stars মনিটাইজেশন হলো ফেসবুক প্রোফাইলে থাকা ভিডিও এবং অডিও কন্টেন্ট সমূহকে মনিটাইজেশন করার বিনিময়ে টাকা আয় করা। তবে, এই মনিটাইজেশনের মাধ্যমে ভিডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হবে না। হয়তো আপনার এই স্টারস মনিটাইজেশন এর নাম শুনেই কিছুটা ধারণা পেয়েছেন।

ফেসবুক ব্যবহারকারী এখন থেকে ফেসবুকে এক ধরনের স্টারস ক্রয় করতে পারবেন। এবং যাদের ভিডিও ভাল লাগবে বা ইচ্ছে হলেই তাদের ভিডিওতে সেই স্টারস পাঠাতে পারবেন।

facebook stars send

যদি আপনার ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন হয়ে থাকে, তাহলে অন্য ব্যবহারকারী আপনার ভিডিওর দর্শক হিসেবে আপনাকে স্টারস পাঠাতে পারবে। আর এই স্টারস এর মাধ্যমেই ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করা যাবে।

ফেসবুক দাবি করছে, আপনার একাউন্টে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার সকল শর্ত পরিপূর্ণ হয়ে থাকলে, প্রতিটি পোস্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে মনিটাইজেশন চালু হয়ে যাবে। যদি কোনো কারণে চালু না হয়, তাহলে আপনাকে অবশ্যই স্টারস অপশন থেকে ম্যানুয়ালিভাবে এটি চালু করে নিতে হবে।

আরও পড়ুন- অনলাইন ইনকাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারনা

ফেসবুক তাদের ব্লগ পোস্টে আরও বলেন, ফেসবুক স্টারস এর মাধ্যমে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার জন্য কিছু শর্ত রয়েছে তা মানতে হবে।

যদি আপনি সকল প্রকার শর্ত মেনে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করে থাকেন, তাহলে আপনার পোস্টে প্রাপ্ত প্রতিটি (Star) স্টারের জন্য 0.01$ প্রদান করা হবে। স্টারস মনিটাইজেশন এর সময় আপনাকে পেমেন্ট মেথড যুক্ত করতে হবে এবং আপনার আয়কৃত টাকা সেই মেথডে পাঠানো হবে।

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার শর্তঃ-

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার জন্য মেটা নতুন কিছু শর্ত আরোপ করেছে। কেবলমাত্র এসকল শর্ত পূরণকারী ফেসবুক ব্যবহারকারীগণই ফেসবুক স্টারস এর মাধ্যমে টাকা আয় করতে পারবে। শর্তসমূহ হলো-

  • আপনাকে অবশ্যই ফেসবুকের Community Standards পূরণ করতে হবে।
  • ফেসবুকের Content Monetization Policies এবং Partner Monetization Policies সম্পন্ন করতে হবে তথা এসকল শর্ত মানতে হবে।
  • কমপক্ষে ৬০ দিনের মধ্যে অবশ্যই ফেসবুক প্রোফাইলে ১,০০০ ফলোয়ারস থাকতে হবে।
  • ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন করার জন্য আপনার দেশ যোগ্য হতে হবে। তথা আপনি যে দেশে বসবাস করেন তা Country eligible for stars হতে হবে।
  • সর্বশেষ আপনাকে অবশ্যই Stars Terms and Conditions এর সকল শর্তাবলিতে সম্মত হতে হবে।

প্রিয় পাঠক, আপনাদের সুবিধার্তে সকল প্রকার শর্তাবলীর লিংক উপরে সংযুক্ত করে দেওয়া আছে। শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে জেনে নেবার জন্য অনুরোধ রইলো।

আরও পড়ুন- ছাত্র জীবনে টাকা আয় করার সেরা উপায়

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন চেক করার নিয়মঃ-

আপনার ফেসবুক একাউন্টে সকল ধরনের শর্ত পূরণ হয়ে থাকলে বা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন চেক করার জন্য নিম্নোক্ত স্টেপগুলি ফলো করুন-

