Breaking News

সহজ উপায়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম ২০২২

ওয়াইফাই ব্যবহারকারীগণ নিজেদের নিরাপত্তা ও নিয়ন্ত্রনের জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যাওয়াটা স্বাভাবিক বিষয়। ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে অন্য কোনো ডিভাইসকে কানেক্ট করা সম্ভব হয় না।

নতুন কোনো ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করার প্রয়োজন হলে পাসওয়ার্ড না জানার কারণে ডিভাইসে আমরা ইন্টারনেট কানেক্ট করতে ব্যার্থ হই। তখন আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানার প্রয়োজন হয়।

যদি আপনি ওয়াফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে। এই আর্টিকেলে ১০০ ভাগ কার্যকরী কিছু উপায় আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করা সম্ভব হবে।

তবে, এই আর্টিকেলটিকে কেউ ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার নিয়ম হিসেবে নিবেন না। এটিতে শুধুমাত্র কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা সকলের জন্য উপকারী ও শিক্ষণীয় হবে।

আরও পড়ুন- অল্প বয়সে বিয়ে করার উপকারিতা

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্পর্কেঃ-

একটা সময় ছিল যখন প্রযুক্তি বর্তমান সময়ের মতো ততটা আপডেট ছিল না। তখন দুর্বল কিছু রাউটারের কারণে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার সম্ভব হতো। যেকোনো সাধারণ ব্যক্তি, যে কারোর ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিতে পারতো এমনকি ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন সহ আরও অনেক কিছু করে ফেলতে পারতো।

কিন্তু বর্তমানে প্রযুক্তির অনেক উন্নয়ন সাধন হয়েছে। রাউটার প্রস্তুতকারী কোম্পানিসমূহ তাদের রাউটারে অনেক সিকিউরিটি যুক্ত করেছে, পাশাপাশি ওয়াইফাই ব্যবহারীগণও অনেক সচেতন হয়েছে। যার ফলে বর্তমানে কেউ চাইলেও অন্য কারোর ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারে না।

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ-

কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার বিভিন্ন উপায় রয়েছে। কিছু উপায় খুবই সহজ বা  সাধারণ এবং কিছু উপায় রয়েছে এডভ্যান্স লেভেলের।

আপনাদের সুবিধার্তে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জনপ্রিয় উপায় সমূহ নিচে উল্লেখ করা হলো। এসকল পদ্ধতিসমূহ অনুসরণ করে আপনি খুবই সহজে আপনার ভুলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিতে পারবেন।

১. QR কোড এর মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ-

QR কোড আধুনিক প্রযুক্তির অন্যতম একটি আত্মপ্রকাশ। যেকোনো কাজের প্রমাণ ও সিকিউরিটি রক্ষার্তে QR কোড ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে QR কোড ব্যবহার করেও ওয়াইফাই পাসওয়ার্ড জানা যায়।

QR কোড ব্যবহার করে মোবাইল থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা জন্য প্রথমে মোবাইলের সেটিংস অপশন বা নটিফিকেশন বার থেকে ওয়াইফাই অপশনে যাবেন। তারপর কানেক্টেড থাকা ওয়াইফাই এর নামের মধ্যে কিছু সময় ট্যাপ করে ধরে রাখুন।

আপনার মোবাইলটি যদি আপডেট ভার্সন হয়ে থাকে তাহলে একটি QR কোড দেখতে পাবেন। অথবা, ওয়াফাই এর নামের পাশে সেটিংস বা গিয়ার আইকন থাকতে পারে সেটিতে ক্লিক করুন এবং নিচের দিকে QR Code একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করলে একটি QR কোড প্রদর্শিত হবে।

মোবাইল ভেদে QR Code খুঁজে পাবার সিস্টেমটি কিছুটা ভিন্ন হতে পারে। উপরোক্ত দুটি নিয়ম থেকে যেকোনো একটি উপায় অবলম্বন করেই আপনি QR Code পেয়ে যাবেন এবং এই QR Code এর মধ্যেই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড লুকায়িত রয়েছে।

এবার উক্ত QR কোডটির একটি স্ক্রিনশট তুলে নিন। প্রয়োজনীয় অংশটুকু Crop করে রেখে বাকি অংশটুকু ফেলে দিতে পারেন। তারপর QR কোডটি স্ক্যানিং করার জন্য যেকোনো একটি QR কোড স্ক্যানার অ্যাপস ব্যবহার করে কোডটি স্ক্যানিং করলেই কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পাবেন।

অথবা, QR কোডটি ওয়েবসাইটে আপলোড করেও পাসওয়ার্ড জেনে নিতে পারবেন। ওয়েব সাইট থেকে পাসওয়ার্ড জানতে নিচের উপায় অনুসরণ করুন।

