প্রত্যেক ইনস্টাগ্রাম ব্যবহারকারীই তার একাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে চান। কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নিয়ম না জানার কারণে তা বাস্তবায়ন করতে পারেন না। মূলত যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচয় বহন করে। একইভাবে ইনস্টাগ্রাম একাউন্টেও ফলোয়ার থাকা সকল ব্যবহারকারীদের প্রধান প্রত্যাশিত বিষয়।
বিশেষ করে যারা বিভিন্ন মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করতে চান তাদের জন্য ফলোয়ারস (Followers) বৃদ্ধি করা বাধ্যতামূলক। কেননা ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার পূর্ব শর্ত হলো ফলোয়ারস থাকা।
তবে, ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য কোনো ধরনের ফেইক বা বট পদ্ধতি ব্যবহার করা যাবে না। কেননা এই ধরনের ফলোয়ারস-এর কোনো মূল্য নেই। অবশ্যই আপনার একাউন্টে রিয়েল ফলোয়ারস থাকতে হবে। তাহলেই এসকল ফলোয়ারস এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন।
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর পদ্ধতিঃ-
ইনস্টাগ্রামে মূলত দু’টি পদ্ধতিতে ফলোয়ার বাড়ানো যায়। যথা-
- অর্গানিক বা ফ্রি পদ্ধতি।
- পেইড বা টাকার বিনিময়ে ফলোয়ার বৃদ্ধি করা।
তবে, আমরা আজকের আর্টিকেলে শুধুমাত্র প্রথম পদ্ধতি বা ফ্রিতে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায় সম্পর্কে আলোচনা করবো। এসকল পদ্ধতি অবলম্বন করে আপনি খুবই দ্রুত অর্গানিক ফলোয়ারস পেতে পারেন।
অনেকের নিকট মনে হতে পারে যে, ইনস্টাগ্রামে অর্গানিক ফলোয়ার পাওয়া খুবই কষ্টকর; কিন্তু না। যদি আপনি সঠিক কিছু উপায় অনুসরণ ও অনুকরণ করতে পারেন তাহলে খুবই সহজে অনেক বেশি ফলোয়ারস পেতে পারেন তাতে কোনো সন্দেহ নেই।
➤ আরও পড়ুন- গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায়
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়ঃ-
ফ্রিতে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য বিভিন্ন উপায় রয়েছে। নিম্নে জনপ্রিয় ও সহজ কিছু উপায় সম্পর্কে আলোচনা করা হলো। ফ্রিতে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য নিচের পদ্ধতি সমূহ অনুসরণ করুন।
১. ইনস্টাগ্রাম প্রোফাইল সাজানোঃ-
অধিকাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারীই একাউন্ট খোলার সময় তাড়াহুড়ো করেন এবং একাউন্ট খোলার পর প্রোফাইল সাজানোর ব্যাপারে তেমন গুরুত্ব দেন না। এটি করার ফলে আমরা সাধারণভাবে যেই পরিমাণ ফলোয়ার পাবার কথা ছিল তা থেকেও বঞ্চিত হই।
মনে রাখবেন, একজন ভিজিটর আপনার একাউন্টে প্রবেশ করার পর প্রোফাইল দেখেই আপনাকে ফলো করা বা না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। ইনস্টাগ্রাম প্রোফাইল সাজাতে নিচের বিষয়াবলির প্রতি গুরুত্ব দিন।
- একাউন্ট খোলা সম্পন্ন হলেই প্রোফাইল থেকে Edit Profile Option টি খুঁজে বের করুন।
- প্রোফাইলের ধরন বা কাজের উপর ভিত্তি করে একাউন্টের ডিসপ্লে নেম প্রয়োজনে এডিট করুন এবং কাজের সাথে মিল রেখে ইউনিক ও আকর্ষণীয় ইউজারনেম (Username) ব্যবহার করুন।
- যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটি একাউন্টের সাথে সংযোগ করুন। সেই সাথে অবশ্যই বায়ো-তে (Bio) আপনার একাউন্ট বা কাজ সম্পর্কে কিছু তথ্য উল্লেখ রাখুন। যেমন- আপনি ফটোগ্রাফার হয়ে থাকলে তা সম্পর্কে লিখতে পারেন, আপনি ভ্রমণ প্রিয় হয়ে থাকলে তা সম্পর্কে লিখতে পারেন ইত্যাদি।
- Similar account Suggestion অপশনটিতে অবশ্যই টিক মার্ক রাখবেন। এতে করে আপনার একাউন্টের সাথে জড়িত অন্যান্য কোনো একাউন্ট-কে কেউ ফলো করে থাকলে আপনার একাউন্টকেও ফলো করার জন্য সাজেস্ট করা হবে। এতে করে সহজে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করা যায়।
- সর্বশেষ অবশ্যই চেষ্টা করুন, প্রোফাইল ফটো হিসেবে একটি ইউনিক ও আকর্ষণীয় হাই-কোয়ালিটি ছবি ব্যবহার করার জন্য এবং কাভার ফটোটিও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন।
২. অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাঃ-
যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ইনফ্লোয়েন্সার হয়ে থাকেন বা জনপ্রিয়তা থেকে থাকে তাহলে সেটিতে আপনার ইনস্টাগ্রাম একাউন্টের লিংক যুক্ত রাখতে পারেন। এতে করে অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী আপনাকে ইনস্টাগ্রামে ফলো করবে।
মনে করুন, আপনি ইনস্টাগ্রামে বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন। সেক্ষেত্রে কিছু পণ্যের ছবি আপনার অন্য কোনো এক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এতে করে এসকল পণ্যের প্রতি আগ্রহীগণ অবশ্যই আপনার ইনস্টাগ্রাম একাউন্টে ভিজিট করবে এবং তাদের মাঝে অনেকেই আপনাকে ফলো করবে বা পণ্য ক্রয় করবে।
➤ আরও পড়ুন- ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায়
৩. হ্যাশট্যাগ ব্যবহার করাঃ-
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর আরও একটি জনপ্রিয় ও কার্যকরী উপায় হলো হ্যাসট্যাগ (Hashtag/#) ব্যবহার করা। এটি শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্যই নয়। যেকোনো সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট (Engagement) বৃদ্ধি করতে এটি খুবই কার্যকরী উপায়।
কোনো পোস্টে হ্যাসট্যাগ ব্যবহার করার ফলে সহজেই ভিউয়ারস-এর দৃষ্টি আকর্ষন করা যায়। ফলে সে উক্ত পোস্টে এংগেজ হয়। তাছাড়া অনেকাংশে অর্গানিক ট্রাফিক পেতেও এটি অনেক সহায়ক হিসেবে কাজ করে।
এমনকি কোনো পোস্টে হ্যাসট্যাগ ব্যবহার করার পর সেটি পরবর্তীতে অন্যান্য হ্যাসট্যাগ পেজে দেখানো হয়ে থাকে। তাছাড়া যদি আপনি ট্রেন্ডিং কোনো হ্যাসট্যাগ ব্যবহার করে টপ লিস্টে আসতে পারেন তাহলে সহজেই অনেক বেশি ফলোয়ারস পেয়ে যেতে পারেন।
তাই আপনার একাউন্টের বায়ো-তে ও প্রতিটি পোস্টে এক বা একাধিক হ্যাসট্যাগ ব্যবহার করুন। তবে, অতিরিক্ত হ্যাসট্যাগ ব্যবহার করা কিছুটা বিরক্তিকরও হয়ে থাকে এবং পোস্ট রিলেটেড নয়, এমন ধরনের হ্যাসট্যাগ ব্যবহার করা কখোনই ঠিক নয়। হ্যাসট্যাগ এর ব্যবহার যেমন- #bondhu24 #income #blogsite ইত্যাদি।
৪. লোকেশন ট্যাগ ব্যবহার করাঃ-
যদি আপনি নির্দিষ্ট কোনো এরিয়ার ইনস্টাগ্রাম ব্যবহারকারীেদের ফলোয়ার হিসেবে পেতে চান তাহলে অবশ্যই লোকেশন ট্যাগ (Location Tag) ব্যবহার করা উচিত। পোস্টে লোকেশন ব্যবহার করার ফলে সহজেই আপনি উক্ত এরিয়ার মানুষদের কাছে পৌছাতে পারবেন।
যদি আপনি ইনস্টাগ্রামে প্রফেশনাল বিজনেসম্যান হতে চান তাহলে পোস্টে লোকেশন ব্যবহার করার ফলে সহজেই উক্ত এরিয়ার মানুষদেরকে আপনার ফলোয়ার ও কাস্টমার হিসেবে পেয়ে যাবেন। তাছাড়া আপনার পোস্টের পাশাপাশি Story-তেও লোকেশন ব্যবহার করতে পারেন ও আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন।
➤ আরও পড়ুন- টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
৫. এনগেজমেন্ট গ্রুপে জয়েন হওয়াঃ-
ইনস্টাগ্রামে সহজে ফলোয়ার পাবার জন্য এনগেজমেন্ট গ্রুপে জয়েন হতে পারেন। ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের এনগেজমেন্ট গ্রুপ রয়েছে। আপনার কাজের উপর ভিত্তি করে কিছু গ্রুপে জয়েন হোন। এসকল গ্রুপে অনেক বেশি সদস্য থাকে বিদায় এর মাধ্যমে সহজে ফলোয়ারস পাওয়া যায়।
গ্রুপে জয়েন হবার পর গ্রুপের রুলস অনুযায়ী বিভিন্ন পোস্ট করতে পারেন। এতে করে অনেকেই সেই পোস্টের প্রতি আগ্রহী হয়ে আপনাকে ফলো করবে। প্রয়োজনে গ্রুপের অন্যান্য পোস্টে লাইক বা যুক্তিমূলক কমেন্টসও করতে পারেন।
তবে, সবচেয়ে কার্যকরী উপায় হলো গ্রুপে যাদেরকে এক্টিভ মনে হবে, তাদেরকে নিজ থেকে ফলো করা। বিনিময়ে তারাও আপনাকে ফলো বেক করবে। এটি শুধুমাত্র প্রথমাবস্থায় ফলো পাবার জন্য অনুসরণ করা যেতে পারে।
৬. অন্যদের পোস্ট রি-পোস্ট করাঃ-
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য আরও একটি সহজ উপায় হলো অন্যের পোস্ট রি-পোস্ট করা বা শেয়ার করা। এতে করে আপনাকে নিজ থেকে কষ্ট করে নতুন কোনো পোস্ট বা কন্টেন্ট পাবলিশ করতে হবে না। অন্যদের পোস্ট শেয়ার করেই নিজের একাউন্টের এক্টিভিটি ঠিক রাখা যায়।
বিভিন্ন ব্যক্তিগত একাউন্ট, বিভিন্ন গ্রুপ বা পেজে বিভিন্ন ধরনের পোস্ট পাবলিশ করা হয়। এসকল পোস্ট থেকে যেই পোস্টটি আপনার নিকট গুরুত্বপূর্ণ বা ট্রেন্ডিং মনে হবে সেটি রি-পোস্ট করতে পারেন। এই সকল পোস্টে এনগেজ হয়ে অনেকেই আপনাকে ফলো করতে পারে।
তবে, খুব বেশি রি-পোস্ট করাও ঠিক নয়। আপনার একাউন্টে রি-পোস্ট এর তুলনায় নিজের পোস্ট এর সংখ্যা বেশি রাখাটাই ভাল দেখাবে। তাছাড়া রি-পোস্ট এর কিছু পলিসি রয়েছে। সেগুলো অবশ্যই জেনে নিবেন।
৭. ইউনিক এবং ধারাবাহিকতা রক্ষা করাঃ-
ইনস্টাগ্রামে আপনি যেসকল পোস্ট বা ছবি পাবলিশ করবেন সেগুলো অবশ্যই ইউনিক হতে হবে। বিশেষ করে, ছবি সমূহ অবশ্যই হাই-কোয়ালিটি রাখার চেষ্টা করুন।
পাশাপাশি আপনি যেসকল পোস্ট করবেন বা কন্টেন্ট পাবলিশ করবেন, সেটির ধারাবাহিকতা বজায় রাখুন। এতে করে আপনার একাউন্টে যিনি ভিজিট করবেন, তিনি আপনার একাউন্টের প্রতি মুগ্ধ হয়ে আপনাকে ফলো করতে বাধ্য হবেন।
যেমন আপনার ছবি সমূহ তোলার পর অবশ্যই সেগুলো ভাল কোনো ফটো এডিটিং অ্যাপস এর মাধ্যমে এডিট করে নিতে পারেন। কিংবা ভিডিও পাবলিশ করার পূর্বে সেটি রেকর্ড করে অবশ্যই ভাল কোনো ভিডিও এডিটিং অ্যাপস এর মাধ্যমে প্রফেশনাল লুক দিতে পারেন।
৮. ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করাঃ-
ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য ইনস্টাগ্রাম রিলস আরও একটি জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে খুবই সহজে অধিক বেশি ফলোয়ারস পাওয়া সম্ভব।
রিলস হলো ইনস্টাগ্রামের এরকম একটি ফিচার, যেখানে বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আপলোড করা যায়। বর্তমান সময়ে ফেসবুকেও এই রিলস ভিডিও ফিচার চালু করা হয়েছে।
এখানে আপনি শর্টস ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন। আর বর্তমান সময়ে এই শর্টস ভিডিওর জনপ্রিয়তা অনেক বেশি হওয়ায় সহজেই এর মাধ্যমে নিজেকে সোশ্যাল মিডিয়াতে পরিচিতি মুখ হিসেবে গড়ে তোলা সম্ভব।
➤ আরও পড়ুন- ইউটিউব শর্টস থেকে টাকা আয় কিভাবে?
৯. ট্রেন্ডিং বিষয়াবলির প্রতি ফোকাস করাঃ-
অধিকাংশ সময় নতুন নতুন ইনস্টাগ্রাম একাউন্টসমূহ ট্রেন্ডিং বিষয়ের উপর পোস্ট বা শর্টস ভিডিও আপলোড করার ফলে দ্রুতই তাদের পোস্ট ভাইরাল হয়ে যায়। ফলে অনেক বেশি ফলোয়ারস পেয়ে থাকে।
কাজেই ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করার জন্য আপনিও নিজের নিশ বা কাজের ক্যাটাগরির মধ্যে যেসকল ট্রেন্ডিং বা আলোচিত বিষয় রয়েছে তা সম্পর্কে পোস্ট করুন। অবশ্যই সেটি যুক্তিসংগত রাখা চাই।
১০. একাউন্টে এক্টিভটি চলমান রাখাঃ-
যদি আপনি ইনস্টাগ্রাম থেকে ভাল কিছু পেতে চান তাহলে অবশ্যই ভাল কিছু ফলোয়ার থাকা চাই। আর এই ফলোয়ারস পেতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু সময় দিতে হবে।
একদিন প্রবেশ করে একটি পোস্ট পাবলিশ করলেন তারপর ব্যস্ততার কারণে আগামী এক সপ্তাহ কোনো খোঁজ রাখলেন না, এতে করে আপনার একাউন্টে নতুন ফলোয়ার পাওয়া তো দূরের কথা; বরং যারা ছিল তারাও ধীরে ধীরে আপনাকে ছেড়ে চলে যাবে।
কাজেই প্রতিনিয়ত কিছু-টা সময় ব্যয় করুন। আকর্ষণীয় ছবি বা ভিডিও আপলোড করুন ও পোস্ট সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা দিন। পাশাপাশি যারা আপনাকে কোনো কমেন্টস বা ম্যাসেজ করবে তাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিন। দেখবেন আপনি অতি দ্রুত আপনার ইনস্টাগ্রাম একাউন্টে অনেক বেশি ফলোয়ার পেয়ে যাবেন।
➤ আরও পড়ুন- ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার উপায়
➤ শেষ কথাঃ- প্রিয় পাঠক, ইনস্টাগ্রামে ফলোয়ার পাবার জন্য উপরোক্ত উপায় সমূহ সঠিকভাবে অবলম্বন করে আপনি খুবই সহজে আপনার প্রত্যাশিত অবস্থানে পৌছাতে পারবেন। যেহেতু এগুলো ফ্রিতে ফলোয়ার পাবার পদ্ধতি, কাজেই এসকল পদ্ধতিতে ধীরে ধীরে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে।
আর যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ফলোয়ারস অর্জন করতে চান তাহলে টাকা খরচ করে বা একাউন্ট প্রমোশন করাতে পারেন। কিন্তু নতুন অবস্থায় এটি করার পূর্বে অবশ্যই ভেবে নিবেন।
’’ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়’’ আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি উপরোক্ত এক বা একাধিক উপায় অবলম্বন করে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে নিতে সক্ষম হবেন।
আজকের আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবসময় সুস্থ, সুন্দর ও নিরাপদে ভালো থাকবেন। আমাদের আরও অন্যান্য পোষ্টগুলো ভাল লাগলে অবশ্যই পড়তে পারেন। পরবতীর্তে আমাদের ওয়েবসাইটে আসার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই
———– ধন্যবাদ! ———–