  • প্রথমে ফেসবুক Creator Studio সেটিংস-এ প্রবেশ করুন।
  • তারপর আপনার প্রোফাইলটি মনিটাইজেশন এর জন্য যোগ্য কি না তা যাচাই করতে ম্যানু অপশনের বাম দিকে থাকা মনিটাইজেশন ট্যাবে ক্লিক করুন।

ফেসবুক প্রফেশনাল মুড ড্যাশবোর্ড থেকে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন চেক করার নিয়মঃ-

আপনি ইচ্ছে করলে মোবাইল থেকে ফেসবুক অ্যাপস ব্যবহার করে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন বা স্টার মনিটাইজেশন চেক করতে পারবেন। চেক করার জন্য নিম্নোক্ত স্টেপ সমূহ ফলো করুন-

প্রথমে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন ও প্রফেশনাল ড্যাশবোর্ড বা View tolls বাটনে ক্লিক করুন। তারপর নিচে থাকা Tools to try অপশন থেকে Stars বাটনে ক্লিক করুন।

facebook stars

যদি আপনার ফেসবুক একাউন্টটি মনিটাইজেশন এর জন্য যোগ্য হয়ে থাকে তাহলে এখানে স্টার মনিটাইজেশন সক্ষম দেখতে পাবেন।

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন আবেদন করার নিয়মঃ-

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন শর্ত পূরণ হবার পর মনিটাইজেশন পাবার জন্য আবেদন করতে নিম্নোক্ত স্টেপ সমূহ ফলো করুন। যথা-

  • প্রথমে ফেসবুক নিজ থেকে আপনাকে নটিফিকেশন পাঠাতে পারে। যদি নটিফিকেশন পেয়ে থাকেন যে আপনি ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন এর জন্য যোগ্য হয়েছেন, তাহলে সেই নটিফেকেশনে ক্লিক করুন। অথবা ফেসবুক অ্যাপস থেকে প্রোফাইলে ক্লিক করুন ও প্রফেশনাল ড্যাশবোর্ড পেজে প্রবেশ করুন।
  • নিচের দিকে থাকা Tools to try অপশন থেকে Stars বাটনে ক্লিক করুন।
  • স্টারস বাটনে ক্লিক করার পর নিচে থাকা Get Started বাটনে ক্লিক করুন।
  • তারপর কিছু তথ্যের ফরম পেজ আসবে। প্রথম পেজে আপনার ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, দেশ ইত্যাদি প্রদান করুন ও Next বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে বিজনেস তথ্য প্রদান করুন ও পুনরায় Next বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে আপনার ব্যাক্তিগত আরও কিছু তথ্য জমা দিন। যেমন- ঠিকানা, ই-মেইল, মোবাইল নম্বর, টেক্স ইনফু ইত্যাদি প্রদান করুন ও Next বাটনে ক্লিক করুন।
  • তবে, টেক্স ইনফু ইচ্ছে হলে পরবর্তীতে যেকোনো সময় জমা করতে পারবেন। এক্ষেত্রে Next বাটনে ক্লিক করার পরিবর্তে Add later বাটনে ক্লিক করুন। (টেক্স ইনফু বলতে E-TIN কে বুঝানো হচ্ছে।)
  • সর্বশেষ আপনার সকল তথ্যাবলি পর্যালোচনা করে Done বাটনে ক্লিক করুন।

তাহলেই আপনার প্রোফাইল মনিটাইজেশন বা স্টারস মনিটাইজেশন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আপনার নিকট স্টারস মনিটাইজেশন ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। এই ড্যাশবোর্ডে আপনি স্টারস মনিটাইজেশন সংক্রান্ত সকল প্রকার রিপোর্ট দেখতে পাবেন।

  • স্টারস মনিটাইজেশন ড্যাশবোর্ডে Add your payout account একটি বাটন থাকবে, স্টারস থেকে উপার্জনকৃত টাকা পেমেন্ট পেতে অবশ্যই পেমেন্ট মেথড যুক্ত করুন।
     