  • প্রথমে zxing.org সাইটে প্রবেশ করুন।
  • তারপর Upload a File নামক একটি অপশন পাবেন সেটির Choose File-এ ক্লিক করে QR কোডটি আপলোড করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • রেজাল্ট হিসেবে আপনার কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে পারবেন।

আরও পড়ুন- ই-সিম কি? ই-সিম এর সুবিধা ও অসুবিধা

২. রাউটারে লগ-ইন করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ-

রাউটারে লগ-ইন করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা অনেক পরিচিত ও জনপ্রিয় একটি পদ্ধতি। অনেকেই এই পদ্ধতিটি জানার আগ্রহে গুগল বা ইউটিউবে সার্চ করে থাকেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি শুধুমাত্র পাসওয়ার্ড নয় আপনার সম্পূর্ণ ওয়াফাইকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন।

ওয়াইফাই পাসওয়ার্ড জানার পাশাপাশি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, কারা কারা আপনার ওয়াইফাই ব্যবহার করছে তাদেরকে দেখতে পারবেন, প্রয়োজনে যেকোনো ডিভাইসকে ব্লকও করতে পারবেন। ব্লক করার ফলে সেই ডিভাইসে সঠিক পাসওয়ার্ড ব্যবহার করা স্বত্বেও ওয়াইফাই এর সাথে কানেক্টেড হতে পারবে না। পুনরায় কানেক্ট করার জন্য আপনি আন-ব্লকও করতে পারবেন।

রাউটারে লগ-ইন করার জন্য প্রথমে আইপি (IP) এড্রেসটি জেনে নিতে হবে। আইপি এড্রেসটি রাউটারের ইউজার ম্যানুয়াল বই-এ পেয়ে যাবেন অথবা রাউটারের নিচের দিকে থাকা স্টিকার থেকে দেখে নিতে পারেন। অধিকাংশ রাউটারের আইপি এড্রেস হলো 192.168.0.1 অথবা 192.168.1.1 অথবা 192.168.2.1

রাউটারের আইপি এড্রেসটি জানার পর আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন ও সার্চ বারে আইপি এড্রেসটি বসিয়ে ব্রাউজ করুন। তারপর রাউটারের লগ-ইন পেজটি চলে আসবে। লগ-ইন করার জন্য Username এবং Password বসাতে হবে। ডিফল্ট হিসেবে অধিকাংশ রাউটারের Username এবং Password মূলত admin দেওয়া থাকে।

যদি আপনার রাউটারের Username এবং Password পরিবর্তন করে না থাকেন তাহলে Username এবং Password দুটি বক্সে admin বসিয়ে লগ-ইন করুন। ব্যাস, এবার আপনার রাউটারের সকল সেটিংস পেয়ে যাবেন।

ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার জন্য সেটিংস বা ম্যানু অপশন থেকে Wirless Security বা Wirless Password অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে পারবেন।

এখানে থাকা সেটিংসগুলো ব্যবহার করে আপনি ওয়াফাই এর নাম পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন সহ আরও অনেক কাজ করতে পারবেন। তবে, আবেগবশত না বুঝে উল্টা-পাল্টা কোনো সেটিংস পরিবর্তন করা থেকে বিরত থাকার অনুরোধ রইলো।

আরও পড়ুন- বিশ্বের সব দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম

৩. ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ-

ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম কিছুটা জটিল ও ভিন্ন প্রকৃতির। এটিকে এডভান্স পদ্ধতিও বলা যেতে পারে।

যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে, কিবোর্ড থেকে Windoews + R বাটনদ্বয় একসাথে চাপুন। তারপর Run কমান্ড বক্সে ncpa.cpl টাইপ করুন এবং Ok বাটনে ক্লিক করুন।

এবার আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলো ওয়াইফাই রাউটার কানেক্টেড আছে তা নাম সহ একটি তালিকা দেখতে পাবেন। তালিকা থেকে যেই ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে ইচ্ছুক সেটির উপর ডাবল ক্লিক করুন।

দেখতে পাবেন আপনার নিকট নতুন একটি পপ-আপ পেজ ওপেন হবে। উক্ত পেজে Wirless Properties একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন। তারপর আরও একটি পেজ ওপেন হবে, সেই পেজ থেকে Security অপশনে ক্লিক করুন এবং Show Characters অপশনটিতে টিক মার্ক বসিয়ে নিলেই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে পাবেন।

অথবা, এই কাজটি একটু ভিন্নভাবেও করতে পারেন। ডেক্সটপ থেকে Wifi আইকনে ক্লিক করে Network & internet settings অপশনে ক্লিক করুন। তারপর বাম দিক থেকে Wifi অপশনে ক্লিক করুন।

এবার ডানদিকে লক্ষ করুন Change adapter option নামে একটি বাটন রয়েছে সেটিতে ক্লিক করুন। তারপর Wifi একটি অপশন চলে আসবে সেটিতে ডাবল ক্লিক করুন এবং উপরোক্ত নিয়ম অনুসরণ করে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিতে পারেন।

আরও পড়ুন- কম্পিউটার কিবোর্ড শর্টকাট ও এর ব্যবহার জেনে নিন

৪. অ্যাপ ব্যবহার করে ওয়াফাই পাসওয়ার্ড বের করার নিয়মঃ-

অনেকেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম জানার জন্য বিভিন্ন অ্যাপ খুঁজে থাকেন। অধিকাংশ রাউটারের পাসওয়ার্ড কের করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো Router Setup Page. অ্যাপটি ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে নিচের উপায় অনুসরণ করতে পারেন।

অ্যাপ ব্যবহার করে ওয়াফাই পাসওয়ার্ড বের করার নিয়ম

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে Router Setup Page অ্যাপটি ইনস্টল করুন ও ওপেন করুন।
  • ওপেন করার পর Terms & Conditions পেজ থেকে Accept বাটনে ক্লিক করুন। তারপর আপনার ডিভাইসে কানেক্টেড থাকা ওয়াইফাই সম্পর্কে কিছু তথ্য দেখতে পাবেন।
  • উপরের দিকে Press to Update একটি ম্যানু অপশন থাকবে সেটিতে ক্লিক করুন। তাহলে আপনার ওয়াইফাই এর আইপি এড্রেসটি দেখতে পাবেন।
  • আইপি এড্রেস এর নিচের দিকে Open Router Page নামে আরও একটি ম্যানু অপশন থাকবে সেটিতে ক্লিক করুন।
  • দেখতে পাবেন রাউটারে লগ-ইন করার জন্য Username এবং Password চাওয়া হবে। রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড বসিয়ে লগ-ইন করুন।
  • এবার উপর থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন তারপর Wirless Settings বা Wirless Security অপশনটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন। তারপরই আপনার কাঙ্খিত ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে পারবেন।

আরও পড়ুন- ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে?

৫. পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার নিয়মঃ-

উপরের পোস্টে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে, আপনার নিকট যেসকল ডিভাইস রয়েছে কোনো ডিভাইসেই ওয়াইফাই কানেক্টেড নেই সেক্ষেত্রেও আপনি পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই এর সাথে কানেক্টেড হতে পারবেন ও পাসওয়ার্ড জেনে নিতে পারবেন।

  • প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশন থেকে Wifi Settings অপশনে চলে যেতে হবে।
  • তারপর সেখানে Settings বা Advance Settings নামে একটি অপশন থাকবে সেটিতে ক্লিক করুন।
  • দেখতে পাবেন WPS Push Button কিংবা  WPS Connection একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করুন।
  • এবার আপনার রাউটারটি হাতে নিন এবং সেখানে দেখতে পাবেন WPS একটি বাটন রয়েছে সেটিতে পর পর দুই বার ক্লিক করুন। কাজটি অবশ্যই WPS Push Button ক্লিক করার ৩০ সেকেন্ড এর মধ্যে করতে হবে।
  • তাহলেই দেখতে পাবেন পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে।

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার নিয়ম

এবার আপনি উপরোক্ত যেকোনো একটি উপায় অনুসরণ করে খুবই সহজে ওয়াইফাই পাসওয়ার্ডটি জেনে নিতে পারেন।

আরও পড়ুন- ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায়

শেষ কথাঃ- প্রিয় পাঠক, ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম সম্পর্কে আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! আশা করছি উপরোক্ত যেকোনো একটি উপায় অনুসরণ করে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে সক্ষম হবেন।

এর পরেও যদি এ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনার প্রশ্ন অনুযায়ী আমি উত্তর দেবার চেষ্টা করবো ইন-শা-আল্লাহ!

’’ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম’’ সম্পর্কিত ইনফরমেটিভ এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই

———– ধন্যবাদ! ———–

About Bondhu24

Check Also

১০০টি ইংরেজি কমন ডায়লগ

১০০টি ইংরেজি কমন ডায়লগ ; যা নিত্যদিন ব্যবহারযোগ্য

আজকের আর্টিকেলে ১০০টি ইংরেজি কমন ডায়লগ নিয়ে হাজির হয়েছি যা দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ব্যবহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *