গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটি হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু টাকা আয় করার পূর্বে প্রথমাবস্থায় গুগল এডসেন্স ভেরিফাই বা পিন ভেরিফাই করতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
আজকের আর্টিকেলে গুগল এডসেন্স ভেরিফাই বা গুগল এডসেন্স পিন ভেরিফাই করার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশা করছি, আর্টিকেলটি সম্পন্ন করার পর গুগল এডসেন্স ভেরিফাই করতে আপনার আর কোনো সমস্যা হবে না।
তাছাড়া অনেকে সঠিক এড্রেস বা এলাকার পোস্ট অফিস এর বিভিন্ন সমস্যার কারণে গুগল এডসেন্স-এর চিঠি হাতে পেতে সমস্যা হয়। এমতাবস্থায় কিভাবে চিঠি বা পিন নম্বর ব্যাতীত গুগল এডসেন্স ভেরিফাই করবেন সেই বিষয় সম্পর্কেও জানতে পারবেন আজকের আর্টিকেলটির মাধ্যমে।
গুগল এডসেন্স থেকে টাকা আয় কিভাবে?
হয়তো এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন। তবুও নতুনদের জন্য ছোট্ট করে একটু ওভারভিও করে নিচ্ছি। গুগল এডসেন্স একটি বিজ্ঞাপণ বা এড মিডিয়া। এটির মাধ্যমে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপণ দেখানো হয়ে থাকে।
তবে, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বিজ্ঞাপণ দেখানোর জন্য কিছু শর্ত পূরন করতে হয়। যেমন- ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে হলে ১৫ থেকে ২০ টি ইউনিক কন্টেন্ট পাবলিশ করার পর গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে হবে। গুগল সেটিকে এপ্রুভ করলেই আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারবেন।
দ্বিতীয়ত, ইউটিউব চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপণ দেখাতে হলে আপনার চ্যানেলে কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবারস ও লাস্ট ৩৬৫ দিনের মধ্যে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে। এসকল শর্ত পূরণ করার পর গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে হবে এবং গুগল এপ্রুভ করলেই আপনার চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপণ দেখানো হবে।
➤ আরও পড়ুন- ইউটিউব থেকে টাকা আয় কিভাবে?
এবার বিজ্ঞাপণ দেখানোর পর কোনো ভিজিটর যদি সে সকল বিজ্ঞাপণে ক্লিক করে থাকে তাহলে উক্ত ক্লিক এর বিনিময়ে আপনার এডসেন্স একাউন্টে ডলার বা টাকা ইনকাম শুরু হবে। মূলত এই সিস্টেমেই প্রতিটি এডসেন্স ব্যবহারকারী গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করে থাকে।
এখন প্রশ্ন উঠতে পারে, টাকা ইনকাম হবার পর সেটি হাতে পাবো কিভাবে? নতুন অবস্থায় এডসেন্স একাউন্টে ১০ ডলার ইনকাম হলেই এডসেন্স একাউন্টে সেট করা আপনার ঠিকানায় একটি চিঠি বা লেটার পাঠাবে। উক্ত চিঠিতে ৬ সংখ্যার একটি গোপন পিন নম্বর থাকবে এবং এই পিন নম্বরের মাধ্যমে আপনার গুগল এডসেন্স একাউন্ট-টি ভেরিফাই করতে হবে।
গুগল এডসেন্স ভেরিফাই করার পর সেটিতে ব্যাংক একাউন্ট সংযুক্ত করার নতুন একটি অপশন পাবেন। সেখানে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করলে গুগল নিজ থেকেই আপনার ব্যাংক একাউন্টে প্রতি মাসে টাকা পাঠিয়ে দিবে।
আশা করছি, যারা নতুনভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে চাচ্ছেন বা চলেছেন; কিভাবে গুগল এডসেন্স থেকে টাকা আয় হয় হবে ও কিভাবে টাকা হাতে পাবেন সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে সাম্যক ধারণা পেয়েছেন।
➤ আরও পড়ুন- সহজ উপায়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়মঃ-
গুগল এডসেন্স ভেরিফাই করার জন্য গুগল থেকে পাঠানো চিঠি-টি আপনার নিজস্ব পোস্ট অফিসে পাঠানো হবে। সেখান থেকে সেটি সংগ্রহ করুন। চিঠি-টি সংগ্রহ করার পর এডসেন্স একাউন্ট-টি ভেরিফাই করার জন্য একাউন্টে লগ-ইন করুন।
লগ-ইন করার পর হোম পেইজ-এ দেখতে পাবেন Verify your billing address নামে একটি পেজ থাকবে এবং সেটির নিচে Verify বাটন থাকবে সেটিতে ক্লিক করুন। অথবা, একাউন্টে লগ-ইন করার পর সেটিংস-এ প্রবেশ করুন তারপর Address Verification/ Verification Check একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন এবং Verify বাটনে ক্লিক করুন।
তারপর Your PIN একটি বক্স থাকবে, চিঠি-তে থাকা ৬ সংখ্যার পিন নম্বরটি সেখানে বসিয়ে নিন। পিন নম্বরটি অবশ্যই সঠিকভাবে বসাবেন। কোনো ধরনের স্পেস, অন্য কোনো চিহ্ন বা কোনো কিছু লিখার প্রয়োজন হবে না।
পিন নম্বরটি বসানোর পর নিচে Submit বাটন থাকবে, সেটিতে ক্লিক করুন। তাহলেই দেখতে পাবেন আপনার গুগল এডসেন্স ভেরিফাই কমপ্লিট (Your billing address has been verified) লিখা চলে আসবে।
পিন নম্বরের মাধ্যমে একাউন্ট-টি ভেরিফাই করার পর পেমেন্ট অপশনে ব্যাংক একাউন্ট সংযুক্ত করার অপশন-টি সচল হয়ে যাবে। সেখানে আপনার ব্যাংক একাউন্টের তথ্য সঠিকভাব বসিয়ে ফরম পূরন করে নিলেই আপনার টাকা আয় ও পেমেন্টে আর কোনো সমস্যা হবে না।
➤ আরও পড়ুন- গুগল এডসেন্স পাবার আগে এবং পরে যা করণীয়
গুগল এডসেন্স ভেরিফাই সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্ন ও উত্তরঃ-
✍️ কখন গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই করতে হবে?
গুগল এডসেন্স একাউন্টে কমপক্ষে ১০ ডলার পূর্ণ হলে গুগল নিজ থেকে একাউন্টে সেট করা ব্যক্তিগত ঠিকানায় চিঠি পাঠাবে। চিঠি হাতে পাবার পর আপনাকে ভেরিফাই করতে হবে।
✍️ গুগল এডসেন্স চিঠি পেতে কত দিন সময় লাগে?
সাধারণত গুগল এডসেন্স এর চিঠি পৌছাতে ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে, এটি নির্ভর করে আপনার ঠিকানা ও আপনার ডাক বিভাগের সার্ভিস এর উপর।
✍️ গুগল এডসেন্স চিঠি না পেলে কি করণীয়?
একটি চিঠি হাতে পাবার সর্বোচ্চ সময় ৩০ দিন। যদি আপনি ৩০ দিনের মধ্যে চিঠি না পেয়ে থাকেন তাহলে গুগল এডসেন্স একাউন্টে প্রবেশ করে পুনরায় নতুন চিঠির জন্য আবেদন করতে পারবেন।
তাছাড়া যদি দ্বিতীয়বারও চিঠি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই পুনরায় আপনার এড্রেসটি সঠিকভাবে যাচাই করে নিবেন এবং তৃতীয় বারের জন্য পুনরায় চিঠি পাঠানোর আবেদন করবেন। এড্রেস যাচাই করার ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে যেই ঠিকানা দেওয়া থাকবে, সেটি ব্যবহার করার চেষ্টা করবেন।
✍️ গুগল এডসেন্স-এর নতুন চিঠির জন্য সর্বোচ্চ কতবার আবেদন করা যাবে?
আপনার ঠিকানায় গুগল মোট ৩ বার চিঠি পাঠাবে। ৩টি চিঠি পাবার জন্য গুগল আপনাকে ৪ মাস সময় দিবে। যদি ৪ মাসের মধ্যে আপনি চিঠি না পেয়ে থাকেন এবং আপনার এডসেন্স একাউন্ট-টি ভেরিফাই করতে না পারেন তাহলে আপনার গুগল এডসেন্স একাউন্ট থেকে বিজ্ঞাপণ দেখানো বন্ধ করে দেওয়া হবে।
✍️ গুগল এডসেন্সে পিন নম্বর ভুল বসালে কি সমস্যা হতে পারে?
গুগল এডসেন্স ভেরিফাই করার সময় যদি কেউ পিন নম্বর ভুল বসিয়ে সাবমিট করে থাকে তাহলে পুনরায় সঠিক পিন বাসানোর সুযোগ পাবে। তবে, সর্বোচ্চ ৩ বার ভুল পিন ব্যবহার করলে একাউন্ট থেকে বিজ্ঞাপণ দেখানো বন্ধ করে দেওয়া হবে।
✍️ গুগল চিঠি পাঠিয়েছে কি বা পাঠায় নি সেটি কিভাবে নিশ্চিত হবো?
আপনার একাউন্টে ১০ ডলার বা Threshold payment-এ পৌছালে একাউন্টে একটি ইরর (Your payment are on hold becasuse you need to verify your address) দেখতে পাবেন। যদি এরকম কোনো ইরর দেখানো হয় তাহলে ভয় পাবার কিছু নেই। বুঝে নিন যে, আপনার এডসেন্স পিন বা চিঠি পাঠানো হয়েছে। অথবা, আপনার জিমেইল একাউন্টেও মেইল পাঠানো হবে।
✍️ এক সাথে একাধিক গুগল এডসেন্স-এর চিঠি পেলে কোন চিঠির মাধ্যমে এডসেন্স ভেরিফাই করবো?
অনেক সময় সাময়িক জটিলতার কারণে আমাদের নিকট প্রথম মাসের চিঠি হাতে পৌছায় না। ফলে আমরা দ্বিতীয় চিঠির জন্য আবেদন করে থাকি। কখনো কারো কারো নিকট এরকম হতে পারে যে, এক সাথে ৩টি চিঠি পৌছায়। এক্ষেত্রে আপনি যেকোনো একটি চিঠির মাধ্যমেই আপনার গুগল এডসেন্স ভেরিফাই করতে পারবেন। কেননা, প্রতিটি চিঠিতে আপনাকে একই পিন নম্বর দেওয়া হয়ে থাকে।
✍️ তৃতীয়বারে চিঠি পাঠানোর পরও পিন না পেলে কি করণীয়? বা চিঠি ছাড়া গুগল এডসেন্স ভেরিফাই করার নিয়মঃ-
কিছু কিছু সময় এরকম হয়ে থাকে যে, এক এক করে ৩ বার চিঠি পাঠানোর পরও চিঠি হাতে পৌছায় না। হয়তো ৪ মাসের মধ্যে গুগল এডসেন্স ভেরিফাই করতে না পারলে আপনার এডসেন্স থেকে এড দেখানো বন্ধ করেও দিতে পারে।
এক্ষেত্রে চিঠি বা পিন নম্বর ব্যাতীত গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই করার জন্য এডসেন্স একাউন্টে প্রবেশ করুন। তারপর ভেরিফিকেশন এর জন্য অতিরিক্ত একটি অপশন (more) পাবেন, সেটিতে ক্লিক করুন অথবা নিচের লিংকে (Request a replacement PIN) ক্লিক করুন।
এবার পেজটির নিচের দিকে খেয়াল করুন PIN troubleshooter একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করুন। তারপর তাদের রুলস ও আপনার সঠিক তথ্যাবলির মাধ্যমে স্টেপ সমূহ সম্পন্ন করুন ও সর্বশেষ ফরমে আপনার নাম, জিমেইল একাউন্ট, এডসেন্স একাউন্টের পাবলিশার আইডি (Publisher ID) ও এনআইডি কার্ড এর উভয় পৃষ্ঠার একটি ছবি আপলোড করে সাবমিট করুন।
সবকিছু সঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার গুগল এডসেন্স একাউন্ট ভেরিফাই হয়ে যাবে ও আপনাকে মেইল এর মাধ্যমে জানানো হবে।
➤ আরও পড়ুন- ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
➤ শেষ কথাঃ- প্রিয় পাঠক, স্বাভাবিকভাবে গুগল এডসেন্স ভেরিফাই করার নিয়ম সম্পর্কে আমরা অতিরিক্ত টেনশনে থাকি। কিন্তু গুগল চায় তাদের গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও সকলের জন্য সহজ কোনো বিষয় ব্যবহার করতে।
তাই গুগল এডসেন্স ভেরিফাই করতে কোনো ধরনের সমস্যা পেলে গুগল সাপোর্টস সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করবেন। অথবা আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার প্রশ্নের আলোকে সমাধানটি উক্ত পোস্টে সংযুক্ত করার চেষ্টা করবো।
’’গুগল এডসেন্স ভেরিফাই করার সঠিক নিয়ম’’ আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি উপরোক্ত এক বা একাধিক উপায় অবলম্বন করে গুগল এডসেন্স ভেরিফাই করতে সক্ষম হবেন।
আজকের আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই
———– ধন্যবাদ! ———–
Super 😘