  • যদি আপনি ইতিমধ্যে কোনো পেমেন্ট মেথড যুক্ত করে থাকেন, তাহলে উক্ত একাউন্টটি নির্বাচন করুন। অথবা ইতিপূর্বে কোনো পেমেন্ট মেথড যুক্ত করে না থাকিলে নতুনভাবে পেমেন্ট মেথড সংযুক্ত করতে পারবেন।

পেমেন্ট মেথড যুক্ত করতে নিচের উপায় অবলম্বন করুন-

  • আপনার বিস্তারিত তথ্য জমা দিয়ে ফরম পূরণ করুন।
  • টেক্স ফরম আপলোড করুন।
  • আয়কৃত টাকা পেমেন্ট পেতে পেপাল বা ব্যাংক একাউন্ট নম্বর যুক্ত করুন।
  • প্রদানকৃত সকল প্রকার তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করুন।

এক্ষেত্রেও আপনি ইচ্ছে হলে পরবর্তীতে যেকোনো সময় পেমেন্ট মেথড যুক্ত করতে পারবেন। তবে, পেমেন্ট মেথড যুক্ত না করিলে আপনার উপার্জনকৃত টাকা পেমেন্ট করা সম্ভব হবে না। তাই যতদ্রুত সম্ভব পেমেন্ট মেথড যুক্ত করে নেওয়াই ভাল।

আরও পড়ুন- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার সেরা কয়েকটি টিপস

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন এর জন্য যোগ্য দেশ সমূহঃ-

ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন বা স্টারস মনিটাইজেশন এর জন্য মেটা কোম্পানি ভিডিও ভেদে ক্রিয়েটরদের দুই ভাবে ভাগ করেছেন। যথা- 1. নন-গেমিং (Non-Gamibg) এবং 2. গেমিং (Gaming) অর্থ্যাৎ যারা গেমিং ভিডিও আপলোড করে থাকেন তারা নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দা হলে স্টারস মনিটাইজেশন এর জন্য যোগ্য হবেন।

অপরদিকে যারা নন-গেমিং ভিডিও আপলোড করে থাকেন তারা নির্দিষ্ট দেশের বাসিন্দা হলে তাদের প্রোফাইল স্টারস মনিটাইজেশন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

নন-গেমিং ক্রিয়েটরদের জন্য যোগ্য অঞ্চল সমূহঃ-

যদি আপনি নন-গেমিং তথা গেমিং ব্যাতীত অন্য যেকোনো ক্যাটাগরির ভিডিও পাবলিশ করে থাকেন এবং নিম্নোক্ত দেশের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার কন্টেন্টসমূহ মনিটাইজেশন করে টাকা আয় করতে পারবেন। দেশসমূহ হলো-

  • Argentina
  • Australia
  • Belgium
  • Brazil
  • Canada
  • Chile
  • Colombia
  • France
  • Germany
  • India
  • Indonesia
  • Italy
  • Malaysia
  • Mexico
  • New Zealand
  • Peru
  • Philippines
  • Portugal
  • Spain
  • Taiwan
  • Thailand
  • UK
  • US

গেমিং ক্রিয়েটরদের জন্য যোগ্য অঞ্চল সমূহঃ-

যদি আপনি শুধুমাত্র গেমিং ক্যাটাগরির ভিডিও পাবলিশ করে থাকেন এবং নিম্নোক্ত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার কন্টেন্ট সমূহ মনিটাইজেশন করে টাকা আয় করতে পারবেন। দেশসমূহ হলো-

Africa:-

  • Egypt
  • Kenya
  • Madagascar
  • Morocco
  • Nigeria
  • Sudan

Asia:-

  • Bangladesh
  • Bhutan
  • Brunei
  • Cambodia
  • Hong Kong
  • India
  • Indonesia
  • Japan
  • Laos
  • Malaysia
  • Mongolia
  • Myanmar
  • Nepal
  • Pakistan
  • Philippines
  • Singapore
  • Sri Lanka
  • Taiwan
  • Thailand
  • Vietnam

Australasia and Oceania:-

  • Australia
  • Guam
  • New Zealand

Europe:-

  • Austria
  • Belgium
  • Bulgaria
  • Croatia
  • Czech Republic
  • Denmark
  • Estonia
  • Finland
  • France
  • Georgia
  • Germany
  • Greece
  • Hungary
  • Ireland
  • Italy
  • Latvia
  • Lithuania
  • Luxembourg
  • Netherlands
  • Norway
  • Poland
  • Portugal
  • Romania
  • Slovakia
  • Slovenia
  • Spain
  • Sweden
  • Switzerland
  • Turkey
  • Ukraine
  • United Kingdom

Middle East:-

  • Bahrain
  • Cyprus
  • Iraq
  • Israel
  • Jordan
  • Kuwait
  • Lebanon
  • Oman
  • Palestine
  • Qatar
  • Saudi Arabia
  • United Arab Emirates

North America:-

  • Canada
  • Mexico
  • Puerto Rico
  • United States of America

South and Central America:-

  • Argentina
  • Belize
  • Bolivia
  • Brazil
  • Chile
  • Colombia
  • Costa Rica
  • Dominican Republic
  • Ecuador
  • El Salvador
  • Guatemala
  • Honduras
  • Nicaragua
  • Panama
  • Paraguay
  • Peru
  • Uruguay
  • Venezuela

যদি আপনি উপরোক্ত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কেবলমাত্র গেমিং ভিডিও আপলোড করে থাকলে বা গেমিং ভিডিও লাইভ স্ট্রীম করে থাকলে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। তবে, ফেসবুক ঘোষণা করছে, খুব শীঘ্রই আরও অন্যান্য দেশসমূহ যোগ্য তালিকায় আনা হবে।

সুতরাং যদি আপনি এই আপডেটের মাধ্যমে স্টারস মনিটাইজেশন এর জন্য যোগ্য না হয়ে থাকেন, তাহলে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন ও ফেসবুক প্রোফাইল থেকে টাকা আয় করতে আপনার কার্যক্রম চালিয়ে রাখুন।

আরও পড়ুন- ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?

যেসকল দেশসমূহ থেকে ফেসবুক স্টারস সেন্ড করা যাবে নাঃ-

ফেসবুক প্রোফাইল মনিটাইজকৃত ভিডিওতে স্টারস পাঠানোর ক্ষেত্রেও মেটা কিছু দেশকে নিষিদ্ধ তালিকায় রেখেছে। যদি আপনার ভিডিও সমূহ নিম্নোক্ত দেশ থেকে দেখা হয়, তাহলে তারা কখনও আপনাকে কোনো স্টারস পাঠাতে পারবে না। দেশসমূহ হলো-

  • Crimea
  • Cuba
  • Iran
  • North Korea
  • South Korea
  • Syria
  • Russia

শেষ কথাঃ- প্রিয় পাঠক, আশা করছি ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন বা ফেসবুক স্টারস মনিটাইজেশন ও প্রোফাইল থেকে টাকা আয় করার নিয়ম সমূহ সম্পর্কে অবগত হতে পেরেছেন। সকল প্রকার শর্তাবলী পূরণ করার মাধ্যমে আপনার প্রোফাইলের প্রতিটি ভিডিও ও অডিও কন্টেন্ট মনিটাইজেশন করার বিনিময়ে ফেসবুক থেকে স্টারস আয় করতে পারেন। 

উপরোক্ত তথ্যাবলির আলোকে যদি আপনার নিকট নতুন কোনো প্রশ্নের সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। অথবা আরও বিস্তারিত তথ্য জানতে ফেসবুক সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন।

’’ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন’’ আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় | How to Increase Instagram Followers

প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীই তার একাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে চান। কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নিয়ম না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *